Showing posts with label খেলাধুলা. Show all posts
Showing posts with label খেলাধুলা. Show all posts
৯২ হাজার সুবিধাবঞ্চিত শিশুর দায়িত্ব নিলেন নেইমার

৯২ হাজার সুবিধাবঞ্চিত শিশুর দায়িত্ব নিলেন নেইমার


একদম পাড়ার রাস্তায় ফুটবল খেলে, অভাব অনটনের সাথে সংগ্রাম করে, জীবন যুদ্ধে অনেক লড়াই করে আজকের এই নেইমার। ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার জুনিয়র।
জীবন যুদ্ধে সফল একজন নেইমার চাইলেন, যেই সাও পাওলোর আলো বাতাস পথঘাট মানুষজন তাকে এ অব্দি নিয়ে আসতে সাহায্য করেছে, সেই সাও পাওলোর তথা ব্রাজিলের জন্যে কিছু করতে, সুবিধাবঞ্চিত মানুষের জন্যে কিছু করতে! তিনি তার এই চিন্তাভাবনার নাম দিলেন ‘Giving Back’!
নেইমারেরর এই ‘Giving back’ অনুভূতি থেকেই ২০১৩ সালে তিনি প্রতিষ্ঠা করলেন, Instituto Neymar Jr নামক একটি চ্যারেটিবল অর্গানাইজেশন। এই প্রতিষ্ঠানের প্রধান অর্থযোগান দাতা স্বয়ং নেইমার, এবং এটির প্রধান স্পন্সরশীপ ফুটবল ক্লাব বার্সেলোনা ফাউন্ডেশন।
এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য, সাও পাওলো সহ ব্রাজিলের সুবিধাবঞ্চিত শিশুদের পড়ালেখা চালানোর পাশাপাশি, তাদের বিভিন্ন খেলাধুলায় পারদর্শী করে তোলা এবং পাঠ্যবইয়ের বাহিরে নানান বিষয়ে দক্ষ করে গড়ে তোলা।
বর্তমানে Instituto Neymar Jr এর ১২০ টি অফিসের অধীনে ৯২ হাজার শিশু সহায়তা পাচ্ছে পুরো ব্রাজিল জুড়ে।
একাডেমিক শিক্ষার পাশাপাশি তাদেরকে ইংরেজিতে বিশেষ দক্ষ, সংগীত ও নৃত্য শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, বয়ঃসন্ধিকালীন শিক্ষা, বিভিন্ন কারিগরি ও সামাজিক উন্নয়নমুলক শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে। এছাড়া ফুটবলের পাশাপাশি ভলিবল, বিচ ভলিবল, সাতার, জুডো, দাবা, বাস্কেটবল, ফুটসাল, বডিবিল্ডিংয়ে প্রশিক্ষিত করা হচ্ছে।
চিন্তা করেন, সংখ্যাটা ৯২ হাজার! ব্রাজিলের এক সাংবাদিক একবার বলেছিলেন, “Neymar Jr, arguably the best footballer in the world right now with a heart the size to match his on field prowess!”
নেইমার ইন্সটিটিউট এখন চার বছর পূর্ণ করেছে। আশা কতি এগিয়ে যাক নেইমার, বহুদূর যাক নেইমারের
বাংলাদেশে ভীত ইংল্যান্ড

বাংলাদেশে ভীত ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচটি হার দিয়েই শুরু করতে হয়েছে বাংলাদেশ নারী দলের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছে জাহানারা-রুমানারা। ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১০৬ রানেই গুটিয়ে দেয় টাইগ্রেস বোলাররা।
কিন্তু এরপরেও উইন্ডিজদের কাছে ৬০ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছে তাদের। তবে বাংলাদেশের বোলিং বিভাগকেই বড় হুমকি মনে করছেন ইংলিশ উইকেট রক্ষক ব্যাটসম্যান লউরেন উইনফিল্ড।
তিনি বলেন, ‘আমার মতো অনেকেই দেখেছে তাঁরা (বাংলাদেশ) কিভাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছে। আমরা জানি বাংলাদেশ আমাদের জন্য কি রকম হুমকি স্বরূপ, বিশেষ করে তাঁদের স্লো বোলার এবং স্পিনাররা। তাই একটি সুযোগ রয়েছে তাঁদের কারণ আমরা সত্যিই এমন কিছুর জন্য প্রস্তুতি নেই নি।’
তিনি আরো বলেন, ‘কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এরা। তাই আমাদের বাংলাদেশের বিপক্ষে মানিয়ে নিতে হবে। আশাকরি উইকেট ভাল হবে, আমরা রান তুলতে পারব এবং জয় নিয়ে মাঠ ছাড়তে পারব।’
দ্বিতীয় ডাবল সেঞ্চুরী মুশফিকের, রানের পাহাড়ে বাংলাদেশ

দ্বিতীয় ডাবল সেঞ্চুরী মুশফিকের, রানের পাহাড়ে বাংলাদেশ

বাংলাদেশের ইতিহাসে তিনজন খেলোয়ারেরই ডাবল সেঞ্চুরী ছিল। একজন মুশফিক, একজন তামিম ইকবাল ও অন্যজন সাকিব আল হাসান। তবে তিন জনেরই ডাবল সেঞ্চুরী একটি করে। এবার তামিম ইকবাল ও সাকিবকে ছাড়িয়ে গেলেন মুশফিকুর রহীম। ডাবল সেঞ্চুরী এখন তামিমের থেকে একটি বেশি বাংলাদেশী এই উইকেট কিপার ব্যাটসম্যানের।
জিম্বাবুয়ের বিপক্ষে মর্যাদা ও সম্মানের দ্বিতীয় টেষ্টে গতকাল ২৬ রানে তিন উইকেট পতনের পর মাঠে নেমেছিলেন মুশফিক। এরপর মুমিনুলের সাথে চতুর্থ উইকেট জুটিতে রেকর্ড জুটি গড়েছিলেন। মুমিনুল ১৬১ রানে আউট হলেও দিন শেষে ১১১ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহীম।
এরপর আজকে দ্বিতীয় দিনের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকেন মুশফিক। ধীরে ধীরে পৌছে যান দেড়শ রানের মাইলফলকে। এরপর সেখান থেকে চলে যান ডাবল সেঞ্চুরীর ম্যাজিক ফিগারে।
এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৪৮৬/৭। মুশফিক ২০০ ও মিরাজ ৫১ রানে অপরাজিত আছেন।
মাশরাফির নির্বাচনে যাওয়া নিয়ে যা বললেন তামিম

মাশরাফির নির্বাচনে যাওয়া নিয়ে যা বললেন তামিম

সব শঙ্কা দূর করে অবশেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজ নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোয়ন ফরম কিনেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ রোববার ১১ নভেম্বর দুপুর ১টার দিকে ধানমন্ডি কার্যালয়ে উপস্থিত হয়ে নড়াইল-২ আসনের জন্য মনোনয়ন ফরম কেনেন তিনি।
এবার রাজনীতির মাঠে মাশরাফি একটি নতুন নাম। তবে রাজনীতিতে মাশরাফির পরিচয় নতুন হলেও তাকে একজন অধিনায়ক হিসেবেই দেখছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আজ রবিবার মিরপুরে একাডেমি মাঠে এমনটাই জানিয়েছেন তামিম।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেহেতু এটা ক্রিকেটের বাইরের একটা বিষয়। তাই এই বিষয়ে আমার কিছু না বলাই ভালো। তবে ড্রেসিংরুমে মাশরাফি বিন মর্তুজা আমার কাছে একজন অধিনায়ক। আমি তাকে সেই হিসাবেই দেখতে চাই।’
এমপি-মন্ত্রী হবে ছেলে মাশরাফি, গর্ব করে যা বললেন মা

এমপি-মন্ত্রী হবে ছেলে মাশরাফি, গর্ব করে যা বললেন মা

নড়াইল-২ আসন (নড়াইল পৌরসভা ও সদর উপজেলার ৮টি ইউনিয়ন এবং লোহাগড়া উপজেলা) থেকে নির্বাচন করার জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।


এ খবরে নড়াইলবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে। দুপুরে মনোনয়নপত্র নেয়ার পর শহরের মুচিরপোল, চৌরাস্তা, টার্মিনাল, রেন্টএকারসহ বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন মাশরাফি ভক্তরা।
রবিবার দুপুর ১টা ৪৫ মিনিটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন এই ক্রিকেট তারকা।
বিষয়টি নিশ্চিত করে মাশরাফি বিন মুর্তজার নিকটাত্মীয়, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম ফয়জুল হক রোম জানান, ‘নড়াইল-২ আসন থেকে মাশরাফি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন। ’মাশরাফিকে সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানান তিনি।
এদিকে নড়াইল পৌর, উপজেলা এবং জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ মাশরাফির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে অভিনন্দন জানিয়ে বলেছেন, মাশরাফি নির্বাচন করলে আমাদের বিশ্বাস তিনি এমপি এবং মন্ত্রী হবেন। ফলে অবহেলিত নড়াইলের সার্বিক উন্নয়ন সংঘটিত হবে।
মাশরাফির মা হামিদা মোর্তুজা বলাকা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, মাশরাফি এমপি-মন্ত্রী হবে এটা আমার জন্য অনেক গর্বের বিষয়। আমি এবং আমার পরিবার ও নড়াইলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও তিনি নড়াইলবাসীসহ দেশবাসীর কাছে মাশরাফির জন্য দোয়া কামনা করেন।
ঢাকার মাঠে সর্বোচ্চ জুটি মুশফিক-মুমিনুলের

ঢাকার মাঠে সর্বোচ্চ জুটি মুশফিক-মুমিনুলের


সিলেট টেস্টে হারের পর রোববার (১১ নভেম্বর) ঢাকা টেস্টে আশা নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে অনেকটা বিপর্যয়ে পড়ে টাইগাররা। তবে চতুর্থ উইকেটে ২৬৬ রানের জুটি গড়েন মুমিনুল হক এবং মুশফিকুর রহিম। ঢাকার মাঠে যা এখন পর্যন্ত টাইগারদের সর্বোচ্চ জুটি।
এর আগে ২০১০ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় উইকেটে ২০০ রানের জুটি গড়েন তামিম ইকবাল এবং জুনায়েদ সিদ্দিকী। এবার সেই রেকর্ড ছাড়িয়ে জিম্বাবুয়ের বিপক্ষে হোম অব ক্রিকেটে সর্বোচ্চ জুটি গড়লেন মুশফিক-মুমিনুল।
তবে মুশফিক আর মুমিনুলের এই জুটি আরো বড় করার সুযোগ ছিল। কিন্তু টেন্ডাই চাতারার করা বলে ব্রায়ান চারির হাতে ক্যাচ দিয়ে ১৬১ রানে বিদায় নেন মুমিনুল। দেশের মাটিতে মুশফিক-মুমিনুলের এই জুটি (২৬৬ রান) দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশীপ।
এর আগে ২০১৫ সালের এপ্রিলে তামিম ইকবাল এবং ইমরুল কায়েস মিলে ৩১২ রান করেন। যা দেশের মাটিতে এখন পর্যন্ত টাইগারদের সর্বোচ্চ জুটি।
তবে টাইগারদের সর্বোচ্চ জুটি ৩৫৯ রানের। গত বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে সাকিব আল হাসানকে সঙ্গে করে এই জুটি গড়েন মুশফিক। সারা বাংলা
ইনজুড়ির পর মেসির প্রথম ছবি

ইনজুড়ির পর মেসির প্রথম ছবি

স্পানিশ লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচে ইনজুড়িতে পড়েন লিওনেল মেসি। সেই ম্যাচে হাতে আঘাত পান বার্সালোনার এই তারকা যা তাকে ছিটকে দেয় ম্যাচ থেকে।
তবে শুধু এই ম্যাচটিই নয়, মেসি ছিটকে যায় বার্সালোনার পরবর্তি ৬টি ম্যাচ থেকেই। এই ৬ ম্যাচের মধ্যে আবার রয়েছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মর্যাদার এল ক্লাসিকো এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচ। তবে ইনজুড়ি মেসিকে এসব ম্যাচ থেকে ছিটকে দেয় এবং ইনজুড়িতে পড়ে যে সময়টা মেসি পেয়েছেন সেটা নিজের হাতের উন্নতির জন্যই কাজে লাগাচ্ছেন। একই সাথে ঘুড়ে বেড়াচ্ছেনও বার্সালোনার এই তারকা।
রোনালদোর পর জুভেন্টাসের নজরে এবার পোগবা!

রোনালদোর পর জুভেন্টাসের নজরে এবার পোগবা!


রিয়াল মাদ্রিদ থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে তুলে নেওয়ার পর এবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে পল পোগবাকে দলে নিতে মরিয়া জুভেন্টাস৷ ফুটবল মহলে গুঞ্জন পোগবাকে ২০০ মিলিয়ন পাউন্ডে দল নিতে তৈরি ইতালির এই ক্লাব৷
জোর গুঞ্জন, পোগবাকে পেতে প্রয়োজনে আর্জেন্টাইন তারকা হিগুয়েনকে ট্রান্সফার অর্থে ছেড়ে দিতে তৈরি জুভেন্টাস৷ এমন হলে, সম্প্রতি ৯৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রোনালদোকে নেওয়ার পর আরও একটি হাইভোল্টেজ অদল বদলের পথে হাঁটতে চলেছে সিরি এ লিগের এই ক্লাবটি৷
শেষ মৌসুমে ম্যাঞ্চেস্টারের জার্সিতে সেভাবে নজর কাড়তে পারেনি ফরাসি মিডফিল্ডার পোগবা৷ কোচের সঙ্গেও তার সম্পর্কে অম্ল-মধুর৷ অন্যদিকে অতীতে জুভেন্টাসে খেলেছেন পোগবা৷ ২০১৬ সালে ৯৯ মিলিয়ন ডলার অর্থের বিনিময়ে তাকে জুভেন্টাস থেকে দলে নিয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড৷ জল্পনা সত্যি হলে, এবার ইউনাইটেড ছেড়ে তুরিনে ফিরতে চলেছেন পোগবা৷
দেশের হয়ে রাশিয়া বিশ্বকাপে বল পায়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন পোগবা৷ ফ্রান্সের বিশ্বকাপ জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই ফুটবলার৷ ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ফ্রান্সের হয়ে গোল পেয়েছিলেন পোগবা৷ বিশ্বকাপ ফাইনালে অঘোষিত নেতার ভূমিকাতেও পাওয়া গিয়েছিল তাকে৷ রাশিয়ায় বিশ্বকাপ যজ্ঞ শেষ হওয়ার পর ভাইরাল হওয়া এক ভিডিওতে, ফাইনাল ম্যাচে নামার আগে ড্রেসিংরুমে সতীর্থ ফুটবলারদের তাতাতে দেখা গিয়েছিল পোগবাকে৷ ক্লাব ফুটবলে এবার ফ্রান্সের এই ট্রাম কার্ডকে দলে নিতে চায় জুভেন্টাস৷
সূত্র: বাংলাদেশ প্রতিদিন
এমবাপের যে মারাত্মক অসুখ গোপন রেখেছিল ফ্রান্স !

এমবাপের যে মারাত্মক অসুখ গোপন রেখেছিল ফ্রান্স !

রাশিয়া বিশ্বকাপে সেরা তরুণ প্রতিভা নির্বাচিত হয়েছেন কিলিয়ান এমবাপে। ১৯ বছর বয়সী এই ফরাসি স্ট্রাইকারের পায়ের জাদুতে মুগ্ধ হয়ে গেছে সারাবিশ্ব। ফাইনালে ছুঁয়েছেন কিংবদন্তি পেলের রেকর্ড। সবাই বলছে, মেসি-রোনালদোর যুগ শেষে ফুটবলবিশ্বকে শাসন করবেন এমবাপে। এত আলোচনা, আগ্রহ যাকে নিয়ে, তাকেই ঘিরে এমন এক সত্যি লুকিয়ে আছে এতদিন জানতেই পারেননি কেউ।
ফরাসি গণমাধ্যমের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, বিশ্বকাপ সেমিফাইনাল আর ফাইনালে খেললেও, শতভাগ সুস্থ ছিলেন না এমবাপে!‌ ছোটখাটো চোট–আঘাত অনেকেরই থাকে। এমবাপের সেরকম কিছু ছিল না। যা হয়েছে তা অনেক বড় সমস্যা। ফরাসি পত্রিকা ‘এল ইকুইপে’ জানিয়েছে, সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগের দিন তিনটে ভার্টিব্রা ব্লকেজ হয়ে যায় এমবাপের!‌
এই একটি কারণেই স্বপ্ন শেষ বেলজিয়ামের

এই একটি কারণেই স্বপ্ন শেষ বেলজিয়ামের

দ্বিতীয়ার্ধের শুরুতেও ফ্রান্স সেই তাদের রুদ্রমূর্তি ধরে রাখে। ৫২তম মিনিটে বেলজিয়ামকে হতাশায় ডুবিয়ে ১-০তে এগিয়ে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। মাপা কর্নার থেকে মিলিয়ন ডলারের গোলটি করেন স্যামুয়েল উমতিতি।
৬৫তম মিনিটে আক্রমণে যায় বেলজিয়াম। কিন্তু ফেলানির হেড বারের অল্প বাইরে দিয়ে চলে যায়। পিছিয়ে পড়া বেলজিয়াম গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। বারবার আক্রমণে যায় তারা। অন্যদিকে ব্যবধান ধরে রাখার জন্য রক্ষনভাগকে আরও বেশি শক্তিশালী করে রাখে ফ্রান্স। আস্তে আস্তে ফ্রান্সের অভিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে ম্যাচ। ৭০ মিনিট, ৮০, ৮৫ মিনিট পেরিয়ে যায় সেই ১-০ ব্যবধানেই। শেষদিকে একের পর এক আক্রমণে করেও গোলের দেখা পাচ্ছিলো না বেলজিয়াম। শেষমেশ ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।
বল পজিশন ম্যাচের ফলাফলে তেমন কোনো প্রভাব ফেলে না। এবারের বিশ্বকাপে বারবারই প্রমাণ হয়েছে। আজও আরেকবার প্রমাণ হলো এটা । কার্যকর আক্রমণই আসল কথা।বল পজিশনে বেলজিয়াম যেখানে ৬৪ শতাংশ, ফ্রান্স সেখানে মাত্র ৩৬। কিন্তু হলে কি হবে, ম্যাচ শেষে হেসেছে ফ্রান্সই। বল পজিশনে অনেক পিছিয়ে থেকেও বেলজিয়ামকে ০-১ গোলে হারিয়ে ফাইনাল ওঠে গেছে দিদিয়ের দেশমের দল।
একটি মাত্র কর্নারই ব্যবধান গড়ে দিয়েছে, ম্যাচের ভাগ্য পাল্টে দিয়েছে। ৫১তম মিনিটে কর্নার থেকে ফ্রান্সকে লিড এনে দেন উমতিতি। এই ব্যবধান ধরে রেখেই খেলা শেষ করে ফ্রান্স। শেষ দিকে বারবার আক্রমণ করেছে বেলজিয়াম। কিন্তু ভাগ্য সহায় ছিল না তাদের। আক্রমণভাগে রোমেলো লুকাকুর নিস্ক্রিয়তাও মূল্য দিতে হয় বেলজিয়ামকে। ফ্রান্সের গোলমুখে পুরো ৯০ মিনিটে একটি শটও নিতে পারেননি লুকাকু। তবে দুর্দান্ত খেলেছেন এডেন হ্যাজার্ড। তাকে মনে রাখবে ফুটবলপ্রেমীরা।
উত্তেজনার প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। গোল না হলেও আক্রমণ পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠে প্রথমার্ধের খেলা। এ সময়ে বল পজিশন ৬০ শতাংশ বেলজিয়ামের দখলে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল ফ্রান্স। ফ্রান্স তিনটি শট নেয় বেলজিয়ামের গোলমুখে। অন্য দিকে বেলজিয়াম গোটা দুয়েক শট নেয় ফ্রান্সের গোল সীমানায়। দুর্দান্ত খেলেছেন দুই দলের গোল রক্ষক। বলতে গেলে প্রথম ৪৫ মিনিটে নায়ক তারাই।
১৮তম মিনিটে মাতুউদির জোরালো শট সেভ করে দেন বেলজিয়াম গোল কিপার কোর্তোয়া। পরের মিনিটে দুর্দান্ত এক আক্রমণে ফ্রান্সের রক্ষণভাগ কাঁপিয়ে দেয় বেলজিয়াম। ভাগ্য নিতান্ত ভালো ছিল ফরাসীদের। এডেন হ্যাজার্ডের বাঁ পায়ের দুর্দান্ত শট কর্নারের বিনিময়ে বিপদমুক্ত করেন হুগো লরিস। ২২তম মিনিটে আরেকবার বেঁচে যায় ফ্রান্স। কর্নার থেকে পাওয়া বলে দারুণ শট নিয়েছিলেন অ্যাল্ডারওইরেল্ড। এবারও দারুণ দৃঢ়তায় বল বিপদমুক্ত করেন লরিস।
দুই আক্রমণ থেকে বেঁচে ঘুরে দারুণভাবে দাঁড়ায় ফ্রান্স। পরপর বেশ কয়েকটি দুর্দান্ত আক্রমণ শানায় তারা। ৩১তম মিনিটে জিরুড ঠিকঠাক হেড নিতে পারলে এগিয়ে যেতে পারত ফ্রান্স। ৩৪ মিনিটে এমবাপে দারুণ একটা বল দিয়েছিলেন জিরুডকে। কিন্তু সুযোগটা এবারও কাজে লাগাতে পারেননি তিনি। বলে টোকা মারতে পারলেই গোল পেতে পারত ফ্রান্স। ৩৯মতম মিনিটে সবচেয়ে ভালো সুযোগটি পেয়েছিল ফ্রান্স। কিন্তু এ যাত্রায়ও বেঁচে যায় বেলজিয়াম। এমবাপের কাছ থেকে বল পেয়ে শট নিয়েছিলেন কাভার্ড। কিন্তু গোলকিপারের দৃঢ়তায় এবারও বেঁচে যায় বেলজিয়াম।
ফরাসি বিপ্লবের নেপথ্য কারিগর

ফরাসি বিপ্লবের নেপথ্য কারিগর

আঁতোয়া গ্রিজম্যান আর‌ কিলিয়ান এমবাপে–কে নিয়ে যতটাই মাতামাতি হয়েছে, ততটাই আড়ালে থেকেছেন স্যামুয়েল এমতিতি। ক্যামেরুন বংশোদ্ভূত এই ফুটবলারের বয়স যখন আট, সেদেশের ফুটবল কিংবদন্তি রজার মিল্লা স্বয়ং অনুরোধ করেছিলেন যাতে ফ্রান্সের প্রবাস ছেড়ে ক্যামেরুনে ফিরে আসেন এমতিতি–র মা–বাবা। এমতিতি যাতে ক্যামেরুনের হয়ে খেলেন, সেটাই ছিল রজারের লক্ষ্য।
ভাগ্যিস সেদিন রজারের অনুরোধ সবিনয়ে প্রত্যাখ্যান করেছিলেন এমতিতি দম্পতি। না হলে কার গোলে দুরন্ত ছন্দে থাকা বেলজিয়ামকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যেত ফ্রান্স?‌
শুরুতে দাপট দেখিয়েছিল ফ্রান্সই। কিন্তু মিনিট পাঁচেক কাটতে না কাটতেই জাঁকিয়ে বসে বেলজিয়াম। একটা সময় তো পায়ে বলই পাচ্ছিলেন না ফরাসিরা। বেলজিয়াম আর ফ্রান্সের বল পজেশনের অনুপাত তখন ৬৫–৩৫!‌ দলকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন অনবদ্য এডেন অ্যাজার। আর এদিকে একের পর এক সুযোগ নষ্টের প্রদর্শনীতে নেমেছিলেন দুই দলের ফুটবলাররা। ১৩ মিনিটে সহজ সুযোগ নষ্ট করলেন এমবাপ্পে।
১৫ মিনিটে সুযোগ নষ্ট অ্যাজারের। তবে এবারের বিশ্বকাপে প্রায় প্রতি ম্যাচেই যে কাউন্টার অ্যাটাকে ভর করে বিপক্ষের নাভিশ্বাস তুলেছে বেলজিয়াম, সেটা দেখা যাচ্ছিল এই ম্যাচেও। পাশাপাশি মারুয়ান ফেলাইনির উচ্চতাকে কাজে লাগাতে বারবার এরিয়াল বল বাড়িয়ে যাচ্ছিলেন কেভিন দে ব্রুইন, এডেন অ্যাজাররা। যদি সেট পিসে গোল করতে পারেন ছ’‌ফিট তিন ইঞ্চির এই তারকা!‌
বারবার পোজিশন পাল্টে চেষ্টারও ত্রুটি করেননি ফেলাইনি। কিন্তু গোল ‌হল কই?‌ মাঝখান থেকে ৫১ মিনিটে আঁতোয়া গ্রিজম্যানের কর্নার শট থেকে এমতিতির নিঁখুত হেডে ম্যাচের ভবিষ্যৎ লেখা হয়ে গেল ওখানেই। খেলার মোড়ও ঘুরে গেল ওখান থেকেই। বারবার কাউন্টার অ্যাটাকে ভর করে বেলজিয়ামের মিডফিল্ডে চাপ দিয়ে বেশি সংখ্যক ফুটবলারদের ডিফেন্সে নামানোর কাজ করছিল ফ্রান্স। সেটা যে যাতে অ্যাজাররা আক্রমণে না উঠতে পারেন, সেটা বুঝতেই পারলেন না রোমেলু লুকাকুরা!‌
পরিসংখ্যান বলছে, যতই ম্যাচ গড়িয়েছে বলের দখলের শতকরা হিসাবে বেলজিয়ামই এগিয়ে থেকেছে। ম্যাচের শেষেও বেলজিয়ামের দখলে বল শতকরা ৬৪ শতাংশ!‌ আসলে বেলজিয়ামকে ফরাসি কোচ দিঁদিয়ে দেশঁ–র চাল ভাবতে বাধ্য করেছেন, ম্যাচ বোধহয় তাদের হাতেই আছে। যেকোনো মুহূর্তে গোল করে সমতা ফেরানো যাবে। কিন্তু সেটা যে সহজ হবে না, সেটা যতক্ষণে ভিনসেন্ট কোম্পানি–রা বুঝতে পারলেন, ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। হতাশায় বিশ্রী ফাউল করে ৬৩ মিনিটে কার্ড দেখলেন অ্যাজার। বল পজেশনের খুড়োর কল দেখিয়ে দেশঁ বেলজিয়ামকে বুঝতেই দিলেন না ফুটবলে শেষ কথাটা গোলই বলে, বলের দখল নয়।
বুধবার ইংল্যান্ড–ক্রোয়েশিয়া সেমিফাইনালে যেই জিতুক, যারাই পড়ুক ফ্রান্সের সামনে, দেশঁ–র এই মগজাস্ত্রই কিন্তু তাদের সামনে বিরাট বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।
ভাগ্যের কাছে হেরে গেছি : বেলজিয়াম কোচ

ভাগ্যের কাছে হেরে গেছি : বেলজিয়াম কোচ

বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ বলেছেন, ভাগ্য আমাদের সহায় ছিল না। এ কারণেই আবারো কালো ঘোড়া (ব্ল্যাক হর্স) হয়ে থাকতে হলো।এক হেডেই রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে বেলজিয়াম। প্রথম সেমিফাইনালে স্যামুয়েল উমতিতির দুরন্ত হেডে ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে রেড ডেভিলরা।
তিনি বলেন, এটি খুবই ক্লোজ (প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ) ম্যাচ ছিল। এতে আমরাই চাপ সৃষ্টি করেছি বেশি। তবে ভাগ্য অনুকূলে না থাকায় হেরে গেছি।বল দখলে এগিয়ে ছিল বেলজিয়াম। আক্রমণেও উঠেছে বেশি তারা। তবে বারবারই রক্ষণভাগে গিয়ে খেই হারিয়েছে।
৪৪ বছর বয়সী কোচ বলেন, বল দখলের লড়াইয়ে আমরাই এগিয়ে ছিলাম। অসংখ্য আক্রমণ দাগিয়েছি। তবে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। এজন্য সাধুবাদ দিতে হবে ফ্রান্সের ডিফেন্সকে। তাদের রক্ষণ খুবই জমাট ছিল।ফ্রান্স রক্ষণ সামলান স্যামুয়েল উমতিতি, রাফায়েল ভারানের মতো বিশ্ব কাঁপানো ডিফেন্ডাররা।
তাদের সাফল্য পাওয়ার কারণ উল্লেখ করে মার্টিনেজ বলেন, তারা আমাদের প্রচুর সম্মান দেখিয়েছে। আগে থেকে সতর্ক ছিল। এ কারণেই গোলমুখে আমরা একটু জায়গাও পায়নি। সর্বোপরি দুর্ভাগ্য।এ স্প্যানিশ কোচ বলেন, আমি আমার ছেলেদের জন্য গর্বিত। তারা প্রত্যাশার চেয়েও বেশি ভালো খেলেছে।
ফ্রান্সের জন্য শুভকামনা রইল। আশা করি, তারা শিরোপা নিয়েই ঘরে ফিরবে।-সূত্র: যুগান্তর
হারলেও মন জয় করেছেন নেইমার

হারলেও মন জয় করেছেন নেইমার

২৬ বছর বয়সী নেইমার, যিনি বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড়। পায়ের ইনজুরিতে প্রায় তিনমাস মাঠের বাইরে থেকে বিশ্বকাপে খেলায় ফিরেছিলেন তিনি।ব্রাজিলের প্রথম দুই বিশ্বকাপ ম্যাচের পারফরমেন্সের জন্য দারুণ সমালোচনার মুখে পড়তে হয়েছে পারি সাঁ জার্মেইয়ের ফরোয়ার্ডকে।
এবারের আসরে কোস্টারিকার বিপক্ষ জয়ের পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন তিনি। তার কান্না নিয়ে নানা ধরনের সমালোচনার সৃষ্টি হয়েছিল। এছাড়া মাঠে অভিনয়ের কারণে কম সমালোচনা হয়নি তাকে নিয়ে।কাজানে রাত ১২টায় শুরু হওয়া ম্যাচে সাম্বাবাহিনীকে টক্কর দিয়ে ২-১ গোলে জয় তুলে নিয়েছে বেলজিয়াম।
আর পুরো মাঠে দাপট দেখিয়েছে লুকাকু-হ্যাজাডরা। তবে কম ফুটবল জাদু দেখাননি নেইমার। অভিনয় নয়, পুরো মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। শেষ অবধি চেষ্টা করেছেন দলকে সমতায় ফেরাতে।ম্যাচ হারলেও স্বভালসুলভ খেলা দেখিয়ে মন জয় করেছেন স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের।-সূত্র: বাংলাদেশ প্রতিদিন
সুইডেনের শক্তি ঐক্যবদ্ধ দল

সুইডেনের শক্তি ঐক্যবদ্ধ দল


আগামী শনিবার সামারায় সেমি-ফাইনালে ওঠারে লড়াইয়ে মুখোমুখি হবে দল দুটি।
গ্রুপ পর্বে দুই জয়ে এফ গ্রুপের সেরা হয়ে নকআউট পর্বে ওঠা সুইডেন শেষ ষোলোয় সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারায়। ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের আগে অধিনায়ক আন্দ্রিয়াস গ্রাংকভিস্ত জানিয়েছেন, তাদের দলে গোপন কিছু নেই।
“তারা দেখেছে যে, আমরা খুব শক্তিশালী এক দল। আমরা একসঙ্গে দল হিসেবে খেলি, পুরো দল নিয়ে দলগতভাবে রক্ষণ করি, দল হিসেবে আক্রমণ করি। আমরা দৃঢ়। প্রতিপক্ষকে আমরা খুব বেশি সুযোগ দেই না।”
“আমরা জানি, সেট পিসে আমরা ভালো। আমরা জানি, আমাদের প্রতি-আক্রমণ ফুটবল ভালো। তারা আমাদের খেলা দেখেছে। তারা আমাদের গ্রুপ পর্বের ম্যাচ দেখেছে এবং আমরা কিভাবে খেলি তা দেখেছে। আমার মনে হয়, তারা আমাদের অনেক সমীহ করে।”
টুর্নামেন্টে এ পর্যন্ত আসার পর দলের রক্ষণ কৌশলে খুব একটা পরিবর্তন আসবে না বলেই ধারণা ৩৩ বছর বয়সী এই ডিফেন্ডারের।
কলম্বিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচটি সরাসরি টিভিতে দেখতে পারেনি সুইডেন দল। তবে এরই মধ্যে কোচ ইয়ান আন্দেরসন ও তার সহকারীরা গ্যারেথ সাউথগেটের দল নিয়ে পর্যালোচনা শুরু করে দিয়েছে।
সুইডিশ মিডফিল্ডার আলবিন একদালের মুচড়ে যাওয়া গোড়ালিতে বুধবার স্ক্যান করা হয়েছে। আর নিষেধাজ্ঞার কারণে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না ডিফেন্ডার মিকায়েল লুসতিগ। দলে খেলোয়াড়দের পরিবর্তন আসলে সুইডেনের খেলার কৌশলেও কিছুটা প্রভাব পড়বে। তবে সেসব নিয়ে ভাবছেন না আত্মবিশ্বাসী গ্রাংকভিস্ত।
“আমাদের খেলা ম্যাচগুলো যদি আপনি দেখেন, দেখবেন আমাদের চেয়ে প্রতিপক্ষের দখলে বল বেশি ছিল। কিন্তু আমরা বেশি সুযোগ তৈরি করেছি, অনেক বিপজ্জনক সুযোগ। এভাবেই আমরা খেলি। এটাই আমাদের করতে হবে। এটা আমাদের শক্তি।”
শুরুতেই ব্রাজিলের হোঁচট

শুরুতেই ব্রাজিলের হোঁচট

আজ উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হবে বিশ্বকাপ, যা যা থাকছে উদ্বোধনী অনুষ্ঠানে

আজ উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হবে বিশ্বকাপ, যা যা থাকছে উদ্বোধনী অনুষ্ঠানে

আজ থেকে শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপের জমজমাট আসর। আজ জমকালো উদ্বোধনীর মাধ্যমে শুরু হতে যাচ্ছে ২০১৮ ফুটবল বিশ্বকাপ। রাশিয়া বনাম সৌদি আরবের মধ্যে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আধা ঘণ্টা পূর্বেই মস্কোতে শুরু হবে এ অনুষ্ঠান, বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই থাকছে রাশিয়ানদের ইতিহাস আর ঐতিহ্যের প্রদর্শনী। নিজেদের সংস্কৃতির অতীত এবং বর্তমান তুলে ধরবেন রাশিয়ার শিল্পীরা। দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৫০০ জন শিল্পী অংশ নিবেন এ অনুষ্ঠানে।
এরপর মঞ্চে আসবেন ব্রিটেনের বিখ্যাত পপ স্টার রবি উইলিয়ামস। উইলিয়ামস মূলতঃ ব্যান্ড দলে নিয়মিত গান করে বেড়ালেও সিঙ্গেল ট্র্যাকের জন্যই বেশি সমাদৃত। এখন পর্যন্ত বিভিন্ন পুরষ্কারে ভূষিত হওয়া উইলিয়ামসের সাথে মঞ্চ মাতাবেন রাশিয়ান বিখ্যাত উচ্চাঙ্গশিল্পী এইডা গারিফুলিনা।
এরপর বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে মঞ্চে আসবেন দুইবারের বিশ্বজয়ী ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার রোনালদো নাজারিও ডি লিমা।
বিশ্বকাপের মত এত বড় মঞ্চে গান গাওয়ার পূর্বে দারুণ শিহরিত রেকর্ড ১৮ বারের মত ব্রিট অ্যাওয়ার্ড জয়ী রবি উইলিয়ামস। তিনি বলেন, ‘আমি সত্যিই দারুণ আনন্দিত আর খুশি যে আমি আবার রাশিয়ায় ফিরছি। তাও আবার এমন একটি অনুষ্ঠানে। আমি এর আগেও অনেক বড় বড় মঞ্চে গান গেয়েছি, তবে ৮০ হাজার দর্শকের সামনে বিশ্বকাপ উপলক্ষ্যে পারফর্ম করা সত্যিই সকলের ছোটবেলার স্বপ্ন থাকে।’
রবি উইলিয়ামস মঞ্চ ছাড়ার সাথে সাথেই এবারের বিশ্বকাপের থিম সং ‘লিভ ইট আপ’ নিয়ে আসবেন যুক্তরাষ্ট্রের অভিনেতা-সঙ্গীতশিল্পী উইল স্মিথ, নিকি জ্যাম আর এরা এস্ত্রাফি। তারপর সম্ভবত উইল স্মিথ তার নিজের কণ্ঠের জনপ্রিয় গান ‘ওয়েলকাম টু মায়ামির’ পরিবর্তে ‘ওয়েলকাম টু মস্কো’ নামে গাইবেন। যদিও এটি নিশ্চিত নয়, তবে ইতিমধ্যেই টুইটারে তার অনেক ফ্যান অনুরোধ জানিয়েছেন মঞ্চে এভাবে গানে পারফর্ম করতে।
এখানেই চমকের শেষ নয়। বিশ্বকাপ টুর্নামেন্ট কমিটি বলেছে, এবারের আয়োজনে পুরোটাই থাকবে সঙ্গীতকেন্দ্রিক। অনুষ্ঠান শেষের আগে মঞ্চে উঠবেন ৯০ এর দশকের কিংবদন্তী অপেরা শিল্পী প্লাসিদো ডমিঙ্গো। তার সাথে মঞ্চ মাতাবেন পেরুর উচ্চাঙ্গ শিল্পী হুয়ান ডিয়েগো ফ্লোরেজও।
যেসব টিভি চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপ ফুটবল

যেসব টিভি চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপ ফুটবল

অবশেষে ক্ষণ গণনা শেষ। জমজমাট উদ্বেধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে আজ পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের। বিশ্বসেরা হওয়ার এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে বিশ্বের ৩২টি দল। ম্যাচ হবে মোট ৬৪ টি। এই ম্যাচ গুলো দেখা যাবে বিভিন্ন বাংলাদেশের টেলিভিশনের পর্দায়।
এবারের বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখা যাবে বাংলাদেশের মাছরাঙা টিভি ও নাগরিক টিভিতে। তাছাড়া বাংলাদেশ টেলিভিশনও কিছু কিছূ ম্যাচ সম্প্রচার করা হবে।
মাছরাঙা টিভিতে প্রতিটি ম্যাচ শুরুর আগে থাকবে ম্যাচ বিশ্লেষণ, পরিসংখ্যানসহ নানা তথ্য নিয়ে সরাসরি অনুষ্ঠান ‘কিক অফ’। আর খেলা শেষ হওয়ার পর হাইলাইটস তো থাকছেই।
আর নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে ৫৬টি খেলা। বাকি খেলাগুলো ধারণ করে সম্প্রচার করা হবে। এর বাইরে খেলোয়াড়দের বিশ্লেষণ ও বিভিন্ন খেলার আপডেট থাকবে।
ফিফার ২১তম আসরের প্রথম দিনে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে এশিয়ার প্রতিনিধি সৌদি আরব। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়।
প্রথম ম্যাচটি মাঠে গড়ানোর আধা ঘন্টা আগে অর্থাৎ রাত সাড়ে ৮টায় ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। উদ্বোধনী কনসার্টে বিখ্যাত তারকা রবি উইলিয়ামস থাকছেন। এছাড়াও রাশিয়ান গায়িকা এইডা গরিফুল্লিনা থাকছেন। এছাড়াও থাকছেন ব্রাজিলকে দুবার বিশ্বকাপ জেতানো তারকা ফুটবলার রোনালদো।
চ্যাম্পিয়ন জার্মানির কাছে ২-১ গোলে সৌদির হার

চ্যাম্পিয়ন জার্মানির কাছে ২-১ গোলে সৌদির হার


খেলাধুলা ডেস্ক: 
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে চ্যাম্পিয়ন জার্মানির ২-১ গোলে হেরেছে সৌদি আরব। শুক্রবার রাতে লেভারকুশনে অনুষ্ঠিত এ ম্যাচে হেরে যায় সৌদি। বিশ্ব চ্যাম্পিয়নদের ঘাম ঝরিয়ে জিততে হয়েছে ম্যাচ।
জার্মান ডিফেন্ডার ম্যাটস হোমেলস সৌদি আরবের মোহাম্মদ আল সাহলাউইসের জার্সিতে টেনে ধরে তাকে ফেলে দেয়। রেফারির চোখ ফাঁকি দেয়ায় ম্যাচটি শেষ পর্যন্ত জিতে যায় জার্মানরা।
রাশিয়ায় যাওয়ার আগে বায়ার লেভারকুসেনের মাঠ বে অ্যারেনায় শেষ প্রস্তুতি ম্যাচে জার্মানির সমর্থকরা নিশ্চয়ই ভেবেছিলেন সৌদি আরবের বিপক্ষে ম্যাচ তাহলে এত চিন্তার কী আছে? হেসেখেলেই জয় এসে যাবে। কারণ, ২০০২ সালের বিশ্বকাপ ম্যাচে সৌদিকে ৮-০ গোলে হারিয়েছিল জার্মানরা। কিন্তু আজ আর সেই সৌদি নেই। অনেকটা বদলে গেছে। ফুটবলে নিজেদের যে শক্তিমত্তা বাড়িয়েছে তার প্রমাণ রেখেছে মাঠে।
এর আগে সৌদি আরব পাঁচটি প্রস্তুতি ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে। চিলির সাবেক কোচ হুয়ান অ্যান্তোনিও পিজ্জি দায়িত্ব নেয়ার পর থেকেই সেরা ছন্দে আছে ফুটবলাররা
আফগানিস্থানের সাথে হোয়াইটওয়াশ আতঙ্কে বাংলাদেশ

আফগানিস্থানের সাথে হোয়াইটওয়াশ আতঙ্কে বাংলাদেশ


‍অনলাইন ডেস্ক:
প্রথম প্রস্তুতি ম্যাচ, তারপর একে একে দুটি ম্যাচ। আফগানিস্তানের কাছে হ্যাটট্রিক হার বাংলাদেশের। তারপর আরো বড় আতঙ্ক এখন হোয়াইটওয়াশ। আজ টি-২০ সিরিজের শেষ ম্যাচে আফগানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।
আজকের ম্যাচে জিততে মরিয়া থাকবে বাংলাদেশ। সেজন্য ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিনটি বিভাগেই ভালো করতে হবে সাকিবদের। তা হলে হোয়াইটওয়াশের লজ্জায় পড়েত হবে তাদের। আগের দুটি ম্যাচেরই এলোমেলো ছিল বাংলাদেশ। এতটা নাজুক অবস্থা আর কখনো দেখা যায়নি।
আফগান ভীতিতে পরা দলটিকে নিয়ে রীতিমত খেলছে রশিদ খান, মুজিব, সামিউল্লাহ, আসগাররা। যে লজ্জার কালিমা তারা লেপন করে দিলেন তারা তিন ম্যাচের সিরিজটা ২-০ তে জিতে। এটা কবে মুছে দেয়া যাবে সেটা কে জানে। র‌্যাঙ্কিংয়ের ওপরে থাকলেও একটা আত্মবিশ্বাস ছিল। সে আত্মবিশ্বাস বাস্তবতার নিরিখে ভেঙে চুরমার। সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকরা যেন আফগান ক্রিকেটার নয় দক্ষিণ আফ্রিকাকে মনে করে খেলছিলেন।
বড় কথা যে পারফরম্যান্স দলের তাতে আফগানদের পরাজয় ঠেকানোর উপায় আছে বলে মনে হয় না। প্রতি ম্যাচ শেষেই সাকিবের আর্তি। আজ এটা হয়নি, ওটা হয়নি। এ ম্যাচে যেমন ২০-৩০টা রান কম হয়ে গেছে। রশিদ খানের এক ওভারে যে দল তিন উইকেট দিতে পারে এবং প্রতিষ্ঠিত তিন ব্যাটসম্যান সাকিব, তামিম ও মোসাদ্দেক। তাদের মনবল নিয়েও প্রশ্ন উঠতে পারে।
চার ওভারে চার উইকেট নিয়ে নিলো রশিদ খান। আর সাকিব এক উইকেটের কান্না। দুই ম্যাচে দুটি উইকেট পেলেও একটা রেকর্ডের অধিকারী হতেন। সেখানে প্রথম ম্যাচে এক উইকেট প্রাপ্তির পর আফগান ব্যাটসম্যানরা তাকে এমনভাবে রিডিং করেছেন যে দ্বিতীয় ম্যাচে উইকেটই দেননি। আজো উইকেট পাবেন তিনি তার গ্যারান্টি কী।
অবশ্য আফগানরা আজ ঘোষণা দিতে পারে সিরিজ জয় যেহেতু হয়েই গেছে তাইতো তাদের ‘এ’ দলটাকে খেলিয়ে দেবে জাতীয় দলের ব্যানারে। এতে তরুণদের অভিজ্ঞতা বাড়বে। তাদের বিপক্ষেও জিতবে কি-না সন্দেহ। কারণ প্রাকটিস ম্যাচের প্রতিপক্ষ তো ‘এ’ দলই ছিল। সেই ম্যাচেও হেরেছে বাংলাদেশ।
বায়ার্ন মিউনিখকে কাঁদিয়ে আবার ফাইনালে রিয়াল

বায়ার্ন মিউনিখকে কাঁদিয়ে আবার ফাইনালে রিয়াল



গত মৌসুমের কোয়ার্টার ফাইনালের মতো এবারও চ্যাম্পিয়নস লিগের সেমি ফাইনালে জ্বলে উঠেছিল বায়ার্ন মিউনিখ। তবে ভাগ্যদেবী এবারও তাদের সহায় হয়নি। বায়ার্নকে কাঁদিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছে গেছে জিদান শিষ্যরা। ম্যাচে ২-২ গোলে ড্র করেও দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে এগিয়ে থেকে ফাইনালের টিকেট পেয়েছে রিয়াল মাদ্রিদ।
নিজেদের মাঠে প্রথম লেগ ২-১ গোলে হেরে যাওয়ায় ফাইনালে পৌঁছাতে যত তাড়াতাড়ি সম্ভব গোলের দরকার ছিল বায়ার্নের। সেই কাজটিই করেন জোশুয়া কিমিক। তৃতীয় মিনিটেই এগিয়ে যায় জার্মান ক্লাবটি। বক্সের ভেতর থেকে আড়াআড়ি শটে তিনি বল জালে জড়ান। অবশ্য সমতায় ফিরতে সময় নেয়নি রিয়াল। ম্যাচের ১১ মিনিটেই স্বাগতিকদের সমতায় ফেরান করিম বেনজেমা। বাঁ প্রান্ত থেকে মার্সেলোর ক্রস হেডের মাধ্যমে জালে জড়ান তিনি।
বেনজেমার গোলের পর বেশ আক্রমণাত্মক খেলা শুরু করে বায়ার্ন। এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি জার্মান চ্যাম্পিয়নরা।
ম্যাচের ৩৯ মিনিটে প্রথমবার গোলুমখে শট করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তাঁকে দারুণ দক্ষতায় প্রতিহত করেন বায়ার্ন গোলরক্ষক। এরপর পরই বক্সের ভেতর মার্সেলোর হাতে বল লাগলে বায়ার্ন খেলোয়াড়রা পেনাল্টির আবেদন করলেও সাড়া দেননি রেফারি। ফলে ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারো বেনজেমার গোল। দ্বিতীয় গোল করে তিনি এগিয়ে নেন স্বাগতিকদের। কিছুটা বিপর্যস্ত হয়ে পড়লেও লড়াই চালানো বাদ দেয়নি বায়ার্ন। গোল হজম করার পরও। সমতায় ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে তারা। ৬৩ মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান মাদ্রিদ ক্লাব থেকে ধারে জার্মান ক্লাবের হয়ে খেলতে আসা কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজ। চমৎকার এক গোল করে দলকে সমতায় ফেরান তিনি।
গত মৌসুমের কোয়ার্টার ফাইনালের মতো এবারও চ্যাম্পিয়নস লিগের সেমি ফাইনালে জ্বলে উঠেছিল বায়ার্ন মিউনিখ। তবে ভাগ্যদেবী এবারও তাদের সহায় হয়নি। বায়ার্নকে কাঁদিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছে গেছে জিদান শিষ্যরা। ম্যাচে ২-২ গোলে ড্র করেও দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে এগিয়ে থেকে ফাইনালের টিকেট পেয়েছে রিয়াল।