Showing posts with label চাকরি. Show all posts
Showing posts with label চাকরি. Show all posts
প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অক্টোবরে
এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ হিসেবে নিয়োগ পেতে সারাদেশে ১২ হাজার আসনের বিপরীতে অাবেদন করেছেন ২৪ লাখ ৫ জন প্রার্থী। অর্থাৎ প্রতি আসনে লড়বেন ২০০ জন।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এফ এম মনজুর কাদির বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৪ (পিইডিপি-৪) আওতাভুক্ত ১২ হাজার শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। গত ৩০ জুলাই এই ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়। সারাদেশ থেকে মোট ২৪ লাখ ৫টি আবেদন এসেছে।
তিনি বলেন, আগামী ১৯ থেকে ২৬ অক্টোবরের মধ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজন করতে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী সপ্তাহে এ সংক্রান্ত একটি সভা হওয়ার কথা আছে। সেখানে পরীক্ষার দিন, সময় নির্ধারণ করা হবে। অক্টোবরে লিখিত পরীক্ষা আয়োজন করা হলে ডিসেম্বরের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ করা হবে। পাস করা যোগ্য প্রার্থীদের পরবর্তী বছরের শুরুতে নিয়োগ দেয়া হবে।
এদিকে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে জানা গেছে, অন্যান্য বারের চেয়ে ২০১৮ সালের এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে রেকর্ডসংখ্যক প্রার্থী আবেদন করেছেন। গত ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়। এ সময়ের মধ্যে ২৪ লাখ ৫টি আবেদন জমা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৪ লাখ ৫২ হাজার ৭৬০টি, চট্টগ্রাম বিভাগে ৩ লাখ ৮২ হাজার ৩৩৫টি, রাজশাহী বিভাগে ৩ লাখ ৬২ হাজার ৯২৫টি, খুলনা বিভাগে ২ লাখ ৪৮ হাজার ৭৩০টি, বরিশাল বিভাগে ২ লাখ ৫৫ হাজার ৮২৭টি, সিলেট বিভাগে ১ লাখ ২০ হাজার ৬২৩টি, রংপুর বিভাগে ২ লাখ ৯৪ হাজার ৩৬৮টি এবং ময়মনসিংহ বিভাগ থেকে ২ লাখ ৮২ হাজার ৪৩৭টি আবেদন জমা হয়েছে।
ডিপিই সূত্র জানায়, বর্তমানে সারাদেশে প্রায় ৬৪ হাজার ৮২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে প্রায় ১২ হাজার সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ কারণে নতুন করে আরও ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞাপ্তি প্রকাশ করা হয়। পুরনো নিয়োগ বিধিমালা অনুসরণ করে এ নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। ফলে নারী আবেদনকারীদের ৬০ শতাংশ কোটায় এইচএসসি বা সমমান পাস এবং পুরুষের জন্য ৪০ শতাংশ কোটায় স্নাতক বা সমমান পাস রাখা হয়েছে। লিখিত পরীক্ষায় আসনপ্রতি তিনজনকে (একজন পুরুষ ও দুইজন নারী) নির্বাচন করা হবে। মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
প্রার্থীরা http://dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ওএমআর শিট পূরণের নির্দেশাবলি এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে।
সমাজসেবা অধিদফতরে ৯৬০ জন নিয়োগ বিজ্ঞপ্তি
সমাজকল্যান মন্ত্রণালয়ের অধীন সমাজ সেবা অধিদফতর নিম্নবর্ণিত 960 টি শূন্য পদে
নিয়োগের জন্য বিজ্ঞপ্তি.............
আবেদন শুরু হবে: 15 জুলাই থেকে
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে আরএফএল । bdevent24.com
অ্যাসিস্ট্যান্ট অপারেটর পদে জনবল নিয়োগ দিচ্ছে আরএফএল গ্রুপ। তবে কতজনকে নিয়োগ দেয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবে।
প্রার্তীকে ন্যূনতম অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। তবে এসএসসি, এইচএসসি এবং কারিগরি শিক্ষা বোর্ডের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। চাকরির বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। অনভিজ্ঞ প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। তবে ফ্যাক্টরি, ওয়েল্ডিং, মেকানিক, ইলেক্ট্রিক কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে।
আলোচনা সাপেক্ষে বেতন নিধারিত হবে। এ ছাড়া কোম্পানি পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র নিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য সকাল ১০টায় বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় উপস্থিত হতে হবে। সূত্র : জাগোজবস ডটকম
সিটি ব্যাংকে চাকরির বিজ্ঞপ্তি । bdevent24.com
রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নিয়োগ দিচ্ছে দি সিটি ব্যাংক লিমিটেড। তবে পদগুলোতে কতজন নিয়োগ দেওয়া হবে উল্লেখ করা হয়নি। নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://www.thecitybank.com/ ওয়েবসাইট এবং বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন হাউস সিএন (সি) ১১, এভিনিউ ১৩৬ (লেভেল ৪), গুলশান ২, ঢাকা ঠিকানায়।
আবেদনের সময়সীমা- ১২ জুন, ২০১৮।
চতুর্দশ শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা ২৪ জুন । bdevent24.com
উত্তীর্ণ প্রার্থীদের এসএমএসের মাধ্যমে
মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেয়া হবে। এছাড়া মৌখিক পরীক্ষার
প্রবেশপত্র এনটিআরসি এর ওয়েবসাইট (www.ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd) থেকে ডাউনলোড করা যাবে।
চতুর্দশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল
২৩ এপ্রিল প্রকাশ করা হয়েছিল। এতে উত্তীর্ণ হয় ১৯ হাজার ৮৬৩ জন। এর মধ্যে
স্কুল পর্যায়ে ১৫ হাজার ৩৬২ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৮৭৭ জন। সুত্র: দৈনিক শিক্ষা
এসএসসি’তে দুইবার ফেল করা ছাত্রটিই বিসিএসে প্রথম! । bdevent24.com
অনলাইন ডেস্ক:
তাইমুর শাহরিয়ার ৩৩তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম হয়েছেন। হতেই পারেন, সেটাই স্বাভাবিক। তবে গল্পটি কিন্তু সহজ নয়। এসএসসিতে দুই বার অকৃতকার্য হয়েও হাল ছাড়েননি তিনি। অবশেষে ছিনিয়ে নিয়েছেন এই মর্যাদা। পাঠকদের জন্য আজ জানাবো স্বপ্ন ছিনিয়ে আনার সেই গল্প_ পঞ্চম ও অষ্টম শ্রেণিতে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন তাইমুর। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বরাবরই ছিলেন প্রথম। অথচ এসএসসি পরীক্ষায় রসায়ন বিষয়ে অকৃতকার্য হলেন। ২০০১ সালে অনাকাঙ্ক্ষিত ফলাফল শুনে ঘাবড়ে যাওয়াই স্বাভাবিক।
আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীরা হতবাক। তাইমুরের ভাষায়, আমার তখনকার অনুভূতিটাও বলে বোঝানো যাবে না। এটা সম্ভবও না। তবুও সবার সান্ত্বনা নিয়ে পরবর্তী বছর পরীক্ষা দিলেন তাইমুর। কিন্তু প্রথম বছরের মতোই পরিণতি ডেকে এনেছে ভাগ্য। আবারও রসায়নে ফেল। জীবনের এমন হতাশার মুহূর্তে তাইমুরের বাবা মো. মোতালেব হাওলাদার নান্নুর কয়েকটি কথাকে পুঁজি করে অপেক্ষা করতে হয়েছিল।
তাইমুরের বাবা বলেছিলেন, ‘জ্বলার মতো আগুন থাকলে, একদিন তা জ্বলে উঠবেই। দেরিতে হলেও। প্রতিভা থাকলে, তা একদিন প্রকাশ পাবেই। তাই ঘাবড়ানোর কিছু নেই।’ তাইমুর অবশেষে ২০০৩ সালে বরগুনার আমতলী এম ইউ মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ ৩.৭৫ নিয়ে পাস করলেন। এরপর আমতলী ডিগ্রি কলেজ থেকে ২০০৫ সালে এইচএসসিতে জিপিএ ৪.৮০ পেয়ে উত্তীর্ণ হন। তবে এতো কিছুর পরও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পান। অবশেষে ২০০৯ সালে অনার্স এবং ২০১০ সালে মাস্টার্স শেষ করেন। ততদিনে ফলাফল বিপর্যয়ের ঘটনাটি অতীত। এরপর থেকে পুরোদমে চলতে থাকে বিসিএস পরীক্ষার প্রস্তুতি। ৩১তম বিসিএসে অংশ নিয়ে লিখিত পরীক্ষায় টিকলেও পরবর্তী ধাপ অতিক্রম করতে পারেননি। ৩২তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ হয়নি। অবশেষে ৩৩তম বিসিএসে অংশ নেওয়া তাইমুরের আত্মবিশ্বাস ছিলো আকাশচুম্বী।
দুই বার ফেল করা ছাত্রটি এবার বিসিএস পরীক্ষায় তুমুল আত্মবিশ্বাসের সাথে নিজেকে উপস্থাপন করেন। পছন্দ তালিকার প্রথমে পুলিশ ক্যাডার এবং দ্বিতীয়টি প্রশাসন ক্যাডারে থাকলেও তাইমুরের ভাগ্যে ছিল শিক্ষা ক্যাডারে প্রথম হওয়ার গৌরবময় স্থান! অবশেষে তিনি শিক্ষা ক্যাডারে প্রথম হয়ে সবাইকে চমকে দিলেন।
শিক্ষা ক্যাডারে প্রথম হওয়ার পর তাইমুরের প্রথম কর্মস্থল ছিল বরগুনা সরকারি মহিলা কলেজ। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক হিসেবে আড়াই বছর চাকরি শেষে গত বছরের ১ মার্চ বদলি ভিত্তিক পদায়নে ঢাকার সরকারি কবি নজরুল কলেজে আসেন। সফলতা সম্পর্কে তাইমুর শাহরিয়ার বলেন, ‘সাময়িকের জন্য আমি হয়তো মচকে গিয়েছিলাম কিন্তু ভেঙে পড়িনি। বাকিটা আত্মবিশ্বাস আর সাধনার ফল।’ সূত্র: নিউজ 24
প্রাথমিকে আরও ১২ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি শিঘ্রই । bdevent24.com
অনলাইন ডেস্ক:
সরকারি প্রাইমারি স্কুলগুলোতে নতুন করে ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। জুনের শেষ দিকেএ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সভায় সভাপত্বিত করেন ডিপিইর মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল।ডিপিই সূত্রে জানা গেছে, সারাদেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৪ হাজার ৮২০টি। এর মধ্যে প্রায় ২০ হাজার স্কুলে প্রধান শিক্ষক নেই। ২০ হাজারেরও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এসব শূন্য পদ পূরণে রাজস্ব খাতে নতুন করে ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
জানা গেছে, চলমান শিক্ষক নিয়োগ পরীক্ষার মাধ্যমে ১০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নতুন করে আরও ১২ হাজার শিক্ষক নিয়োগ দিয়ে শূণ্য পদ পূরণ করা হবে। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জুনের শেষের দিকে প্রকাশ করা হবে।
নিয়োগের বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্ততরের অতিরিক্ত মহাপরিচালক মো. রমজান আলী বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তার মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শূন্য পদগুলো পূরণে নতুন নিয়োগ কার্যক্রম রয়েছে। ২০১৪ সালের স্থগিত হওয়া ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রমও চলছে।
আগামী জুলাইয়ের মধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষ করা হবে। এ নিয়োগ প্রক্রিয়া চলমান অবস্থায় রাজস্ব খাতে নতুন করে আরও ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় রাজস্ব খাতে শূন্য শিক্ষক পদ, প্রয়োজন অনুযায়ী সৃষ্ট পদ, প্রাক-প্রাথমিক স্তর মিলিয়ে আগামী পাঁচ বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেড় লাখের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
বিসিপিএসে নিয়োগ বিজ্ঞপ্তি । bdevent24
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) ১২ পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদ: সহকারী পরিচালক (চিকিৎসা শিক্ষা)
পদসংখ্যা: ১টি
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: চিকিৎসা বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী বা চিকিৎসা শিক্ষায় ডিপ্লোমাধারী বা এমএমইডি বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।
বেতনস্কেল: ৩৫,৫০০/- ৬৭,০১০/ টাকা
বেতনস্কেল: ৩৫,৫০০/- ৬৭,০১০/ টাকা
পদ: সহকারী প্রোগ্রামার
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, গণিত, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, স্বীকৃত কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য এবং সহকারী প্রোগ্রামার হিসাবে চার বৎসরের অভিজ্ঞতাসম্পন্ন
বেতনস্কেল: ২২,০০০/- ৫৩,০৬০/ টাকা
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, গণিত, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, স্বীকৃত কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য এবং সহকারী প্রোগ্রামার হিসাবে চার বৎসরের অভিজ্ঞতাসম্পন্ন
বেতনস্কেল: ২২,০০০/- ৫৩,০৬০/ টাকা
পদ: প্রশাসনিক অফিসার
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রিসহ সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন
বেতনস্কেল: ২২,০০০/- ৫৩,০৬০/ টাকা
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রিসহ সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন
বেতনস্কেল: ২২,০০০/- ৫৩,০৬০/ টাকা
পদ: সহকারী প্রশাসনিক অফিসার
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিসহ প্রশাসন ও অন্যান্য বিভাগের কাজে দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন
বেতনস্কেল: ১৬,০০০/- ৩৮,৬৪০/ টাকা
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিসহ প্রশাসন ও অন্যান্য বিভাগের কাজে দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন
বেতনস্কেল: ১৬,০০০/- ৩৮,৬৪০/ টাকা
পদ: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: স্নাতক ডিগ্রি, কম্পিউটারে ডিপ্লোমাসহ দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন
বেতনস্কেল: ১২,৫০০/- ৩০,২৩০/ টাকা
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: স্নাতক ডিগ্রি, কম্পিউটারে ডিপ্লোমাসহ দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন
বেতনস্কেল: ১২,৫০০/- ৩০,২৩০/ টাকা
পদ: সিকিউরিটি সুপারভাইজার
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: এইচএসসি পাস
বেতনস্কেল: ১২,৫০০/- ৩০,২৩০/ টাকা
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: এইচএসসি পাস
বেতনস্কেল: ১২,৫০০/- ৩০,২৩০/ টাকা
পদ: ল্যাব এ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: এসএসসি পাস এবং কম্পিউটারে দক্ষতাসম্পন্ন
বেতনস্কেল: ৮,৮০০/- ২১,৩১০/ টাকা
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: এসএসসি পাস এবং কম্পিউটারে দক্ষতাসম্পন্ন
বেতনস্কেল: ৮,৮০০/- ২১,৩১০/ টাকা
পদ: লাইব্রেরী এ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: এসএসসি পাস এবং কম্পিউটারে দক্ষতাসম্পন্ন
বেতনস্কেল: ৮,৮০০/- ২১,৩১০/ টাকা
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: এসএসসি পাস এবং কম্পিউটারে দক্ষতাসম্পন্ন
বেতনস্কেল: ৮,৮০০/- ২১,৩১০/ টাকা
পদ: ওয়েটার
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
বেতনস্কেল: ৮,২৫০/- ২০,০১০/ টাকা
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
বেতনস্কেল: ৮,২৫০/- ২০,০১০/ টাকা
পদ: অফিস এ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
বেতনস্কেল: ৮,২৫০/- ২০,০১০/ টাকা
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
বেতনস্কেল: ৮,২৫০/- ২০,০১০/ টাকা
পদ: ক্লিনার
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
বেতনস্কেল: ৮,২৫০/- ২০,০১০/ টাকা
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
বেতনস্কেল: ৮,২৫০/- ২০,০১০/ টাকা
পদ: মালি
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
বেতনস্কেল: ৮,২৫০/- ২০,০১০/ টাকা
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
বেতনস্কেল: ৮,২৫০/- ২০,০১০/ টাকা
আবেদনের শেষ তারিখ: ২৫ জুন
সুত্র: দৈনিক শিক্ষা
![গ্রামীনফোনে চাকরি ঃ বিডি ইভেন্ট 24 গ্রামীনফোনে চাকরি ঃ বিডি ইভেন্ট 24](https://i.imgur.com/inSJzAA.jpg)
গ্রামীনফোনে চাকরি ঃ বিডি ইভেন্ট 24
Grameenphone Job Circular 2018
![Grameenphone Job Circular 2018](https://i.imgur.com/inSJzAA.jpg)
Advertisement
![](https://i.imgur.com/HfgsVu9.jpg)