Showing posts with label অর্থনীতি. Show all posts
Showing posts with label অর্থনীতি. Show all posts
যারা ভুয়া বাজেট বলছে তাদের দেশপ্রেম জিরো: অর্থমন্ত্রী । বিডি ইভেন্ট 24

যারা ভুয়া বাজেট বলছে তাদের দেশপ্রেম জিরো: অর্থমন্ত্রী । বিডি ইভেন্ট 24


ডেস্ক রিপোর্ট :অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাজেট কী করে ভুয়া হয়? যারা ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ভুয়া বলছেন তাদের দেশপ্রেম জিরো (শূন্য)।
শুক্রবার রাজধানীর ওসমানী মিলনায়তনে বাজেট বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল, তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, অনলাইনে কেনা-বেচার ওপর করারোপ করা হয়নি।
এবারের বাজেট তেলা মাথায় তেল দেয়া এবং গরীব ও মধ্যবিত্তদের আরও বিপদে ফেলার বাজেট এমন বক্তব্যে ক্ষুব্ধ হন অর্থমন্ত্রী।তিনি বলেন,  দেশে দারিদ্র্যতা বাড়ছে না। এসব মিথ্যা। এসব প্রশ্নের উত্তর দিতেও লজ্জা হয়। ইট’স এ সিম্পল স্টেটম্যান্ট অব ফলসহুড। আপনারা দেশের পরিবর্তন স্বীকার করছেন না। দেশে বর্তমানে ২২.৪ শতাংশ লোক গরীব। একসময় এটি ছিল ৭০ শতাংশ।
এবারের বাজেটে প্রসাধনী পণ্যের ওপর কর বসানো হয়েছে। এটা ভোটব্যাংকে কোনো প্রভাব ফেলবে কী না জানতে চাইলে উত্তর দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। একটি কবিতার কয়েক লাইন আবৃত্তি করে তিনি বলেন, একটু কম প্রসাধনী ব্যবহার করলে দেখতে যে খারাপ লাগবে বিষয়টি সেরকম নয়।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বিরক্ত হয়ে উত্তর দেয়া বন্ধ করে দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, আপনারা মুখে বলছেন না, কিন্তু বোঝাতে চেয়েছেন কিছুই হয়নি। আপনারা বাজেটটাকে গ্রহণই করতে চাইছেন না। কতগুলো প্রশ্ন নিয়ে এসেছেন এবং সেগুলোই বলছেন।
বানিজ্যিকভাবে জনপ্রিয় হয়ে উঠছে তুলা চাষ | bdevent24

বানিজ্যিকভাবে জনপ্রিয় হয়ে উঠছে তুলা চাষ | bdevent24


রহিম রেজা, ঝালকাঠি: ঝালকাঠিতে বানিজ্যিকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তুলাচাষ। যশোর তুলা উন্নয়ন বোর্ডের সহায়তায় গত সাত বছর ধরে রুপালি-১ ও ৪ জাতের তুলাচাষ করছেন এ অঞ্চলের কৃষকরা। চলতি মৌসুমে জেলা সদরের গাবখান গ্রামসহ আশপাশের এলাকায় ৭০ একর জমিতে তুলা চাষ হয়েছে। তুলাচাষ লাভজনক হওয়া ও ফলন ভালো পাওয়ায় চাষিদের মধ্যে আগ্রহ বাড়ছে। এখন চলছে তুলা সংগ্রহের সময়।
চৈত্রের শুরুতেই সাদা তুলায় ভরে গেছে ক্ষেতগুলো। এ অঞ্চলের কৃষিতে তুলাচাষকে নতুন সম্ভাবনা বলে মনে করছে কৃষি বিভাগ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১১ সালে জেলার গাবখান গ্রামে প্রথম রুপালি-১ জাতের তুলাচাষ শুরু হয়। ওই বছর ফলন ভালো পাওয়ায় জেলার রাজাপুর এবং নলছিটিতে রুপালি-৪ জাতের তুলাচাষ শুরু করেন চাষিরা। তবে তুলা চাষের জমি নির্বাচন, বীজ সংগ্রহ ও পানি নিয়ন্ত্রণ করতে না পারায় চলতি এই দুই উপজেলায় আপাতত তুলাচাষ বন্ধ রয়েছে। চাষিরা জানান, উঁচু জমিতে তুলা চাষ ভালো হয়।
আষাঢ় ও শ্রাবণ মাসে বীজ লাগানোর সময়। কার্তিক মাসে ফুল আসে। অগ্রহায়ণ-পৌষে ফল ধরে। ফাল্গুন-চৈত্র মাসে ফল ফেটে সাদা তুলা বের হয়। তখন ক্ষেত থেকে তুলা সংগ্রহ করেন চাষিরা। এ বছর তুলার ফলন ভালো হয়েছে। তবে উৎপাদন খরচও বেড়েছে বলে জানান কৃষকরা।রাজাপুরের আব্দুল কাদের জানান, এই এলাকার জমি কিছুটা নিচু হলেও খুব উর্বর। আমরা চার বছর তুলা চাষ করে তিন বছরই ভালো ফলন পেয়েছি। গত বছর বন্যার কারণে তুলা নষ্ট হয়ে যায়। তা ছাড়া তুলাচাষে কিছু সমস্যা রয়েছে। শুষ্ক মৌসুমে সেচ ও বর্ষা মৌসুমে পানি নিয়ন্ত্রণ করতে না পারা।