জয়পুরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সুজাউল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার রাত ৯ টার দিকে পাঁচবিবি উপজেলার শাইলট্টি বাজারের শাইলট্টি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ গেটের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করে জয়পুরহাট র‌্যাব-৫।

আটককৃত সুজাউল ইসলাম উপজেলার ধর্মপুর গ্রামের আব্দুর সোবাহানের ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব সুজাউলকে ইয়াবাসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 রাজশাহীতে ১ কেজি হেরোইন ফেলে পালাল পাচারকারী

রাজশাহীতে ১ কেজি হেরোইন ফেলে পালাল পাচারকারী



 শিক্ষার্থীদের উচ্ছৃঙ্খলতা কাম্য নয়: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের উচ্ছৃঙ্খলতা কাম্য নয়: প্রধানমন্ত্রী

‘জাহান্নামের ভয়াবহ আজাব থেকে মুক্তি দান করবে যে দোয়া’

‘জাহান্নামের ভয়াবহ আজাব থেকে মুক্তি দান করবে যে দোয়া’

জাহান্নামের ভয়াবহ আজাব – আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। জীবন পরিচালনার জন্য গাইড স্বরূপ নাজিল করেছেন আল কুরআন। যারা কুরআন অনুযায়ী জীবনযাপন করবে। তাদের জন্য রয়েছে জান্নাতের সুখবর। আর যারা আল্লাহর বিধানে বিরোধিতা করবে।
তাঁর হুকুম-আহকাম থেকে বিরত থাকবে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। সুতরাং জাহান্নামের কঠিন আজাব হতে মুক্তি লাভের প্রধান ঈমানের ছয়টি আরকানের ওপর বিশ্বাস স্থাপন করা এবং সৎকর্ম করা। জাহান্নামের আজাব থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর নিকট যেভাবে প্রার্থনা করতে হবে; আল্লাহ তাআলা নিজেই কুরআনে বান্দাকে শিক্ষা তা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন-

উচ্চারণ:রাব্বানা- ইন্নানা- আ-মান্না- ফাগফিরলানা- জুনু-বানা- ওয়াক্বিনা- আ’জা-বান না-র।
অর্থ: হে আমাদের রব! নিশ্চয়ই আমরা ঈমান আনলাম। অতএব আমাদের পাপসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন। (সুরা আল-ইমরান : আয়াত ১৬)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর প্রতি যথাযথভাবে ঈমান আনয়ন করার তাওফিক দান করুন। সর্বদা সৎকাজ করার তাওফিক দান করুন এবং জাহান্নামের কঠিন আজাব হতে নাজাত দান করুন। আমিন।

‘পেছনের দিনগুলো ভোলা সম্ভব নয়’

‘পেছনের দিনগুলো ভোলা সম্ভব নয়’

আফরান নিশো। মডেল ও অভিনেতা। এবারের ঈদে তার বেশ কয়েকটি নাটক দর্শকনন্দিত হয়েছে। ঈদের নাটক, বর্তমান ব্যস্ততা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কথা হলো তার সঙ্গে-
বরাবরই ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করছেন, নতুন কাজগুলো থেকে কী প্রত্যাশা করছেন?

নির্দিষ্ট ঘরানার চরিত্রে অভিনয় করতে চাই না। ব্যক্তিগতভাবে মনে করি অভিনেতা পরিচালকের সম্পূর্ণ অধীন। তারা যে চরিত্রে আমাকে যেভাবে চাইবেন, সেভাবেই কাজ করি। তবে সৌভাগ্য যে, এখন পর্যন্ত অনেক ভালো নির্মাতার সঙ্গে চমৎকার সব চিত্রনাট্যে কাজ করেছি। এবারের ঈদে মাবরুর রশিদ বান্নাহর পরিচালনায় লালাই নাটকের জন্য প্রশংসা পেয়েছি। সুমন আনোয়ারের নির্দেশনায় জুনিয়র আর্টিস্ট লতিফ নাটকে দর্শকরা ভিন্নভাবে দেখতে পেয়েছে আমাকে। এ ছাড়া আশফাক নিপুণ, মিজানুর রহমান আরিয়ান, জাকারিয়া সৌখিনসহ অনেক পরিচালকের নাটকগুলো দর্শক গ্রহণ করেছে। একজন অভিনেতা হিসেবে এটাই আমার চাওয়া। ভবিষ্যতেও এমন কিছু কাজ করতে চাই, যা দর্শক গ্রহণ করবে।



দীর্ঘদিনের ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করছেন, একঘেয়েমি লাগে না?
কখনোই তা মনে হয় না। একটা কথা আছে- যিনি নির্মাতা তিনি সারাজীবন একটি ভালো সিনেমা নির্মাণের জন্য আজন্ম স্বপ্ন দেখেন। ওই একটি সিনেমা বানাতে গিয়েই তিনি আসলে কয়েকটি সিনেমা বানিয়ে ফেলেন। আমি যেহেতু অভিনেতা, সেহেতু বলব- ওই একটি চরিত্রেই অভিনয় করতে চাই। সেই চরিত্রটা কী আমি নিজেও জানি না। সেটির সন্ধান হয়তো এখনও পাইনি। সেই চরিত্রটিই খুঁজছি। আর সেটা খোঁজার জন্যই অনেক চরিত্রে অভিনয় করে যাচ্ছি।
আপনার সমসাময়িক অনেকেই চলচ্চিত্রে অভিনয় করেছেন, কিন্তু চলচ্চিত্রে আপনাকে দেখা যাচ্ছে না কেন?
কারও হয়তো পাঁচ বছর আগে শুরু হবে আবার কারও সেটা শুরু হবে পাঁচ বছর পর। এটা নিয়ে একদমই চিন্তিত নই। কারণ এখন পর্যন্ত চলচ্চিত্রে যে ধরনের কাজের প্রস্তাব পেয়েছি, তা কাজের মতো ছিল না। একজন অভিনেতা হিসেবে আমি চাই ভালো গল্প ও অভিনয়ের সুযোগ। তাই ইচ্ছা থাকলেও এ মাধ্যমে কাজ করছি না।
মডেলিং দিয়ে ক্যারিয়ারের পথচলা শুরু, কিন্তু এ মাধ্যমে এখন নিয়মিত নন।
ভালো লাগা থেকেই এ মাধ্যমে কাজ করেছিলাম। কিন্তু আমার ইচ্ছা ছিল অভিনেতা হওয়ার। সেই ইচ্ছা মনে রেখেই এগিয়ে যাচ্ছি।
অভিনয় জীবনের পেছনের দিনগুলোর কথা মনে পড়ে?
পেছনের দিনগুলো ভোলা সম্ভব নয়। সে সময় হুমায়ুন ফরীদি, রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিমদের দেখে অভিনেতা হওয়ার স্বপ্ন দেখি। তার পর গাজী রাকায়েতের কাছে অভিনয়ে হাতেখড়ি, টিভি বিজ্ঞাপনে কাজ করা- সবই মনে আছে। মাঝে মাঝে মনে হয়, সবেমাত্র অভিনয় শুরু করলাম। এখনও দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি। প্রতিদিন তাই নতুন করে যাত্রা শুরু হয়।

Hemanta (2018) Bengali Full Movie 720p HDRip 1.2GB & 350MB

Hemanta (2018) Bengali Full Movie 720p HDRip 1.2GB & 350MB

No Problem (2018) Bengali Dubbed Full Movie 720p HDRip 700MB Download

No Problem (2018) Bengali Dubbed Full Movie 720p HDRip 700MB Download

Kabir (2018) Bengali Full Movie 1.5GB & 350MB

Kabir (2018) Bengali Full Movie 1.5GB & 350MB

Kabir (2018) Bengali Full Movie 720p UNCUT Bluray 1.5GB & 350MB *Exclusive*

Movie Name : Kabir (2018)
Genre’s : Action, Thriller
Director: Aniket Chattopadhyay
Stars: Dev, Rukmini Maitra, Shataf Figar

Download Link 360p Full Movies 350 Mb HD

DeshiUpload Download Link *High Speed*

Uploadbuz Download Link

Uptobox Download Link

Openload Download Link *Fast Speed*

9xupload Download Link

Indishare Download Link

BDUpload Download Link

Mirrorace Download Link

Cloudyfiles Download Link

Clicknupload Download Link

Vidoza Download Link

Megadrive Download Link

Download Link 480p Full Movies 700 Mb HD

DeshiUpload Download Link *High Speed*

Uploadbuz Download Link

Uptobox Download Link

Openload Download Link *Fast Speed*

9xupload Download Link

Indishare Download Link

BDUpload Download Link

Mirrorace Download Link

Cloudyfiles Download Link

Clicknupload Download Link

Vidoza Download Link

Megadrive Download Link

Download Link 720p Full Movies 1 Gb HD

DeshiUpload Download Link *High Speed*

Uploadbuz Download Link

Uptobox Download Link

Openload Download Link *Fast Speed*

9xupload Download Link

Indishare Download Link

BDUpload Download Link

Mirrorace Download Link

Cloudyfiles Download Link

Clicknupload Download Link

Vidoza Download Link

Megadrive Download Link

Download Link 720p Full Movies 1.5 Gb HD

DeshiUpload Download Link *High Speed*

Uploadbuz Download Link

Uptobox Download Link

Openload Download Link *Fast Speed*

Indishare Download Link

BDUpload Download Link

Mirrorace Download Link

Cloudyfiles Download Link

Clicknupload Download Link

Vidoza Download Link


Megadrive Download Link

মন্ত্রিত্ব ছাড়তে আপত্তি নেই: নৌমন্ত্রী

মন্ত্রিত্ব ছাড়তে আপত্তি নেই: নৌমন্ত্রী


ডেস্ক রিপোর্টঃ সড়ক দুর্ঘটনা কমানোর ব্যাপাকে কার্যকর ভূমিকা পালন করছেন বলে দাবি করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। বলেছেন, রাজধানীতে বাস চলাচলে যে বিশৃঙ্খলা রয়েছে, সেটি তারও বিবেচনায় আছে এবং তারা কঠোর কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।
মন্ত্রী এমনও বলেন, তিনি পদত্যাগ করলে দুর্ঘটনা কমবে, এমন প্রমাণ দিতে পারলে মন্ত্রিত্ব ছেড়ে দিতে আপত্তি নেই।‘দুর্ঘটনা ঘটলেই অনেকেই আমার পদত্যাগ দাবি করেন। আমি তাদেরকে বলব, আপনারা যদি কেউ প্রমাণ দিতে পারেন বা বলতে পারেন, হ্যাঁ, আপনি (নৌমন্ত্রী) গেলেই সব সমস্যার সমাধান হবে, আমার চলে যাওয়াতে তো কোনো অসুবিধা নেই।’
সোমবার সচিবালয়ে এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন নৌ মন্ত্রী। আগের দিন রাজধানীর বিমানবন্দর সড়কে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর পর নতুন করে সমালোচনায় পড়া মন্ত্রী এই কথা বলেন।
সড়ক পরিবহন নৌ মন্ত্রীর দায়িত্ব নয়। তবে তিনি পরিবহন মালিক সমিতির একজন নেতা এবং সেই সুবাদে শ্রমিক নেতাও বটে। পরিবহন শ্রমিকদের মধ্যে তার ব্যাপক প্রভাব আছে বলে ধারণা করা হয়। সড়ক দুর্ঘটনায় এক চালকের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে দেশজুড়ে পরিবহন ধর্মঘট ডেকেও সমালোচিত হয়েছিলেন শাজাহান খান।
তবে রবিবারের দুর্ঘটনার পর নৌমন্ত্রী সমালোচনায় পড়েন হাসিমুখে বক্তব্য দিয়ে। সচিবালয়ে অন্য একটি অনুষ্ঠানে মন্ত্রীর কাছে দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিয়ে প্রশ্ন করছে তিনি হাসতে হাসতে বলেন, কালকের অনুষ্ঠানে সেটা প্রাসঙ্গিক কি না। পরে অবশ্য তিনি বলেন, যার যতটুকু অপরাধ, ততটুপু শাস্তি তারা পাব।
২০১১ সালেও নৌ মন্ত্রী ব্যাপক সমালোচনার মুখে পড়েন গরু ছাড়ল চিনলেই লাইসেন্স দেয়া যায় মর্মে বক্তব্য দেয়ায়। এর আগে নাগরিক সমাজের পক্ষ থেকে চালকদের লাইসেন্স দেয়ার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বেধে দেয়ার শর্ত দেয়া হয়েছিল, যেটার জবাব দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
সেই ঘটনা স্মরণ করে মন্ত্রী বলেন, ‘এর আগেও শহীদ মিনার থেকে অনেকেই আমার এবং তৎকালীন যোগাযোগ মন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন। কিন্তু পদত্যাগ সমস্যার সমাধান নয়।’
সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে পারবেন-এ বিসয়ে আত্মবিশ্বাসী নৌমন্ত্রী। এ ক্ষেত্রে তিনি নৌপথে দুর্ঘটনা কমিয়ে আনার উদাহরণ টানেন। বলেন, ‘আগে অনেক লঞ্চডুবি হত, শত-শত মানুষ নিহত হয়েছে। আমি তো প্রমাণ করেছি, বিগত সাড়ে তিন বছরে একটাও লঞ্চ ডুবে নাই। এটা যদি আমি এখানে করতে পারি, আমি আশা করি, সড়ক-পরিবহন সেক্টরেও আমার প্রচেষ্টা দিয়ে দুর্ঘটনা কমিয়ে আনতে পারব।’
রাজধানীতে বাসের বিশৃঙ্খলা নিয়ে কাজ করছি
ঢাকায় বাসে চরম বিশৃঙ্খলা রয়েছে, এ বিষয়ে একমত শাজাহান। বলেন, ‘এটা নিয়ে সিরিয়াসলি আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে, আমাদের করণীয় কী। আমরা কিছু কঠোর ব্যবস্থা নেব।’
আর এই কঠোর হওয়ার মধ্য দিয়ে অপ্রত্যাশিত দুর্ঘটনা কমাতে পারবে বলেও আশাবাদী নৌমন্ত্রী। বলেন, ‘শুধুমাত্র বিআরটিএ আর সরকারকে দায়িত্ব দিলে হবে না। আমরা নিজেরাও কিছু দায়িত্ব পালন করতে চাই।’
মন্ত্রী ‘গর্বের সঙ্গে’ বলেন, ২০১৩ সালে গার্মেন্টস এ জ্বালাও-পোড়াও-ভাঙচুর এর বিরুদ্ধে ব্যবস্থার দায়িত্ব প্রধানমন্ত্রী তাকেই দায়িত্ব দিয়েছিলেন। আর তিনি তাতে সফল হয়েছেন।
‘২০১৩ সালের পরে আর কোথাও গার্মেন্টস-এ জ্বালাও-পাড়াও হয়েছে?’- এমন প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, ‘তাহলে আমি এ উদাহরণ দিতে চাই, আমি এখানে আছি বলে অনেক দুর্ঘটনা কমানোর ব্যাপারে কার্যকর ভূমিকা পালন করছি।’
বাসের অসম প্রতিযোগিতা গ্রহণ করব না
রবিবার বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর পেছনে বাসের যাত্রী তুলতে দুই বাসের প্রতিযোগিতা দায়ী ছিল, এই বিষয়টিও জানতে পেরেছেন মন্ত্রী। বলেন, ‘গতকালকের বিষয়টি খুবই দুখঃজনক। এ ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’
‘প্রতিযোগিতা করতে যেয়ে এটা ঘটেছে বলে পত্র-পত্রিকায় শুনেছি। এই অসম প্রতিযোগিতা আমরা গ্রহণ করব না। আমি গতকালকেও একট কথা বলেছি, সেটা আজকেও বলছি, যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে মালিক-শ্রমিকদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ করতে আমরা রাজি নই। আমরা এর দায়-দায়িত্ব নেব না।’
জাবালে নূর পরিবহনের বাসটি নৌমন্ত্রীর একজন স্বজনের বলে খবর বের হয়েছে গণমাধ্যেমে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানি না ঠিক, আমি জোর দিয়ে বলছি না। এটাতো একটা কোম্পানি। সেখানে ১০ বা ২০ জন মালিক থাকতে পারে। সেখানে আমার কোনো আত্মীয় আছে কি না তা আমার জানা নেই।’
পরিবহন শ্রমিকরা দেশের স্বার্থেই কাজ করে
পরিবহন শ্রমিকরা দেশের স্বার্থে কাজ করে জানিয়ে নৌমন্ত্রী বলেন, ‘শান্তি প্রতিষ্ঠার জন্য যখন প্রধানমন্ত্রী আহ্বান করলেন, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। তখন কিন্তু এই সড়ক-পরিবহন শ্রমিকরাই প্রতিরোধ গড়ে তুলেছিলেন, গাড়ি চালু রেখেছিলেন।’
‘এর জন্য ৯২ জন চালক-হেলপারকে জীবন দিতে হয়েছে। তাই শান্তি প্রতিষ্ঠায় সড়ক-পরিবহন শ্রমিকদের অবদান আছে।’
বিএনপি-জামায়াত জোটের আন্দোলনের সময় সহিংসতার কথা তুলে ধরে নৌ মন্ত্রী বলেন, ‘মালিকদের এক হাজারের মত গাড়ি পুড়িয়েছে, তিন হাজারের মত গাড়ি ভাঙচুর করেছে। তাহলে একটি দেশের প্রতি মালিক-শ্রমিকদের যদি দায়-দায়িত্বই না থাকে, তাহলে আমরা এ ঝুঁকিটা নেব কেন? এই ঝুঁকির মধ্যে আমি কিন্তু যেখানেই গাড়ি পুড়িয়েছে সেখানেই ছুটেছি। বিভিন্ন জায়গায় ছুটে-ছুটে গাড়িগুলো চালু রাখার ব্যবস্থা করেছি।’
২ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

২ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট


ডেস্ক রিপোর্টঃ রাজধানীতে বাসচাপায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তাদের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।
জনস্বার্থে সুপ্রিম কোটের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সোমবার দুপুরে হাইকোটের্র সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন।
রোববার দুপুরের দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। নিহত দুই শিক্ষার্থী হলো শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) ও একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মিম (১৬)।
দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দুই বাসচালক ও দুই সহকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
গতকাল দুর্ঘটনার পরপরই রাস্তায় নেমে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়, পুড়িয়েও দেয়া হয় কয়েকটি গাড়ি। আজও সে বিক্ষোভ অব্যাহত রয়েছে।