ফেসবুকের তথ্যফাঁস নিয়ে যখন তোলপাড় গোটা দুনিয়া, ঠিক তখনই প্রশ্ন উঠছে ‘হোয়াটসঅ্যাপ’-এর তথ্য-সুরক্ষা নিয়ে। কারণ হোয়াটসঅ্যাপের মালিকানাও ফেসবুকের হাতে। আজ বৃহস্পতিবার ফেসবুক জানিয়েছে, ৮ কোটি ৭০ লাখ গ্রাহকের তথ্য চুরি হয়ে গেছে। এ নিয়ে বিপাকে পড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ‘চ্যাটওয়াচ’ নামে আর একটি অ্যাপের মাধ্যমে গোপনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কথাবার্তায় আড়ি পাতা হচ্ছে।
ওই অ্যাপের সাহায্যে হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে উঁকি মারতে পারবেন যে কেউ। কে কতক্ষণ কার সঙ্গে কথা বলছেন, বা সাধারণত কতটা সময় সে হোয়াটস অ্যাপ করেন, তা-ও জেনে ফেলা যাবে। এমনকি ওই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী কখন ঘুমতে যান বা ক’টার সময় ঘুম থেকে ওঠেন, তা-ও নাকি জেনে দিতে পারে অ্যাপটি। শেষ কখন হোয়াটস অ্যাপ দেখেছেন বা মেসেজ পড়ার নীল টিকটি বন্ধ করা থাকলেও কিছু যায় আসে না। অনলাইন হোক কিংবা অফলাইন, প্রযুক্তির ফাঁক গলে ঠিক সেঁধিয়ে পড়ছে চ্যাটওয়াচ।
0 comments: