Showing posts with label খেলাধুলা. Show all posts
Showing posts with label খেলাধুলা. Show all posts
৯২ হাজার সুবিধাবঞ্চিত শিশুর দায়িত্ব নিলেন নেইমার

৯২ হাজার সুবিধাবঞ্চিত শিশুর দায়িত্ব নিলেন নেইমার


একদম পাড়ার রাস্তায় ফুটবল খেলে, অভাব অনটনের সাথে সংগ্রাম করে, জীবন যুদ্ধে অনেক লড়াই করে আজকের এই নেইমার। ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার জুনিয়র।
জীবন যুদ্ধে সফল একজন নেইমার চাইলেন, যেই সাও পাওলোর আলো বাতাস পথঘাট মানুষজন তাকে এ অব্দি নিয়ে আসতে সাহায্য করেছে, সেই সাও পাওলোর তথা ব্রাজিলের জন্যে কিছু করতে, সুবিধাবঞ্চিত মানুষের জন্যে কিছু করতে! তিনি তার এই চিন্তাভাবনার নাম দিলেন ‘Giving Back’!
নেইমারেরর এই ‘Giving back’ অনুভূতি থেকেই ২০১৩ সালে তিনি প্রতিষ্ঠা করলেন, Instituto Neymar Jr নামক একটি চ্যারেটিবল অর্গানাইজেশন। এই প্রতিষ্ঠানের প্রধান অর্থযোগান দাতা স্বয়ং নেইমার, এবং এটির প্রধান স্পন্সরশীপ ফুটবল ক্লাব বার্সেলোনা ফাউন্ডেশন।
এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য, সাও পাওলো সহ ব্রাজিলের সুবিধাবঞ্চিত শিশুদের পড়ালেখা চালানোর পাশাপাশি, তাদের বিভিন্ন খেলাধুলায় পারদর্শী করে তোলা এবং পাঠ্যবইয়ের বাহিরে নানান বিষয়ে দক্ষ করে গড়ে তোলা।
বর্তমানে Instituto Neymar Jr এর ১২০ টি অফিসের অধীনে ৯২ হাজার শিশু সহায়তা পাচ্ছে পুরো ব্রাজিল জুড়ে।
একাডেমিক শিক্ষার পাশাপাশি তাদেরকে ইংরেজিতে বিশেষ দক্ষ, সংগীত ও নৃত্য শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, বয়ঃসন্ধিকালীন শিক্ষা, বিভিন্ন কারিগরি ও সামাজিক উন্নয়নমুলক শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে। এছাড়া ফুটবলের পাশাপাশি ভলিবল, বিচ ভলিবল, সাতার, জুডো, দাবা, বাস্কেটবল, ফুটসাল, বডিবিল্ডিংয়ে প্রশিক্ষিত করা হচ্ছে।
চিন্তা করেন, সংখ্যাটা ৯২ হাজার! ব্রাজিলের এক সাংবাদিক একবার বলেছিলেন, “Neymar Jr, arguably the best footballer in the world right now with a heart the size to match his on field prowess!”
নেইমার ইন্সটিটিউট এখন চার বছর পূর্ণ করেছে। আশা কতি এগিয়ে যাক নেইমার, বহুদূর যাক নেইমারের
বাংলাদেশে ভীত ইংল্যান্ড

বাংলাদেশে ভীত ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচটি হার দিয়েই শুরু করতে হয়েছে বাংলাদেশ নারী দলের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছে জাহানারা-রুমানারা। ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১০৬ রানেই গুটিয়ে দেয় টাইগ্রেস বোলাররা।
কিন্তু এরপরেও উইন্ডিজদের কাছে ৬০ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছে তাদের। তবে বাংলাদেশের বোলিং বিভাগকেই বড় হুমকি মনে করছেন ইংলিশ উইকেট রক্ষক ব্যাটসম্যান লউরেন উইনফিল্ড।
তিনি বলেন, ‘আমার মতো অনেকেই দেখেছে তাঁরা (বাংলাদেশ) কিভাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছে। আমরা জানি বাংলাদেশ আমাদের জন্য কি রকম হুমকি স্বরূপ, বিশেষ করে তাঁদের স্লো বোলার এবং স্পিনাররা। তাই একটি সুযোগ রয়েছে তাঁদের কারণ আমরা সত্যিই এমন কিছুর জন্য প্রস্তুতি নেই নি।’
তিনি আরো বলেন, ‘কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এরা। তাই আমাদের বাংলাদেশের বিপক্ষে মানিয়ে নিতে হবে। আশাকরি উইকেট ভাল হবে, আমরা রান তুলতে পারব এবং জয় নিয়ে মাঠ ছাড়তে পারব।’
দ্বিতীয় ডাবল সেঞ্চুরী মুশফিকের, রানের পাহাড়ে বাংলাদেশ

দ্বিতীয় ডাবল সেঞ্চুরী মুশফিকের, রানের পাহাড়ে বাংলাদেশ

বাংলাদেশের ইতিহাসে তিনজন খেলোয়ারেরই ডাবল সেঞ্চুরী ছিল। একজন মুশফিক, একজন তামিম ইকবাল ও অন্যজন সাকিব আল হাসান। তবে তিন জনেরই ডাবল সেঞ্চুরী একটি করে। এবার তামিম ইকবাল ও সাকিবকে ছাড়িয়ে গেলেন মুশফিকুর রহীম। ডাবল সেঞ্চুরী এখন তামিমের থেকে একটি বেশি বাংলাদেশী এই উইকেট কিপার ব্যাটসম্যানের।
জিম্বাবুয়ের বিপক্ষে মর্যাদা ও সম্মানের দ্বিতীয় টেষ্টে গতকাল ২৬ রানে তিন উইকেট পতনের পর মাঠে নেমেছিলেন মুশফিক। এরপর মুমিনুলের সাথে চতুর্থ উইকেট জুটিতে রেকর্ড জুটি গড়েছিলেন। মুমিনুল ১৬১ রানে আউট হলেও দিন শেষে ১১১ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহীম।
এরপর আজকে দ্বিতীয় দিনের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকেন মুশফিক। ধীরে ধীরে পৌছে যান দেড়শ রানের মাইলফলকে। এরপর সেখান থেকে চলে যান ডাবল সেঞ্চুরীর ম্যাজিক ফিগারে।
এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৪৮৬/৭। মুশফিক ২০০ ও মিরাজ ৫১ রানে অপরাজিত আছেন।
মাশরাফির নির্বাচনে যাওয়া নিয়ে যা বললেন তামিম

মাশরাফির নির্বাচনে যাওয়া নিয়ে যা বললেন তামিম

সব শঙ্কা দূর করে অবশেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজ নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোয়ন ফরম কিনেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ রোববার ১১ নভেম্বর দুপুর ১টার দিকে ধানমন্ডি কার্যালয়ে উপস্থিত হয়ে নড়াইল-২ আসনের জন্য মনোনয়ন ফরম কেনেন তিনি।
এবার রাজনীতির মাঠে মাশরাফি একটি নতুন নাম। তবে রাজনীতিতে মাশরাফির পরিচয় নতুন হলেও তাকে একজন অধিনায়ক হিসেবেই দেখছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আজ রবিবার মিরপুরে একাডেমি মাঠে এমনটাই জানিয়েছেন তামিম।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেহেতু এটা ক্রিকেটের বাইরের একটা বিষয়। তাই এই বিষয়ে আমার কিছু না বলাই ভালো। তবে ড্রেসিংরুমে মাশরাফি বিন মর্তুজা আমার কাছে একজন অধিনায়ক। আমি তাকে সেই হিসাবেই দেখতে চাই।’
এমপি-মন্ত্রী হবে ছেলে মাশরাফি, গর্ব করে যা বললেন মা

এমপি-মন্ত্রী হবে ছেলে মাশরাফি, গর্ব করে যা বললেন মা

নড়াইল-২ আসন (নড়াইল পৌরসভা ও সদর উপজেলার ৮টি ইউনিয়ন এবং লোহাগড়া উপজেলা) থেকে নির্বাচন করার জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।


এ খবরে নড়াইলবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে। দুপুরে মনোনয়নপত্র নেয়ার পর শহরের মুচিরপোল, চৌরাস্তা, টার্মিনাল, রেন্টএকারসহ বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন মাশরাফি ভক্তরা।
রবিবার দুপুর ১টা ৪৫ মিনিটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন এই ক্রিকেট তারকা।
বিষয়টি নিশ্চিত করে মাশরাফি বিন মুর্তজার নিকটাত্মীয়, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম ফয়জুল হক রোম জানান, ‘নড়াইল-২ আসন থেকে মাশরাফি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন। ’মাশরাফিকে সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানান তিনি।
এদিকে নড়াইল পৌর, উপজেলা এবং জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ মাশরাফির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে অভিনন্দন জানিয়ে বলেছেন, মাশরাফি নির্বাচন করলে আমাদের বিশ্বাস তিনি এমপি এবং মন্ত্রী হবেন। ফলে অবহেলিত নড়াইলের সার্বিক উন্নয়ন সংঘটিত হবে।
মাশরাফির মা হামিদা মোর্তুজা বলাকা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, মাশরাফি এমপি-মন্ত্রী হবে এটা আমার জন্য অনেক গর্বের বিষয়। আমি এবং আমার পরিবার ও নড়াইলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও তিনি নড়াইলবাসীসহ দেশবাসীর কাছে মাশরাফির জন্য দোয়া কামনা করেন।