যে ৫টি খাবারে পুরুষের যৌবন ধরে রাখে আজীবন

যে ৫টি খাবারে পুরুষের যৌবন ধরে রাখে আজীবন

সুস্থ থাকতে কে না চায়। আজীবন যৌবন ধরে রাখার জন্য পুরুষরা নানা পথ্য খান। তবে সুস্থ থাকার জন্য রয়েছে প্রচুর শাক-সবজি। শাক-সবজিতে রয়েছে পুষ্টিকর খাবার। সুস্থ থাকতে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। নিজেকে সুস্থ-সবল রাখতে পুষ্টিকর খাবারের দিকে নজর দেয়া দরকার।
তবে তা হতে হবে ফরমালিন মুক্ত। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, বিশেষ কিছু খাবার রয়েছে যা পুরুষদের সবদিক থেকে শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। যৌবন ধরে রাখে আজীবন। নিজের যৌবন ধরে রাখতে পুষ্টিকর খাবারের প্রতি জোর দেয়া দরকার। এমন ৫টি খাবারের কথা বলা হলো যা আপনার জীবন ও যৌবনকে ধরে রাখবে আজীবন।
জেনে নিন, কি সেই সব খাবার- ১. মিষ্টিকুমড়ার বিচি : এতে আছ প্রচুর সাইটোস্টেরোল। এটি পুরুষের দেহে টেসটোস্টেরন হরমোনের ভারসাম্য রক্ষা করে। এর অ্যান্টি-অক্সিডেন্ট এবং ফ্যাটি এসিড পুরুষের শক্তি বাড়ায়। পুরুষের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। ২. আমলা : আয়ুর্বেদ চিকিৎসায় একে পুরুষের শারীরিক সক্ষমতা মন্ত্র বলে গণ্য করা হয়। পুরুষের শরীরের সঠিক তাপমাত্রা বজায় রাখতেও দারুণ সহায়ক। ৪. রসুন : অনেকেই বলে থাকেন রসুন কেবলমাত্র ঠাণ্ডা-সর্দির জন্য ভালো। ধারণাটা ভুল। এতে আছে অ্যালিসিন, যা রক্তপ্রবাহ সৃষ্টি করে সুস্থতা রাখে। ৫. কলা : ফলটি শারীরিক সক্ষমতাকে হ্রাস করে। এটি এমন এক ফল যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
রক্তচাপ নিয়ন্ত্রণ থাকলে স্ট্রোক থেকে রক্ষা পাওয়া যায়। তবে খাবার যা-ই খান কেন নিজেকে উৎফুল্ল না রাখলে কোনোভাবেই জীবন-যৌবন ধরে রাখতে পারবেন না। সর্বদা নিজেকে হাসি-খুশি রাখুন, বিষন্নতা কোনোভাবেই ধারে-কাছে ভিড়তে দেবেন না। পরিবার-পরিজনকে নিয়ে দূরে কোথাও ঘুরে আসুন, দেখবেন এমনিতেই আপনার মনটা ভরে গেছে। ঘুমের ক্ষেত্রে কিন্তু কার্পণ্য করবেন।
মাশরাফির নির্বাচনে যাওয়া নিয়ে যা বললেন তামিম

মাশরাফির নির্বাচনে যাওয়া নিয়ে যা বললেন তামিম

সব শঙ্কা দূর করে অবশেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজ নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোয়ন ফরম কিনেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ রোববার ১১ নভেম্বর দুপুর ১টার দিকে ধানমন্ডি কার্যালয়ে উপস্থিত হয়ে নড়াইল-২ আসনের জন্য মনোনয়ন ফরম কেনেন তিনি।
এবার রাজনীতির মাঠে মাশরাফি একটি নতুন নাম। তবে রাজনীতিতে মাশরাফির পরিচয় নতুন হলেও তাকে একজন অধিনায়ক হিসেবেই দেখছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আজ রবিবার মিরপুরে একাডেমি মাঠে এমনটাই জানিয়েছেন তামিম।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেহেতু এটা ক্রিকেটের বাইরের একটা বিষয়। তাই এই বিষয়ে আমার কিছু না বলাই ভালো। তবে ড্রেসিংরুমে মাশরাফি বিন মর্তুজা আমার কাছে একজন অধিনায়ক। আমি তাকে সেই হিসাবেই দেখতে চাই।’
আজ বিএনপির প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার তারিখ ঘোষণা

আজ বিএনপির প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার তারিখ ঘোষণা


নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরদিন থেকেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের মনোনয়নপত্র বিক্রির কাজ শুরু করে। এরপর থেকেই দলটির ধানমন্ডি কার্যালয় ও আশপাশ এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
আজ চলছে ৩য় দিনের মত মনোনয়নপত্র বিক্রির কাজ। এদিকে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ রোববার বিকাল সাড়ে ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জানা গেছে এতে ব্রিফ করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার বিষয়ে তারিখ ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
কুমিল্লায় প্রেমের টানে ব্রাজিলের নারী!

কুমিল্লায় প্রেমের টানে ব্রাজিলের নারী!


প্রেমের টানে ব্রাজিল ছেড়ে কুমিল্লায় আসা এক তরুণীর খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সুদূর ব্রাজিল থেকে চলে এসেছেন এক নারী।
সব বাধা পেরিয়ে পা রেখেছেন কুমিল্লা লাকসামে দোগাইয়া গ্রামে। হীরার বাড়িতে। খবর পেয়ে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য লোক ভিড় জমাচ্ছেন হীরার বাড়িতে।
ইতিমধ্যে হীরা ও ব্রাজিলিয়ান নারী বিয়ে ফেলেছেন। প্রতিবেশীরা জানিয়েছেন, প্রায় ছয় মাস আগে তিনি ফেসবুকে ব্রাজিলিয়ান আইডিতে লাইক দেন। নারীও তাকে লাইক দেন। এভাবেই শুরু।
এভাবে চলতে চলতে একপর্যায়ে টেক্সট বিনিময়ের মাধ্যমে প্রায় প্রতিদিনই তাদের মধ্যে কথা হতো। ব্রাজিলিয়ান নারী কুমিল্লা লাকসামে তার বাবার সাথে আসছে।-কুমিল্লারবার্তা
এমপি-মন্ত্রী হবে ছেলে মাশরাফি, গর্ব করে যা বললেন মা

এমপি-মন্ত্রী হবে ছেলে মাশরাফি, গর্ব করে যা বললেন মা

নড়াইল-২ আসন (নড়াইল পৌরসভা ও সদর উপজেলার ৮টি ইউনিয়ন এবং লোহাগড়া উপজেলা) থেকে নির্বাচন করার জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।


এ খবরে নড়াইলবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে। দুপুরে মনোনয়নপত্র নেয়ার পর শহরের মুচিরপোল, চৌরাস্তা, টার্মিনাল, রেন্টএকারসহ বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন মাশরাফি ভক্তরা।
রবিবার দুপুর ১টা ৪৫ মিনিটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন এই ক্রিকেট তারকা।
বিষয়টি নিশ্চিত করে মাশরাফি বিন মুর্তজার নিকটাত্মীয়, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম ফয়জুল হক রোম জানান, ‘নড়াইল-২ আসন থেকে মাশরাফি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন। ’মাশরাফিকে সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানান তিনি।
এদিকে নড়াইল পৌর, উপজেলা এবং জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ মাশরাফির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে অভিনন্দন জানিয়ে বলেছেন, মাশরাফি নির্বাচন করলে আমাদের বিশ্বাস তিনি এমপি এবং মন্ত্রী হবেন। ফলে অবহেলিত নড়াইলের সার্বিক উন্নয়ন সংঘটিত হবে।
মাশরাফির মা হামিদা মোর্তুজা বলাকা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, মাশরাফি এমপি-মন্ত্রী হবে এটা আমার জন্য অনেক গর্বের বিষয়। আমি এবং আমার পরিবার ও নড়াইলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও তিনি নড়াইলবাসীসহ দেশবাসীর কাছে মাশরাফির জন্য দোয়া কামনা করেন।
ঢাকার মাঠে সর্বোচ্চ জুটি মুশফিক-মুমিনুলের

ঢাকার মাঠে সর্বোচ্চ জুটি মুশফিক-মুমিনুলের


সিলেট টেস্টে হারের পর রোববার (১১ নভেম্বর) ঢাকা টেস্টে আশা নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে অনেকটা বিপর্যয়ে পড়ে টাইগাররা। তবে চতুর্থ উইকেটে ২৬৬ রানের জুটি গড়েন মুমিনুল হক এবং মুশফিকুর রহিম। ঢাকার মাঠে যা এখন পর্যন্ত টাইগারদের সর্বোচ্চ জুটি।
এর আগে ২০১০ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় উইকেটে ২০০ রানের জুটি গড়েন তামিম ইকবাল এবং জুনায়েদ সিদ্দিকী। এবার সেই রেকর্ড ছাড়িয়ে জিম্বাবুয়ের বিপক্ষে হোম অব ক্রিকেটে সর্বোচ্চ জুটি গড়লেন মুশফিক-মুমিনুল।
তবে মুশফিক আর মুমিনুলের এই জুটি আরো বড় করার সুযোগ ছিল। কিন্তু টেন্ডাই চাতারার করা বলে ব্রায়ান চারির হাতে ক্যাচ দিয়ে ১৬১ রানে বিদায় নেন মুমিনুল। দেশের মাটিতে মুশফিক-মুমিনুলের এই জুটি (২৬৬ রান) দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশীপ।
এর আগে ২০১৫ সালের এপ্রিলে তামিম ইকবাল এবং ইমরুল কায়েস মিলে ৩১২ রান করেন। যা দেশের মাটিতে এখন পর্যন্ত টাইগারদের সর্বোচ্চ জুটি।
তবে টাইগারদের সর্বোচ্চ জুটি ৩৫৯ রানের। গত বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে সাকিব আল হাসানকে সঙ্গে করে এই জুটি গড়েন মুশফিক। সারা বাংলা
ধুনটে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

ধুনটে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন


জিল্লুর রহমান, ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে দুর্বৃত্তের বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধন হয়েছে। এতে প্রায় মাছ চাষী স্বপন জোয়াদারের প্রায় ২ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর গ্রামে।
মাছ চাষী স্বপন জোয়াদার বলেন, আমি ২ বছর পূর্বে ৯০ শতক জমিতে পুকুর খনন করে এনজিও থেকে ঋন নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। শনিবার দিবাগত রাতে কে বা কাহারা আমার পুকুরে বিষ প্রয়োগ করে। রবিবার সকালে মাছের খাদ্য দেওয়ার জন্য পুকুরে গিয়ে দেখতে পাই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমারা প্রায় ২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, পুকুরে বিষ প্রয়োগের কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে তদন্ত করে আাইনগত ব্যবস্থ্যা নেওয়া হবে।
ইজিয়ার অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স

ইজিয়ার অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স

অ্যাপের সাতসতেরো
চিন্তাটা মাথায় ঘুরপাক খাচ্ছিল অনেকদিন ধরে। কাজও চলছিল সেটি নিয়ে। এক বছর ধরে অ্যাপটি নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। গত মাসে সাধারণ মানুষের কাছে এই জরুরি সেবার সহজ মাধ্যমটি অবমুক্ত করা হয়। ইজিয়ার টেকনোলজিস লিমিটেডের ‘ইজিয়ার’ (ezzyr) অ্যাপ দিচ্ছে রাইড শেয়ার সেবার পাশাপাশি অ্যাম্বুলেন্স সেবাও। মোবাইল বা ট্যাবে অ্যাপটি ইন্সটল করে এই সেবা যে কেউ ২৪ ঘন্টা নিতে পারবেন। ইজিয়ারে বর্তমান ১ হাজার ৫শ’টির বেশি অ্যাম্বুলেন্স যুক্ত আছে। খুব শিগগিরই সেটির পরিমান ৪ হাজারের ঘরে যাবে শুধুমাত্র ঢাকাতে। আরো ১০ হাজার অ্যাম্বুলেন্স যুক্ত হবে সারাদেশ জুড়ে।
তবে ইজিয়ার কর্তৃপক্ষ বলছে, অ্যাম্বুলেন্সের সংখ্যা যে একেবারে কম তা নয়। রাজধানীতে গড়ে ২/৩ কিলোমিটারের মধ্যে ৮ থেকে ১০টি অ্যাম্বুলেন্স থাকে।
অ্যাম্বুলেন্স ও সেবা
ইজিয়ার অ্যাপে এক ধরনের অ্যাম্বুলেন্সই পাওয়া যাচ্ছে। অ্যাম্বুলেন্সে থাকবে দক্ষ ড্রাইভার, অক্সিজেন, এয়ারকুলার, অ্যাসিসটেন্ট এবং স্ট্রেচার। কল করলে আশেপাশে ১-২ কিলোমিটারের মধ্যে থাকা অ্যাম্বুলেন্স থেকে যোগাযোগ করবে। যদি তিনি সাড়া না দেন তবে মাত্র ত্রিশ সেকেন্ডের মধ্যে অন্য অ্যাম্বুলেন্সে কলটি চলে যাবে। এ ছাড়া কল সেন্টারে ফোন দিয়েও নেয়া যাবে এই সেবা। সেক্ষেত্রে ইজিয়ার কলসেন্টারে (০৯৬০৪৭০০৭০০ নম্বর) ফোন দিতে হবে। তাহলে সেখান থেকেই অ্যাম্বুলেন্স কনফার্ম করা হবে। ঠিকানা অনুযায়ী চলে আসবে। ড্রাইভার ফোনে যোগাযোগ করবেন। এ ছাড়া ঢাকা থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে অন্য জেলাতে যেতে হলে ইজিয়ার অ্যাপের রাইড লেটার হিসেবে খরচ গুনতে হবে। সেখানেও বাজারে যে রেট আছে তার চেয়ে কম পরবে।
অ্যাপ ইন্সটল
প্রথম আপনাকে যেতে হবে গুগল প্লে-স্টোরে। ইজিয়ার (ezzyr) লিখে সার্চ দিলে চলে আসবে অ্যাপ। এরপর ইন্সটল বাটনে ক্লিক করলে ডাউনলোড হতে থাকবে। অ্যাপের সাইজ ১৪ মেগাবাইট। ইন্সটল হবার পর অ্যাপে ক্লিক করলে সবুজ রঙের একটি ডিসপ্লে দেখা যাবে। সেখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। একে একে আসবে গেট অফারস, কার-অন-ডিমান্ড, বাইক-অন-ডিমান্ড এই অপশনগুলো আপনি চাইলে স্কিপ বা নেক্সট করতে পারেন। এরপর আসবে লাইভ সাপোর্ট, সেখানে গট ইট অপশনে ক্লিক করতে হবে। চালু হবে ইজিয়ার অ্যাপ। সবুজ পর্দায় ট্র্যাফিক জিপিএস আইকন মিলিয়ে লোগো। এরপর আসবে গেট স্টার্টেড। দিতে হবে মোবাইল নম্বর। নম্বর দিলে ভেরিফিকেশন কোড আসবে। এক মিনিটের মধ্যে ৫ ডিজিটের কোড দিতে হবে। এরপর আপনার নাম, লিঙ্গ, ইমেইল, পাসওয়ার্ড দিতে হবে। অ্যাপ চালু হবার পর ডান দিকে ইজিয়ার যেখানে লেখা সেখানে অ্যাপ সংক্রান্ত সব ধরনের তথ্য পাওয়া যাবে। হিস্ট্রি, ট্রিপ, প্রমোকোড, ইনভাইটস ফ্রেন্ডসহ সাপোর্ট অপশন। এটি শুধুমাত্র একবার ইনস্টল করতে হবে।
অ্যাম্বুলেন্সের রাইড নেবার ক্ষেত্রে অ্যাপে দেখা যাবে একটি লাল রঙের বৃত্তের মধ্যে অ্যাম্বুলেন্স আইকন। সেখানে ক্লিক করলে অ্যাম্বুলেন্সে কি ধরনের সেবা পাবেন তা দেখা যাবে। অক্সিজেন, এয়ারকুলার, অ্যাসিসটেন্ট, স্ট্রেচার। আপনাকে দিতে হবে রিকয়েস্ট। লোকেশনের সেক্ষেত্রে সবুজ বৃত্তের ঘর জিপিএসের সুবিধার জন্য বর্তমান লোকেশন দেখাবে বা যেটি সিলেক্ট করে দিবেন সেটি থাকবে। এ ছাড়া কোথায় যাবেন সেটি লাল বৃত্তের ঘরে লিখতে হবে। এরপর ক্লিক করতে হবে কনফার্ম অপশন। এবার এস্টিমেটেড ফেয়ার উঠবে সেটি কনফার্ম করতে চাইলে ‘ওকে’ ক্লিক করতে হবে। বর্তমানে অ্যাপটি শুধু অ্যানড্রয়েড ফোনের জন্য প্রস্তুত। তবে আইওএসের জন্য কাজ চলছে; সেটিও খুব তাড়াতাড়ি মুক্ত করা হবে। ইজিয়ার অ্যাপের ডাউনলোড লিংক: http://bit.ly/EzzyrApp

খরচের চিন্তা
খরচ যে খুব বেশি সেটাও নয়। ইজিয়ারের অ্যাম্বুলেন্সের বেস ফেয়ার ১ হাজার টাকা। আর প্রতি কিলোমিটার ৯০ টাকা। ধরুন, আপনি ধানমন্ডি থেকে বারডেম যাবেন। রাস্তার দূরত্বে ৫ কিলোমিটারের মতো হবে। সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে ১ হাজার ৪৫০ টাকা। জ্যামে পড়ে থাকলেও বাড়তি টাকা দেবার ঝামেলা নেই। পেমেন্টে নিয়েও নেই সমস্যা। ইজিয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া পরিশোধ পদ্ধতি এখন পর্যন্ত ক্যাশে। তবে কিছুদিনের মধ্যে বিকাশ বা রকেটের মাধ্যমেও ভাড়া পরিশোধ করা যাবে।
তাঁদের বক্তব্য
ইজিয়ার টেকনোলজিসের ম্যানেজিং ডিরেক্টর মেহেদী হাসান ইমন বলেন, দেশি উদ্যোক্তা হিসেবে আমরা দেশের মানুষের উপকারে সব সময় কাজ করব। প্রয়োজনীয় জরুরি এই সেবা আরো উন্নত করতে চাই। শুধু ভালো ফিটনেসের অ্যাম্বুলেন্স বা ড্রাইভার, অ্যাসিসটেন্ট নয়; ইচ্ছা আছে অ্যাম্বুলেন্সে ডাক্তারও থাকবে। সেটি অবশ্য অন-ডিমান্ড সার্ভিস হবে। তা নিয়েও কাজ চলছে।
তিনি আরো বলেন, শুধু রোগীদের চিন্তা করে নয়। অ্যাম্বুলেন্সের ড্রাইভারদের জন্য থাকবে লাইফ ইন্স্যুরেন্স। ক্ষতিপূরণ হিসেবে ১ লাখ টাকা পর্যন্ত থাকবে এই ইন্স্যুরেন্সের আওতায়। এ ছাড়া ইজিয়ারের পক্ষ থেকে প্রতিনিয়ত রোগীর সঙ্গে ব্যবহার? রোগীর সঙ্গে থাকা মানুষদের সঙ্গে কিভাবে কথা বলতে হবে? তাদের চলাফেরা কেমন হবে? টাকা চাওয়ার ব্যবহার কেমন হবে? সব কিছুর ট্রেনিংয়ের মাধ্যমে শেখানো হচ্ছে।
মেহেদী হাসান জানান, পথে যদি (জেলার বাহিরে যেতে) অ্যাম্বুলেন্সের কোনো ধরনের যান্ত্রিক সমস্যা দেখা দেয়। কলসেন্টারে অভিযোগ করলে এক ঘন্টার মধ্যে সেটির সমাধান করা হবে। যদি তা সম্ভব না হয়, তবে অ্যাম্বুলেন্স পরিবর্তন করে দেয়া হবে। ইজিয়ারের কলসেন্টার ২৪ ঘন্টা খোলা সেবা নিশ্চিত করতে।
ইনজুড়ির পর মেসির প্রথম ছবি

ইনজুড়ির পর মেসির প্রথম ছবি

স্পানিশ লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচে ইনজুড়িতে পড়েন লিওনেল মেসি। সেই ম্যাচে হাতে আঘাত পান বার্সালোনার এই তারকা যা তাকে ছিটকে দেয় ম্যাচ থেকে।
তবে শুধু এই ম্যাচটিই নয়, মেসি ছিটকে যায় বার্সালোনার পরবর্তি ৬টি ম্যাচ থেকেই। এই ৬ ম্যাচের মধ্যে আবার রয়েছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মর্যাদার এল ক্লাসিকো এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচ। তবে ইনজুড়ি মেসিকে এসব ম্যাচ থেকে ছিটকে দেয় এবং ইনজুড়িতে পড়ে যে সময়টা মেসি পেয়েছেন সেটা নিজের হাতের উন্নতির জন্যই কাজে লাগাচ্ছেন। একই সাথে ঘুড়ে বেড়াচ্ছেনও বার্সালোনার এই তারকা।
প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অক্টোবরে

প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অক্টোবরে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য 'সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮' এর লিখিত পরীক্ষা চলতি বছরের ১৯ থেকে ২৬ অক্টোরের মধ্যে লিখিত (এসসিকিউ) পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ডিসেম্বরের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ হিসেবে নিয়োগ পেতে সারাদেশে ১২ হাজার আসনের বিপরীতে অাবেদন করেছেন ২৪ লাখ ৫ জন প্রার্থী। অর্থাৎ প্রতি আসনে লড়বেন ২০০ জন।


এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এফ এম মনজুর কাদির বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৪ (পিইডিপি-৪) আওতাভুক্ত ১২ হাজার শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। গত ৩০ জুলাই এই ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়। সারাদেশ থেকে মোট ২৪ লাখ ৫টি আবেদন এসেছে।
তিনি বলেন, আগামী ১৯ থেকে ২৬ অক্টোবরের মধ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজন করতে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী সপ্তাহে এ সংক্রান্ত একটি সভা হওয়ার কথা আছে। সেখানে পরীক্ষার দিন, সময় নির্ধারণ করা হবে। অক্টোবরে লিখিত পরীক্ষা আয়োজন করা হলে ডিসেম্বরের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ করা হবে। পাস করা যোগ্য প্রার্থীদের পরবর্তী বছরের শুরুতে নিয়োগ দেয়া হবে।
এদিকে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে জানা গেছে, অন্যান্য বারের চেয়ে ২০১৮ সালের এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে রেকর্ডসংখ্যক প্রার্থী আবেদন করেছেন। গত ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়। এ সময়ের মধ্যে ২৪ লাখ ৫টি আবেদন জমা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৪ লাখ ৫২ হাজার ৭৬০টি, চট্টগ্রাম বিভাগে ৩ লাখ ৮২ হাজার ৩৩৫টি, রাজশাহী বিভাগে ৩ লাখ ৬২ হাজার ৯২৫টি, খুলনা বিভাগে ২ লাখ ৪৮ হাজার ৭৩০টি, বরিশাল বিভাগে ২ লাখ ৫৫ হাজার ৮২৭টি, সিলেট বিভাগে ১ লাখ ২০ হাজার ৬২৩টি, রংপুর বিভাগে ২ লাখ ৯৪ হাজার ৩৬৮টি এবং ময়মনসিংহ বিভাগ থেকে ২ লাখ ৮২ হাজার ৪৩৭টি আবেদন জমা হয়েছে।
ডিপিই সূত্র জানায়, বর্তমানে সারাদেশে প্রায় ৬৪ হাজার ৮২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে প্রায় ১২ হাজার সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ কারণে নতুন করে আরও ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞাপ্তি প্রকাশ করা হয়। পুরনো নিয়োগ বিধিমালা অনুসরণ করে এ নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। ফলে নারী আবেদনকারীদের ৬০ শতাংশ কোটায় এইচএসসি বা সমমান পাস এবং পুরুষের জন্য ৪০ শতাংশ কোটায় স্নাতক বা সমমান পাস রাখা হয়েছে। লিখিত পরীক্ষায় আসনপ্রতি তিনজনকে (একজন পুরুষ ও দুইজন নারী) নির্বাচন করা হবে। মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
প্রার্থীরা http://dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ওএমআর শিট পূরণের নির্দেশাবলি এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে।
Fidaa (2018) Bengali Full Movie  HDRip 350MB

Fidaa (2018) Bengali Full Movie HDRip 350MB


Fidaa (2018) Bengali Full Movie 480p ORG HDRip 350MB x264 AAC

Movie Name: Fidaa (2018)
Release Date: 2018
Genres: Drama
Language: Bengali
Director: Pathikrit Basu
Stars: Sanjana Banerjee, Yash DasGupta, Matt Townsend

Download Link 480p Full Movies 350 Mb HD File

DeshiuploadBDnupload9XUploadIndishareCloudyfiles

Download Link 720p Full Movies 700 Mb HD File


DeshiuploadBDnupload9XUploadIndishareCloudyfiles

Piya Re (2018) Bengali Full Movie 480p HDRip 350MB x264 MKV *Exclusive*

Piya Re (2018) Bengali Full Movie 480p HDRip 350MB x264 MKV *Exclusive*



Piya Re (2018) Bengali Full Movie 480p HDRip 350MB x264 MKV *Exclusive*

Film : Piya Re
Director : Abhimanyu Mukherjee
Starring : Soham Chakraborty, Srabanti Chatterjee, Kanchan Mullick, Somraj Maity, Supriyo Dutta, Buddhadeb Bhattacharya, Subhadra, Dola and others.
Script and Dialogues: Abhimanyu Mukherjee
Music: Jeet Gannguli

Download Link 480p Full Movies 350 Mb HD File

BDnupload9XUploadIndishareCloudyfiles

Download Link 720p Full Movies 700 Mb HD File

BDnupload9XUploadIndishareCloudyfiles