পহেলা বৈশাখে শ্রোতাদের জন্য ‘প্রেমের তৃষ্ণা’ শিরোনামে নতুন একটি গান নিয়ে এলেন সংগীতশিল্পী এফ এ সুমন।
এফ এ সুমনের ‘প্রেমের তৃষ্ণা’
গ্লিটজ প্রতিবেদক,
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2018-04-14 19:21:14.0 BdST
Updated: 2018-04-14 19:21:14.0 BdST
পহেলা বৈশাখে শ্রোতাদের জন্য ‘প্রেমের তৃষ্ণা’ শিরোনামে নতুন একটি গান নিয়ে এলেন সংগীতশিল্পী এফ এ সুমন।
গানটির কথা লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ। এফ এ সুমনের সুরে এর সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাসার পঙ্কজ।
এফ এ সুমন বলেন, “প্রচন্ড রকমের আবেদনময়ী গান ‘প্রেমের তৃষ্ণা’। আশা করছি, গানটি শুনে ও দেখে কেউ হতাশ হবেন না।”
বৃহস্পতিবার ঢুলির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে দেশের সর্বাধিক ভিডিও নির্মাণকারী প্রতিষ্ঠান ই-মিউজিক। পরিচালনা করেছেন ইয়ামিন ইলান।
মিউজিক ভিডিওটির শ্যুটিং হয়েছে পুবাইলে। এতে অভিনয় করেছেন পুন্য ও কাজল।
এফ এ সুমন বলেন, “প্রচন্ড রকমের আবেদনময়ী গান ‘প্রেমের তৃষ্ণা’। আশা করছি, গানটি শুনে ও দেখে কেউ হতাশ হবেন না।”
বৃহস্পতিবার ঢুলির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে দেশের সর্বাধিক ভিডিও নির্মাণকারী প্রতিষ্ঠান ই-মিউজিক। পরিচালনা করেছেন ইয়ামিন ইলান।
মিউজিক ভিডিওটির শ্যুটিং হয়েছে পুবাইলে। এতে অভিনয় করেছেন পুন্য ও কাজল।
SHARE THIS
0 comments: