আফরান নিশো। মডেল ও অভিনেতা। এবারের ঈদে তার বেশ কয়েকটি নাটক
দর্শকনন্দিত হয়েছে। ঈদের নাটক, বর্তমান ব্যস্ততা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা
নিয়ে কথা হলো তার সঙ্গে-
বরাবরই ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করছেন, নতুন কাজগুলো থেকে কী প্রত্যাশা করছেন?
নির্দিষ্ট ঘরানার চরিত্রে অভিনয় করতে চাই না। ব্যক্তিগতভাবে মনে করি
অভিনেতা পরিচালকের সম্পূর্ণ অধীন। তারা যে চরিত্রে আমাকে যেভাবে চাইবেন,
সেভাবেই কাজ করি। তবে সৌভাগ্য যে, এখন পর্যন্ত অনেক ভালো নির্মাতার সঙ্গে
চমৎকার সব চিত্রনাট্যে কাজ করেছি। এবারের ঈদে মাবরুর রশিদ বান্নাহর
পরিচালনায় লালাই নাটকের জন্য প্রশংসা পেয়েছি। সুমন আনোয়ারের নির্দেশনায়
জুনিয়র আর্টিস্ট লতিফ নাটকে দর্শকরা ভিন্নভাবে দেখতে পেয়েছে আমাকে। এ ছাড়া
আশফাক নিপুণ, মিজানুর রহমান আরিয়ান, জাকারিয়া সৌখিনসহ অনেক পরিচালকের
নাটকগুলো দর্শক গ্রহণ করেছে। একজন অভিনেতা হিসেবে এটাই আমার চাওয়া।
ভবিষ্যতেও এমন কিছু কাজ করতে চাই, যা দর্শক গ্রহণ করবে।
দীর্ঘদিনের ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করছেন, একঘেয়েমি লাগে না?
কখনোই তা মনে হয় না। একটা কথা আছে- যিনি নির্মাতা তিনি সারাজীবন একটি
ভালো সিনেমা নির্মাণের জন্য আজন্ম স্বপ্ন দেখেন। ওই একটি সিনেমা বানাতে
গিয়েই তিনি আসলে কয়েকটি সিনেমা বানিয়ে ফেলেন। আমি যেহেতু অভিনেতা, সেহেতু
বলব- ওই একটি চরিত্রেই অভিনয় করতে চাই। সেই চরিত্রটা কী আমি নিজেও জানি না।
সেটির সন্ধান হয়তো এখনও পাইনি। সেই চরিত্রটিই খুঁজছি। আর সেটা খোঁজার
জন্যই অনেক চরিত্রে অভিনয় করে যাচ্ছি।
আপনার সমসাময়িক অনেকেই চলচ্চিত্রে অভিনয় করেছেন, কিন্তু চলচ্চিত্রে আপনাকে দেখা যাচ্ছে না কেন?
কারও হয়তো পাঁচ বছর আগে শুরু হবে আবার কারও সেটা শুরু হবে পাঁচ বছর পর।
এটা নিয়ে একদমই চিন্তিত নই। কারণ এখন পর্যন্ত চলচ্চিত্রে যে ধরনের কাজের
প্রস্তাব পেয়েছি, তা কাজের মতো ছিল না। একজন অভিনেতা হিসেবে আমি চাই ভালো
গল্প ও অভিনয়ের সুযোগ। তাই ইচ্ছা থাকলেও এ মাধ্যমে কাজ করছি না।
মডেলিং দিয়ে ক্যারিয়ারের পথচলা শুরু, কিন্তু এ মাধ্যমে এখন নিয়মিত নন।
ভালো লাগা থেকেই এ মাধ্যমে কাজ করেছিলাম। কিন্তু আমার ইচ্ছা ছিল অভিনেতা হওয়ার। সেই ইচ্ছা মনে রেখেই এগিয়ে যাচ্ছি।
অভিনয় জীবনের পেছনের দিনগুলোর কথা মনে পড়ে?
পেছনের দিনগুলো ভোলা সম্ভব নয়। সে সময় হুমায়ুন ফরীদি, রাইসুল ইসলাম
আসাদ, শহীদুজ্জামান সেলিমদের দেখে অভিনেতা হওয়ার স্বপ্ন দেখি। তার পর গাজী
রাকায়েতের কাছে অভিনয়ে হাতেখড়ি, টিভি বিজ্ঞাপনে কাজ করা- সবই মনে আছে। মাঝে
মাঝে মনে হয়, সবেমাত্র অভিনয় শুরু করলাম। এখনও দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি।
প্রতিদিন তাই নতুন করে যাত্রা শুরু হয়।
No Problem (2018) Bengali Dubbed Full Movie 720p HDRip 700MB Download
● Film : No Problem
● Directed by : B. Gopal
● Produced by : Chanti Addala
● Starring : N. T. Rama Rao Jr ,Gajala ,Arthi Agarwal ,Naresh ,Nagma ,Jaya Prakash Reddy
● Language : Bengali
বলিউডের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের খবর উড়ছে বাতাসে। মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কার প্রেমের ব্যাপারটি এখন সবার জানা। এরই মধ্যে তাদের বাগদানও হয়ে গেছে। এরমধ্যে নিক ঘুরে গেছেন প্রিয়াঙ্কার বাড়িতে। প্রিয়াঙ্কাও নিকের পরিবারের সঙ্গে পরিচিত হয়েছেন। দুই পরিবারের মধ্যে চলছে আলাপ। বিয়েটা হতে বাকি শুধু। আর দেরি নয়। বিয়ের তারিখটাও চূড়ান্ত হয়ে গেল।
প্রেমিক নিকের জন্মদিনেই দুই হাত এক হতে যাচ্ছে তাদের। ভারতীয় বেশ কিছু সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর নিক জোনাসের জন্মদিন। নিক ২৬ বছরে পা দিবেন। আর বিশেষ এ দিনেই বিয়ের পিঁড়িতে বসবেন নিক-প্রিয়াঙ্কা।
তবে নিকের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, বিষয়টি নিয়ে ভীষণ খুশি এই সংগীতশিল্পী। তিনি আরো জানান, তার পরিবার ও বন্ধুরা কখনোই তাকে এমন খুশি হতে দেখেননি এবং তারা তাকে নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। শিগগিরই বাজতে চলেছে নিক-প্রিয়াঙ্কার বিয়ের সানাই।
২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। মাস দুই আগে তাদের একসঙ্গে নৈশভোজে দেখা যায়। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। এছাড়া কয়েকদিন আগে ভারতে আসেন নিক। গুঞ্জন শোনা যায়, প্রিয়াঙ্কার মায়ের সঙ্গে দেখা করার জন্যই নিকের এই সফর। এবারের জন্মদিনটা লন্ডনে নিকের সঙ্গেই পালন করেছেন প্রিয়াঙ্কা।
কলকাতার নায়িকা নুসরাতে মজেছেন শাকিব খান। চলছে তাদের রোমান্সও। নুসরাতের হাঁটা চলায় ছায়া হয়ে নিজেকে ছড়িয়ে রেখেছেন শাকিব খান। গানে গানে এমন কথাই বলছেন নুসরাতকে তিনি। ইউটিউবে তাদের রোমান্স দেখেছেন প্রায় ৫ লাখ দর্শক।‘নেকাব’ নামে কলকাতার একটি ভৌতিক ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের শাকিব। যেখানে দ্বৈত চরিত্রে দেখা যাবে এই চিত্রনায়ককে।
ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএসফ)-এর প্রযোজনায় নির্মিত এই ছবির প্রথম গান প্রকাশিত হয়েছে। গানের শিরোনাম ‘তোর হাঁটা চলা’। গতকাল ২৪ জুলাই গানটি প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।গানটিতে কণ্ঠ দিয়েছেন আরমান মালিক ও প্রষ্মিতা পাল। প্রসেনের কথায় এর সুর-সংগীত করেছেন দেব সেন।
আজ থেকে শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপের জমজমাট আসর। আজ জমকালো উদ্বোধনীর মাধ্যমে শুরু হতে যাচ্ছে ২০১৮ ফুটবল বিশ্বকাপ। রাশিয়া বনাম সৌদি আরবের মধ্যে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আধা ঘণ্টা পূর্বেই মস্কোতে শুরু হবে এ অনুষ্ঠান, বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই থাকছে রাশিয়ানদের ইতিহাস আর ঐতিহ্যের প্রদর্শনী। নিজেদের সংস্কৃতির অতীত এবং বর্তমান তুলে ধরবেন রাশিয়ার শিল্পীরা। দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৫০০ জন শিল্পী অংশ নিবেন এ অনুষ্ঠানে।
এরপর মঞ্চে আসবেন ব্রিটেনের বিখ্যাত পপ স্টার রবি উইলিয়ামস। উইলিয়ামস মূলতঃ ব্যান্ড দলে নিয়মিত গান করে বেড়ালেও সিঙ্গেল ট্র্যাকের জন্যই বেশি সমাদৃত। এখন পর্যন্ত বিভিন্ন পুরষ্কারে ভূষিত হওয়া উইলিয়ামসের সাথে মঞ্চ মাতাবেন রাশিয়ান বিখ্যাত উচ্চাঙ্গশিল্পী এইডা গারিফুলিনা।
এরপর বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে মঞ্চে আসবেন দুইবারের বিশ্বজয়ী ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার রোনালদো নাজারিও ডি লিমা।
বিশ্বকাপের মত এত বড় মঞ্চে গান গাওয়ার পূর্বে দারুণ শিহরিত রেকর্ড ১৮ বারের মত ব্রিট অ্যাওয়ার্ড জয়ী রবি উইলিয়ামস। তিনি বলেন, ‘আমি সত্যিই দারুণ আনন্দিত আর খুশি যে আমি আবার রাশিয়ায় ফিরছি। তাও আবার এমন একটি অনুষ্ঠানে। আমি এর আগেও অনেক বড় বড় মঞ্চে গান গেয়েছি, তবে ৮০ হাজার দর্শকের সামনে বিশ্বকাপ উপলক্ষ্যে পারফর্ম করা সত্যিই সকলের ছোটবেলার স্বপ্ন থাকে।’
রবি উইলিয়ামস মঞ্চ ছাড়ার সাথে সাথেই এবারের বিশ্বকাপের থিম সং ‘লিভ ইট আপ’ নিয়ে আসবেন যুক্তরাষ্ট্রের অভিনেতা-সঙ্গীতশিল্পী উইল স্মিথ, নিকি জ্যাম আর এরা এস্ত্রাফি। তারপর সম্ভবত উইল স্মিথ তার নিজের কণ্ঠের জনপ্রিয় গান ‘ওয়েলকাম টু মায়ামির’ পরিবর্তে ‘ওয়েলকাম টু মস্কো’ নামে গাইবেন। যদিও এটি নিশ্চিত নয়, তবে ইতিমধ্যেই টুইটারে তার অনেক ফ্যান অনুরোধ জানিয়েছেন মঞ্চে এভাবে গানে পারফর্ম করতে।
এখানেই চমকের শেষ নয়। বিশ্বকাপ টুর্নামেন্ট কমিটি বলেছে, এবারের আয়োজনে পুরোটাই থাকবে সঙ্গীতকেন্দ্রিক। অনুষ্ঠান শেষের আগে মঞ্চে উঠবেন ৯০ এর দশকের কিংবদন্তী অপেরা শিল্পী প্লাসিদো ডমিঙ্গো। তার সাথে মঞ্চ মাতাবেন পেরুর উচ্চাঙ্গ শিল্পী হুয়ান ডিয়েগো ফ্লোরেজও।
ঢাকার দর্শকদের সামনে আসছেন রেসলিং তারকা ‘দ্য রক’
ডোয়াইন জনসন। শুক্রবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে তার
অভিনীত চলচ্চিত্র ‘র্যামপেজ’।
বিধ্বংসী এক দানব গরিলাকে ঘিরে সিনেমার কাহিনি। প্রিমাটোলজিস্ট ডেভিস
ওকোয়ে জন্মের পর থেকে গরিলাটিকে লালন-পালন করেন। একবার তার উপর একটি
পরীক্ষা চালানোর পর সে রূপান্তরিত হয় বিশালাকার ভয়ানক এক দানবে।
ক্রমান্বয়ে
সে তার ধ্বংসলীলা চালিয়ে যায়। একের পর এক শহর, স্থাপনা ধ্বংস করতে থাকে।
ওকোয়ের টিম নানারকম চেষ্টা চালায় তাকে নিয়ন্ত্রনে আনার।
কিন্তু কোনো
কিছুতেই আটকানো যায় না তাকে। শুরু হয় তার হাত থেকে পৃথিবীকে রক্ষার ভয়ঙ্কর
এক লড়াই। শেষ পর্যন্ত কে জিতবে এ লড়াইয়ে? সেটাই দেখার অপেক্ষা।
বৈজ্ঞানিক
কল্পকাহিনি নির্ভর এ ছবি মুক্তি পাচ্ছে ১৩ এপ্রিল। আন্তর্জাতিক মুক্তির
দিনেই ছবিটি মুক্তি দিচ্ছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স।
ব্র্যাড
পেটন পরিচালিত এ ছবির প্রধান চরিত্রে থাকছেন ডোয়াইন জনসন। তার সঙ্গে রয়েছেন
নাওমি হ্যারিস, মার্লে শেলটন, জেফ্রি ডিন মরগ্যান, জেইক লেসি প্রমুখ।
২০০১ সালে ‘দ্য মাম্মি রিটার্নস’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে হলিউডে যাত্রা শুরু করেন ‘দ্য রক’। প্রথম ছবিতেই দর্শকদের দারুণ সাড়া পান।
এরপর প্রায় অর্ধশতাধিক ছবিতে অভিনয় করেছেন। যার মধ্যে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজসহ বেশ কয়েকটি ছবি বক্স অফিসে সাফল্য পেয়েছে।
এ যাবৎ সিনেমা থেকে প্রায় ৬৫ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক নিয়েছেন তিনি।
২০০২ সালে ‘দ্য স্করপিয়ান কিং’ ছবিতে সাড়ে পাঁচ মিলিয়ন ডলার পারিশ্রমিক নিয়ে রেকর্ড গড়েছিলেন।
২০১৬
সালে হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা ছিলেন তিনি। সবমিলিয়ে
দিনে দিনে হলিউডের তার সাফল্যের পারদ উপরের দিকে উঠছে। বাড়ছে ছবির সংখ্যাও।
গেল ডিসেম্বরে বড়দিন উপলক্ষে মুক্তি পায় ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ছবি ‘জুমানজি : ওয়েলকাম টু দ্য জঙ্গল’।
কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘নগরকীর্তন’চলচ্চিত্রে
অভিনয়ের জন্য মাত্র ১৯ বছর বয়সেই ভারতীয় চলচ্চিত্রের সেরা অভিনেতার সম্মান
অর্জন করলেন টালিগঞ্জের ঋদ্ধি সেন ।
শুক্রবার ঘোষণা হল ভারতীয় চলচ্চিত্রের ৬৫ তম জাতীয় পুরস্কার । এবছর
‘মম’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন শ্রীদেবী ।
সদ্যপ্রয়াত এই বলিউড মেগাস্টারকে মরণোত্তর এ পুরস্কার দেওয়া হবে ।
সেরা
বাংলা ছবির জন্য পুরস্কার পেয়েছে অতনু ঘোষ পরিচালিত ‘ময়ূরাক্ষী’। ছবিটিতে
অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
কৌশিক গাঙ্গুলীর ছবি ‘নগরকীর্তন’-এর জন্য সেরা অভিনেতার স্বীকৃতি পেলেন ঋদ্ধি সেন ।
সেরা
অভিনেতা ছাড়াও ‘নগরকীর্তন’ আরও তিনটি পুরস্কার অর্জন করেছে, স্পেশাল জুরি
অ্যাওয়ার্ড, সেরা পোশাক পরিকল্পনা ও সেরা সাজসজ্জার জন্য । সমাজে
রূপান্তরকামীদের বর্তমান অবস্থান নিয়ে তৈরি এই ছবি।
মাত্র ১৯ বছর বয়সেই অভিনেতা কৌশিক সেনের পুত্র ঋদ্ধি সেন সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করলেন ।
এর আগে বাংলা সিনেমায় অভিনয় করে ২০০৬-এ সৌমিত্র চট্টোপাধ্যায় ভারতীয় চলচ্চিত্রের সেরা অভিনেতার পুরস্কার পান ।
বাংলা
চলচ্চিত্রের এই প্রজন্মের অভিনেতাদের মধ্যে ঋদ্ধিকে অন্যতম সেরা বলে মনে
করা হয়৷ এই স্বীকৃতিতে বোঝা গেল ঋদ্ধি শুধু বাংলার নয়, ভারতীয় চলচ্চিত্রেরও
সম্পদ ।
এখন ঋদ্ধি মুম্বাইয়ে ব্যস্ত রয়েছেন প্রদীপ সরকার পরিচালিত ‘এলা’ সিনেমার শুটিংয়ের কাজে। এই ছবিটিতে তার সহ অভিনেত্রী কাজল ।
ছেলে কাছে না থাকলেও এরকম সুখবরে স্বাভাবিকভাবেই ভীষণ খুশি অভিনেতা কৌশিক সেন।
কলকাতার সংবাদমাধ্যম নিউজএইট্টিনকে তিনি বলেছেন,“ ঋদ্ধির সাফল্যের প্রথম কৃতিত্ব পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের।
দ্বিতীয় কৃতিত্ব অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর। ঋদ্ধি ভাগ্যবান যে ওর মতো অসম্ভব ভাল, দক্ষ একজন সহ অভিনেতা পেয়েছিল।
তৃতীয়
কৃতিত্ব ওর মা রেশমি সেন-এর। ভাল অভিনয় করতে গেলে আগে একটা ভাল মানুষ হতে
হয়। ঋদ্ধির মধ্যে সেই ভাল, পরিণত, সংবেদনশীল মননটা গড়ে তোলার সম্পূর্ণ
ক্রেডিট রেশমির।”
কলকাতার সংবাদমাধ্যম এবিপি আনন্দকে ঋদ্ধি সেন
বলেছেন, “আমাকে মা প্রথম এই খবর দিয়েছেন। আমি সিনেমার পরিচালক কৌশিক
গাঙ্গুলী এবং সহ-অভিনেতা ঋত্বিক দাকে ধন্যবাদ জানাই।এরা দুজন না থাকলে এটা
হতোই না।
তবে নিজের পুরস্কার প্রাপ্তির থেকেও ‘নগরকীর্তন’ স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পাওয়ায় বেশি খুশি হয়েছি।
যে বিষয় নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে, তা এখন ভারতে খুবই প্রয়োজনীয় একটি ইস্যু। যেটা কৌশিক কাকু এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
আজকের আমার যা কিছু সবই আমার মায়ের জন্য । মা কন্সট্যান্টলি মোটিভেট না করলে আজকে এই জায়গায় পৌঁছাতাম না।
এটা আমার জন্য একটা আশীর্বাদ যে, খবরটা পাওয়ার মুহূর্তে আমি শুটিংই করছি, যেটা আমার ভালো লাগার কাজ ।”
অভিনেতা
চিত্রা সেন এবং শ্যামল সেনের নাতি, অভিনেতা কৌশিক সেন ও নৃত্যশিল্পী রেশমি
সেনের পুত্র অপর্ণা সেন পরিচালিত ‘ইতি মৃণালিনী’ চলচ্চিত্রের মাধ্যমে
সিনেমায় অভিনয় শুরু করেন।
তারপর ‘কাহানি’, ‘চিল্ড্রেন অব
ওয়ার’,‘চিরদিনই তুমি যে আমার -২’তে অভিনয় করলেও অনিন্দ্য চট্টোপাধ্যায়
পরিচালিত ‘ওপেনটি বায়স্কোপ’ চলচ্চিত্রে তার অভিনয় সকলের নজর কাড়ে।
১৯৯৮-এ
জন্ম সাউথ পয়েন্ট স্কুলের এই ছাত্রটি একে একে ‘চৌরাঙ্গি’, ‘পার্চড’,
‘ভূমি’, ‘সমান্তরাল’, ‘নগরকীর্তন’,‘এলা’ ছবিতে অভিনয় করে নিজের অবস্থান
চিহ্নিত করেছেন।
২০১৬-এ গার্থ ডেভিস পরিচালিত হলিউডি ছবি 'লায়ন'-এও
অভিনয় করেন ঋদ্ধি। তার সহ-অভিনেতা ছিলেন দেব প্যাটেল, ডেভিড ওয়েনহ্যাম,
নিকোল কিডম্যান। অস্কারে ৬টা নমিনেশন পেয়েছিল ছবিটি।
তার এই সাফল্যে খুশি টলিউডের বিশিষ্টজনেরা:
পহেলা বৈশাখে শ্রোতাদের জন্য ‘প্রেমের তৃষ্ণা’ শিরোনামে নতুন একটি গান নিয়ে এলেন সংগীতশিল্পী এফ এ সুমন।
গানটির কথা লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ। এফ এ সুমনের সুরে এর সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাসার পঙ্কজ।
এফ এ সুমন বলেন, “প্রচন্ড রকমের আবেদনময়ী গান ‘প্রেমের তৃষ্ণা’। আশা করছি, গানটি শুনে ও দেখে কেউ হতাশ হবেন না।”
বৃহস্পতিবার
ঢুলির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। গানটির মিউজিক
ভিডিও নির্মাণ করেছে দেশের সর্বাধিক ভিডিও নির্মাণকারী প্রতিষ্ঠান
ই-মিউজিক। পরিচালনা করেছেন ইয়ামিন ইলান।
মিউজিক ভিডিওটির শ্যুটিং হয়েছে পুবাইলে। এতে অভিনয় করেছেন পুন্য ও কাজল।
বঙ্গাব্দ ১৪২৫ কে বরণ করে নিয়েছে দেশ। অন্যান্যদের
মতো তারকারাও নতুন বছরের প্রথম দিনটি কাটিয়েছেন উৎসবের আমেজে। উৎসবের
দিনে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জানিয়েছেন শুভেচ্ছাবার্তা,
প্রকাশ করেছেন বৈশাখী সাজে নিজেদের ছবি।