রাশিয়া বিশ্বকাপে সেরা তরুণ প্রতিভা নির্বাচিত হয়েছেন কিলিয়ান এমবাপে। ১৯ বছর বয়সী এই ফরাসি স্ট্রাইকারের পায়ের জাদুতে মুগ্ধ হয়ে গেছে সারাবিশ্ব। ফাইনালে ছুঁয়েছেন কিংবদন্তি পেলের রেকর্ড। সবাই বলছে, মেসি-রোনালদোর যুগ শেষে ফুটবলবিশ্বকে শাসন করবেন এমবাপে। এত আলোচনা, আগ্রহ যাকে নিয়ে, তাকেই ঘিরে এমন এক সত্যি লুকিয়ে আছে এতদিন জানতেই পারেননি কেউ।
ফরাসি গণমাধ্যমের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, বিশ্বকাপ সেমিফাইনাল আর ফাইনালে খেললেও, শতভাগ সুস্থ ছিলেন না এমবাপে! ছোটখাটো চোট–আঘাত অনেকেরই থাকে। এমবাপের সেরকম কিছু ছিল না। যা হয়েছে তা অনেক বড় সমস্যা। ফরাসি পত্রিকা ‘এল ইকুইপে’ জানিয়েছে, সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগের দিন তিনটে ভার্টিব্রা ব্লকেজ হয়ে যায় এমবাপের!
0 comments: