Showing posts with label সারাদেশ. Show all posts
Showing posts with label সারাদেশ. Show all posts
জয়পুরহাটে আবাদী জমির জলাবদ্ধতা নিরসনে ৭ কিলোমিটার পূনঃ খাল খনন শুরু

জয়পুরহাটে আবাদী জমির জলাবদ্ধতা নিরসনে ৭ কিলোমিটার পূনঃ খাল খনন শুরু

 জয়পুরহাট প্রতিনিধিঃ ২৬ ডিসেম্বর, জয়পুরহাট সদর ও ক্ষেতলাল উপজেলার ২০টি গ্রামের মানুষের আবাদী জমির জলাবদ্ধতা নিরসনের জন্য হিচমী থেকে বিলের ঘাট পর্যন্ত ১ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে প্রায় ৭ কিলোমিটার পূনঃ খাল খনন শুরু হয়েছে।
আজ বেলা ১১টায় এই খননের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ জাকির হোসেন। এ উপলক্ষে এক সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরিচালক এবি এম এমদাদুল হক, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সুধেন্দ্র নাথ রায়, স্থানীয় পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী ও জেলা মৎস কর্মকর্তা আব্দল জলিল মিয়া।
আগামী তিন মাসের মধ্যে খাল খনন শেষ হলে ওই এলাকায় মানুষরা জলাবদ্বতার হাত থেকে যেমন রক্ষা পাবে তেমনি খলের পানি দিয়ে ফসল ফলাতে পারবে। এছাড়া খালে মাছও চাষ করতে পারবে।
 ঢাবি চারুকলার ৭০ বছর পূর্তি

ঢাবি চারুকলার ৭০ বছর পূর্তি

ঢাবি, প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার ৭০ বছর পূর্তি ছিল আজ ২৫ ডিসেম্বর (মঙ্গলবার)। চারুকলার ৭০ বছর পূর্তি এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের জয়নুল উৎসব মাস ব্যাপী পালিত হচ্ছে।
আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো. আখতারুজ্জামান এর নেতৃত্বে প্রথমে জয়নুল আবেদিনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। অতঃপর বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন তিনি। তারপর অনুষদ প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি টিএসসি হয়ে আবার চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক ড.মুহাম্মদ সামাদ, অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.এ কে এম গোলাম রব্বানী, শিল্পাচার্য জয়নুল আবেদিন এর পুত্র প্রকৌশলী ময়নুল আবেদিন, অধ্যাপক রফিকুন নবী এবং চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের শুভ জন্মদিন পালন

চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের শুভ জন্মদিন পালন



চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ মিয়া ভাই সদা মিষ্টভাষী ও সদালাপি চুয়াডাঙ্গা যুব সমাজের নয়নের মনি। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের শুভ জন্মদিন ছিল আজ।
নিজের মনে না থাকলে ও নেতা কর্মীদের মন থেকে তিনি হারিয়ে যাননি। সকলে মনে রেখেছে তার জন্মদিনের কথা।
ঘটা করে না হলেও ছোট পরিসরে তার জন্মদিন নেতাকর্মীরা পালন করেছেন।কেউ মিষ্টি নিয়ে আবার কেউ জন্মদিনের কেক নিয়ে হাজির।
মিয়া ভাই অবাক তার জন্মদিনের কথা সবাই মনে রেখেছেন। এজন্য তিনি নেতাকর্মীদের এমন ভালোবাসায় আবেগে আপ্লুত হয়েছেন।
অনেকে ভালোবেসে মিয়া ভাই হিসেবে সম্মোধন করেন। তিনিও ছোট ভাইসহ নেতৃবৃন্দদের বুকের পাজর দিয়ে আগলে রেখেছেন।
এজন্য তিনি চুয়াডাঙ্গার যুবসমাজের কাছে অতি প্রিয় একজন ব্যক্তিত্ব। সুখে দুঃখে সব সময় পাশে থাকার চেষ্টা করেন অন্তরালে কাউকে বুজতে দেন না। চুয়াডাঙ্গার যুব সমাজের অভিভাবক নঈম হাসানের জন্মদিনে অনেকে ভালোবেসে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কবি জসিম উদ্দীন হলের সাবেক সাংগাঠনিক সম্পাদক এবং একাদশ জাতীয় সংসদের চুয়াডাঙ্গা এক আসনের নির্বাচনী সমন্বয়ক কাজী সাদরুল উলা বাবু জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা জানান রামিম হাসান সৈকত, শেখ আনোয়ার, জিংকু এবং উপস্থিত ছিলেন ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবন্দ সহ শুভাকাঙ্খীরা।
জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন এ্যাডঃ প্রদীপ কুমার সরকার

জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন এ্যাডঃ প্রদীপ কুমার সরকার




জয়পুরহাট প্রতিনিধিঃ ১২ নভেম্বর, একাদশ জাতীয় সংসদ নির্বচানে জয়পুরহাট-২ আসনে ধানের শিষ মার্কায় দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম বাংলাদেশ সুপ্রীম কোর্ট শাখার যুগ্ন সাধারণ সম্পাদক, জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় যুব আইনজীবী ঐক্যফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য, ছাত্রদল ফাউন্ডেশন সুপ্রীম কোর্ট শাখার সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক  এ্যাডঃ প্রদীপ কুমার সরকার। সোমবার তিনি এ বিষয়ে নিশ্চিত করেছেন।

জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর উপজেলায় গঠিত জয়পুরহাট-২ আসন। আর এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী রয়েছে একাধিক ব্যাক্তি। যার মধ্যে রয়েছে জেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ও জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ সহ আরো অনেকে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনয়ন পেতে ব্যাপক গনসংযোগ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম বাংলাদেশ সুপ্রীম কোর্ট শাখার যুগ্ন সাধারণ সম্পাদক, এ্যাডঃ প্রদীপ কুমার সরকার। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত এ্যাডঃ বীরেন্দ্রনাথ সরকারের পুত্র। তিনি বিএনপির কর্মী হয়ে এলাকার মানুষের সাথে গভীর সম্পর্কে জড়িয়ে রয়েছেন। এছাড়া কালাই, তেলাল ও আক্কেলপুরে বিএনপি সমর্থিত মানুষের সব সময় খোজ খবর রাখেন এবং আইনগত সহায়তা প্রদান করে আসছেন।

তিনি বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্বোধন লগ্নে শহিদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষ সাধনের জন্য তার মরোনত্তর দেহ দান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনে ইংরেজীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন এবং আইনে ব্যাচলর ডিগ্রী লাভ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ সুপ্রীম কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন এবং বিএনপির রাজনীতিতে সব সময় সক্রীয় আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন।

তিনি আইন পেশায় বিশেষ অবদানের জন্য একাধারে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্বর্ণপদক, জেনারেল ওসমানী শাইনিং পার্সোনালিটি স্বর্ণপদক ও বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদ স্মৃতি ফাউন্ডেশন স্বর্ণপদক অর্জন করেছেন।

অ্যাডভোকেট প্রদীপ কুমার সরকার বলতে গেলে বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি এর আদর্শের সাথে জড়িত। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান জয়পুরহাট জেলার গোপিনাথপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে ২ বার গিয়েছিলেন। অ্যাডভোকেট প্রদীপ কুমার সরকার তখন গোপীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। শহীদ জিয়া তার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেছিলেন। তিনি শহীদ জিয়ার দুর্দান্ত সেই ভাষনের মর্মার্থ সেদিন কতটুকু বুঝেছিলেন জানিনা। তবে তাকে ভালবেসে ফেলেছিলেন চরমভাবে এবং মানুষের কল্যাণে কাজ করার জন্য অনুপ্রাণিত হয়েছিলেন সেই কিশোর বয়সেই। তারই ধারাবাহিকতায় ২০০৬ সালের ৩১ আগস্ট তিনি শহীদ জিয়া মেডিকেল কলেজের শুভ উদ্বোধন লগ্নে মানুষের কল্যাণে প্রেস কনফারেন্সের মাধ্যমে তার মরণোত্তর দেহদান করেন।

জয়পুরহাটের সর্বস্তরের মানুষের নিকট জনপ্রিয় এই ব্যক্তি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট ২ আসনের মনোনয়ন প্রত্যাশী। তিনি যাতে জয়পুরহাট জেলার গণমানুষের কল্যাণে কাজ করার সুযোগ অর্জন করেন সেজন্য সকলের নিকট দোয়াপ্রার্থী। এ্যাডঃ  প্রদীপ কুমার সরকার বলেন, আমি ছাত্রজীবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির হয়ে কাজ করে যাচ্ছি। কেন্দ্রীয় নেতাদের গ্রীন সিগন্যাল নিয়ে মাঠে কাজ করছি। আমি আশা করছি এবার দল থেকে মনোনয়ন পাব। এই আসনটি বিএনপির ঘাটি এবং বরাবরই  আসন থেকে বিএনপির প্রার্থী জয়লাভ করেছে। বর্তমান এই আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য বিনা ভোটে নির্বাচিত হয়। তাই আমি বিএনপি থেকে মনোনয়ন পেলে জয়ী হব নিশ্চিত। যদি দল আমাকে মনোনয়ন না দেয় দল যাকে দেবে তার হয়েই কাজ করব।





পাঁচবিবিতে মোহনা টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

পাঁচবিবিতে মোহনা টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠা বাষির্কী পালিত






পাঁচবিবি প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে মোহনা টেলিভিশনের নবম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। এ উপলক্ষে বেলা ১১ টায় পাঁচবিবি উপজেলা পরিষদ হলরুমে কেক কাটা ও নাচ-গানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে কেক কাটেন পাঁচবিবি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, মহিলা ভাইস-চেয়ারম্যান দৌলতন নাহার দোলন, উপজেলা হিসাব রক্ষন অফিসার রিপন আহম্মেদ ও কৃষি অফিসার কৃষিবিদ আশরাফুল আলম। 

এসময় উপ¯ি’ত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার আব্দুল হাকিম মন্ডল, প্রকোশলী আব্দুল কাইয়ুম হোসেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ওমর আলী, প্রকল্প বাস্তবায়ন অফিসার নূর-এ-শেফা এবং  প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।