গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়ায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে মামুন (১৮) নামে এক কিশোর খুন হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার আড়াল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কিশোর শাওন বর্মণকে (১৭) আটক করেছে।
হত মামুন আড়াল গ্রামের মৃত ফরিদ আহমদের ছেলে এবং আটক শাওন বর্মণ একই এলাকার পরিদাশ বর্মণের ছেলে।
কাপাসিয়া থানার ইন্সপেক্টর (অপরাশেন) মনিরুজ্জমান খান ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে আড়াল গ্রামে স্থানীয় ১৫/২০ যুবক ও কিশোর ক্রিকেট খেলছিল। খেলায় রান সংগ্রহ নিয়ে মামুন ও শাওনের মধ্যে ঝগড়া হয়। খেলা শেষ হলে সন্ধ্যায় শাওন ছুরি দিয়ে মামুনের বুকে আঘাত করে।
মামুনের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ঘটনায় সঙ্গে জড়িত কিশোর শাওন বর্মণকে আটক করা হয়েছে বলে জানান, ইন্সপেক্টর মনিরুজ্জমান খান। লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
0 comments: