Showing posts with label জাতীয়. Show all posts
Showing posts with label জাতীয়. Show all posts
জয়পুরহাটে আবাদী জমির জলাবদ্ধতা নিরসনে ৭ কিলোমিটার পূনঃ খাল খনন শুরু

জয়পুরহাটে আবাদী জমির জলাবদ্ধতা নিরসনে ৭ কিলোমিটার পূনঃ খাল খনন শুরু

 জয়পুরহাট প্রতিনিধিঃ ২৬ ডিসেম্বর, জয়পুরহাট সদর ও ক্ষেতলাল উপজেলার ২০টি গ্রামের মানুষের আবাদী জমির জলাবদ্ধতা নিরসনের জন্য হিচমী থেকে বিলের ঘাট পর্যন্ত ১ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে প্রায় ৭ কিলোমিটার পূনঃ খাল খনন শুরু হয়েছে।
আজ বেলা ১১টায় এই খননের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ জাকির হোসেন। এ উপলক্ষে এক সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরিচালক এবি এম এমদাদুল হক, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সুধেন্দ্র নাথ রায়, স্থানীয় পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী ও জেলা মৎস কর্মকর্তা আব্দল জলিল মিয়া।
আগামী তিন মাসের মধ্যে খাল খনন শেষ হলে ওই এলাকায় মানুষরা জলাবদ্বতার হাত থেকে যেমন রক্ষা পাবে তেমনি খলের পানি দিয়ে ফসল ফলাতে পারবে। এছাড়া খালে মাছও চাষ করতে পারবে।
 ঢাবি চারুকলার ৭০ বছর পূর্তি

ঢাবি চারুকলার ৭০ বছর পূর্তি

ঢাবি, প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার ৭০ বছর পূর্তি ছিল আজ ২৫ ডিসেম্বর (মঙ্গলবার)। চারুকলার ৭০ বছর পূর্তি এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের জয়নুল উৎসব মাস ব্যাপী পালিত হচ্ছে।
আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো. আখতারুজ্জামান এর নেতৃত্বে প্রথমে জয়নুল আবেদিনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। অতঃপর বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন তিনি। তারপর অনুষদ প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি টিএসসি হয়ে আবার চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক ড.মুহাম্মদ সামাদ, অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.এ কে এম গোলাম রব্বানী, শিল্পাচার্য জয়নুল আবেদিন এর পুত্র প্রকৌশলী ময়নুল আবেদিন, অধ্যাপক রফিকুন নবী এবং চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।
সবার উদ্দেশ্যে মাহবুব তালুকদারের ৪ বার্তা

সবার উদ্দেশ্যে মাহবুব তালুকদারের ৪ বার্তা

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজের বিবেচনায় রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী, নির্বাচনী কর্মকর্তা ও ভোটারদের উদ্দেশ্যে ৪টি বার্তা দিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
বুধবার দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সামনে লিখিত বার্তা পাঠ করেন তিনি।
এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি কোনো প্রশ্ন নেব না, কারও প্রশ্নের উত্তরও দেব না।
‘আমার বার্তা’শিরোনামে দেয়া লিখিত বার্তায় মাহবুব তালুকদার বলেন, ‘জাতীয় নির্বাচনে ক্রমবর্ধমান সহিংসতা ও সন্ত্রাসের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। নির্বাচন ও সন্ত্রাস এক সঙ্গে চলতে পারে না। স্বাধীনতার ৪৭ বছর পর একটি সহিংসতামুক্ত পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন না করতে পারলে এই স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ বৃথা যাবে। আমরা তা হতে দিতে পারি না।’
তার দেওয়া চারটি বার্তা হলো-
এক. নির্বাচন কেবল অংশগ্রহণমূলক হলে হয় না, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগ হতে হয়। এ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য না হলে বিশ্বসভায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরা মাথা তুলে দাঁড়াতে পারব না। প্রশ্নবিদ্ধ নির্বাচন করে আমরা কলঙ্কিত হতে চাই না। নির্বাচনে যিনি বা যারাই জয়লাভ করুন, দেশের মানুষ যেন পরাজিত না হয়।
দুই. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বলছি: অতি উৎসাহী হয়ে কোনো অনভিপ্রেত আচরণ করবেন না। আপনারা নির্বাচনের সবচেয়ে বড় সহায়ক শক্তি। প্রত্যেকের প্রতি সম-আচরণ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন আপনাদের কর্তব্য। নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকুন। নিজেদের পোশাকের মর্যাদা ও পবিত্রতা রক্ষা করুন।

তিন. রিটার্নিং অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের বলছি: জাতির ক্রান্তিকালে আপনারা এক ঐতিহাসিক দায়িত্ব পালন করছেন। বিবেক সমুন্নত রেখে অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সাহসিকতার সঙ্গে আইন অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন করুন। গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংরক্ষণে আপনাদের অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। কোনো কলুষিত নির্বাচনের দায় জাতি বহন করতে পারে না।
চার. ভোটারদের বলতে চাই: নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন। আপনার ইচ্ছানুযায়ী প্রার্থীকে ভোট দিন। ভয়ভীতি বা প্রলোভনের কাছে নতি স্বীকার করবেন না। আপনার একটি ভোট গণতন্ত্রের রক্ষাকবচ। মনে রাখবেন, এবারের নির্বাচন আমাদের আত্মসম্মান সমুন্নত রাখার নির্বাচন। এবারের নির্বাচন আগামী প্রজন্ম ও আপনার সন্তানের সুন্দর ভবিষ্যত নির্মাণের নির্বাচন।
জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন এ্যাডঃ প্রদীপ কুমার সরকার

জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন এ্যাডঃ প্রদীপ কুমার সরকার




জয়পুরহাট প্রতিনিধিঃ ১২ নভেম্বর, একাদশ জাতীয় সংসদ নির্বচানে জয়পুরহাট-২ আসনে ধানের শিষ মার্কায় দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম বাংলাদেশ সুপ্রীম কোর্ট শাখার যুগ্ন সাধারণ সম্পাদক, জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় যুব আইনজীবী ঐক্যফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য, ছাত্রদল ফাউন্ডেশন সুপ্রীম কোর্ট শাখার সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক  এ্যাডঃ প্রদীপ কুমার সরকার। সোমবার তিনি এ বিষয়ে নিশ্চিত করেছেন।

জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর উপজেলায় গঠিত জয়পুরহাট-২ আসন। আর এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী রয়েছে একাধিক ব্যাক্তি। যার মধ্যে রয়েছে জেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ও জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ সহ আরো অনেকে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনয়ন পেতে ব্যাপক গনসংযোগ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম বাংলাদেশ সুপ্রীম কোর্ট শাখার যুগ্ন সাধারণ সম্পাদক, এ্যাডঃ প্রদীপ কুমার সরকার। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত এ্যাডঃ বীরেন্দ্রনাথ সরকারের পুত্র। তিনি বিএনপির কর্মী হয়ে এলাকার মানুষের সাথে গভীর সম্পর্কে জড়িয়ে রয়েছেন। এছাড়া কালাই, তেলাল ও আক্কেলপুরে বিএনপি সমর্থিত মানুষের সব সময় খোজ খবর রাখেন এবং আইনগত সহায়তা প্রদান করে আসছেন।

তিনি বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্বোধন লগ্নে শহিদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষ সাধনের জন্য তার মরোনত্তর দেহ দান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনে ইংরেজীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন এবং আইনে ব্যাচলর ডিগ্রী লাভ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ সুপ্রীম কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন এবং বিএনপির রাজনীতিতে সব সময় সক্রীয় আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন।

তিনি আইন পেশায় বিশেষ অবদানের জন্য একাধারে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্বর্ণপদক, জেনারেল ওসমানী শাইনিং পার্সোনালিটি স্বর্ণপদক ও বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদ স্মৃতি ফাউন্ডেশন স্বর্ণপদক অর্জন করেছেন।

অ্যাডভোকেট প্রদীপ কুমার সরকার বলতে গেলে বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি এর আদর্শের সাথে জড়িত। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান জয়পুরহাট জেলার গোপিনাথপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে ২ বার গিয়েছিলেন। অ্যাডভোকেট প্রদীপ কুমার সরকার তখন গোপীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। শহীদ জিয়া তার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেছিলেন। তিনি শহীদ জিয়ার দুর্দান্ত সেই ভাষনের মর্মার্থ সেদিন কতটুকু বুঝেছিলেন জানিনা। তবে তাকে ভালবেসে ফেলেছিলেন চরমভাবে এবং মানুষের কল্যাণে কাজ করার জন্য অনুপ্রাণিত হয়েছিলেন সেই কিশোর বয়সেই। তারই ধারাবাহিকতায় ২০০৬ সালের ৩১ আগস্ট তিনি শহীদ জিয়া মেডিকেল কলেজের শুভ উদ্বোধন লগ্নে মানুষের কল্যাণে প্রেস কনফারেন্সের মাধ্যমে তার মরণোত্তর দেহদান করেন।

জয়পুরহাটের সর্বস্তরের মানুষের নিকট জনপ্রিয় এই ব্যক্তি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট ২ আসনের মনোনয়ন প্রত্যাশী। তিনি যাতে জয়পুরহাট জেলার গণমানুষের কল্যাণে কাজ করার সুযোগ অর্জন করেন সেজন্য সকলের নিকট দোয়াপ্রার্থী। এ্যাডঃ  প্রদীপ কুমার সরকার বলেন, আমি ছাত্রজীবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির হয়ে কাজ করে যাচ্ছি। কেন্দ্রীয় নেতাদের গ্রীন সিগন্যাল নিয়ে মাঠে কাজ করছি। আমি আশা করছি এবার দল থেকে মনোনয়ন পাব। এই আসনটি বিএনপির ঘাটি এবং বরাবরই  আসন থেকে বিএনপির প্রার্থী জয়লাভ করেছে। বর্তমান এই আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য বিনা ভোটে নির্বাচিত হয়। তাই আমি বিএনপি থেকে মনোনয়ন পেলে জয়ী হব নিশ্চিত। যদি দল আমাকে মনোনয়ন না দেয় দল যাকে দেবে তার হয়েই কাজ করব।





নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ না থাকলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা হবে: ফখরুল

নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ না থাকলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা হবে: ফখরুল


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজ সোমবার সকালে থেকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিন আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বিএনপি। এদিকে আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঠাকুরগাঁও-১ আসনে নিজের মনোনয়নপত্র সংগ্রহের পর এসব কথা বলেন তিনি।
এর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের কোনো পরিবেশ বা পরিস্থিতি নেই। নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত আমরা অবশ্যই পুনর্বিবেচনা করব।
তিনি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণের মোটেও কোনো পরিবেশ নেই। নির্বাচনে অংশগ্রহণ আমাদের আন্দোলনের অংশ। এর মাধ্যমে আমরা খালেদা জিয়াকে মুক্ত করব এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব
মাশরাফির নির্বাচনে যাওয়া নিয়ে যা বললেন তামিম

মাশরাফির নির্বাচনে যাওয়া নিয়ে যা বললেন তামিম

সব শঙ্কা দূর করে অবশেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজ নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোয়ন ফরম কিনেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ রোববার ১১ নভেম্বর দুপুর ১টার দিকে ধানমন্ডি কার্যালয়ে উপস্থিত হয়ে নড়াইল-২ আসনের জন্য মনোনয়ন ফরম কেনেন তিনি।
এবার রাজনীতির মাঠে মাশরাফি একটি নতুন নাম। তবে রাজনীতিতে মাশরাফির পরিচয় নতুন হলেও তাকে একজন অধিনায়ক হিসেবেই দেখছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আজ রবিবার মিরপুরে একাডেমি মাঠে এমনটাই জানিয়েছেন তামিম।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেহেতু এটা ক্রিকেটের বাইরের একটা বিষয়। তাই এই বিষয়ে আমার কিছু না বলাই ভালো। তবে ড্রেসিংরুমে মাশরাফি বিন মর্তুজা আমার কাছে একজন অধিনায়ক। আমি তাকে সেই হিসাবেই দেখতে চাই।’
আজ বিএনপির প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার তারিখ ঘোষণা

আজ বিএনপির প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার তারিখ ঘোষণা


নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরদিন থেকেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের মনোনয়নপত্র বিক্রির কাজ শুরু করে। এরপর থেকেই দলটির ধানমন্ডি কার্যালয় ও আশপাশ এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
আজ চলছে ৩য় দিনের মত মনোনয়নপত্র বিক্রির কাজ। এদিকে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ রোববার বিকাল সাড়ে ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জানা গেছে এতে ব্রিফ করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার বিষয়ে তারিখ ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
কুমিল্লায় প্রেমের টানে ব্রাজিলের নারী!

কুমিল্লায় প্রেমের টানে ব্রাজিলের নারী!


প্রেমের টানে ব্রাজিল ছেড়ে কুমিল্লায় আসা এক তরুণীর খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সুদূর ব্রাজিল থেকে চলে এসেছেন এক নারী।
সব বাধা পেরিয়ে পা রেখেছেন কুমিল্লা লাকসামে দোগাইয়া গ্রামে। হীরার বাড়িতে। খবর পেয়ে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য লোক ভিড় জমাচ্ছেন হীরার বাড়িতে।
ইতিমধ্যে হীরা ও ব্রাজিলিয়ান নারী বিয়ে ফেলেছেন। প্রতিবেশীরা জানিয়েছেন, প্রায় ছয় মাস আগে তিনি ফেসবুকে ব্রাজিলিয়ান আইডিতে লাইক দেন। নারীও তাকে লাইক দেন। এভাবেই শুরু।
এভাবে চলতে চলতে একপর্যায়ে টেক্সট বিনিময়ের মাধ্যমে প্রায় প্রতিদিনই তাদের মধ্যে কথা হতো। ব্রাজিলিয়ান নারী কুমিল্লা লাকসামে তার বাবার সাথে আসছে।-কুমিল্লারবার্তা
এমপি-মন্ত্রী হবে ছেলে মাশরাফি, গর্ব করে যা বললেন মা

এমপি-মন্ত্রী হবে ছেলে মাশরাফি, গর্ব করে যা বললেন মা

নড়াইল-২ আসন (নড়াইল পৌরসভা ও সদর উপজেলার ৮টি ইউনিয়ন এবং লোহাগড়া উপজেলা) থেকে নির্বাচন করার জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।


এ খবরে নড়াইলবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে। দুপুরে মনোনয়নপত্র নেয়ার পর শহরের মুচিরপোল, চৌরাস্তা, টার্মিনাল, রেন্টএকারসহ বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন মাশরাফি ভক্তরা।
রবিবার দুপুর ১টা ৪৫ মিনিটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন এই ক্রিকেট তারকা।
বিষয়টি নিশ্চিত করে মাশরাফি বিন মুর্তজার নিকটাত্মীয়, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম ফয়জুল হক রোম জানান, ‘নড়াইল-২ আসন থেকে মাশরাফি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন। ’মাশরাফিকে সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানান তিনি।
এদিকে নড়াইল পৌর, উপজেলা এবং জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ মাশরাফির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে অভিনন্দন জানিয়ে বলেছেন, মাশরাফি নির্বাচন করলে আমাদের বিশ্বাস তিনি এমপি এবং মন্ত্রী হবেন। ফলে অবহেলিত নড়াইলের সার্বিক উন্নয়ন সংঘটিত হবে।
মাশরাফির মা হামিদা মোর্তুজা বলাকা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, মাশরাফি এমপি-মন্ত্রী হবে এটা আমার জন্য অনেক গর্বের বিষয়। আমি এবং আমার পরিবার ও নড়াইলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও তিনি নড়াইলবাসীসহ দেশবাসীর কাছে মাশরাফির জন্য দোয়া কামনা করেন।
ধুনটে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

ধুনটে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন


জিল্লুর রহমান, ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে দুর্বৃত্তের বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধন হয়েছে। এতে প্রায় মাছ চাষী স্বপন জোয়াদারের প্রায় ২ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর গ্রামে।
মাছ চাষী স্বপন জোয়াদার বলেন, আমি ২ বছর পূর্বে ৯০ শতক জমিতে পুকুর খনন করে এনজিও থেকে ঋন নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। শনিবার দিবাগত রাতে কে বা কাহারা আমার পুকুরে বিষ প্রয়োগ করে। রবিবার সকালে মাছের খাদ্য দেওয়ার জন্য পুকুরে গিয়ে দেখতে পাই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমারা প্রায় ২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, পুকুরে বিষ প্রয়োগের কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে তদন্ত করে আাইনগত ব্যবস্থ্যা নেওয়া হবে।
 রাজশাহীতে ১ কেজি হেরোইন ফেলে পালাল পাচারকারী

রাজশাহীতে ১ কেজি হেরোইন ফেলে পালাল পাচারকারী



 শিক্ষার্থীদের উচ্ছৃঙ্খলতা কাম্য নয়: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের উচ্ছৃঙ্খলতা কাম্য নয়: প্রধানমন্ত্রী

মন্ত্রিত্ব ছাড়তে আপত্তি নেই: নৌমন্ত্রী

মন্ত্রিত্ব ছাড়তে আপত্তি নেই: নৌমন্ত্রী


ডেস্ক রিপোর্টঃ সড়ক দুর্ঘটনা কমানোর ব্যাপাকে কার্যকর ভূমিকা পালন করছেন বলে দাবি করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। বলেছেন, রাজধানীতে বাস চলাচলে যে বিশৃঙ্খলা রয়েছে, সেটি তারও বিবেচনায় আছে এবং তারা কঠোর কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।
মন্ত্রী এমনও বলেন, তিনি পদত্যাগ করলে দুর্ঘটনা কমবে, এমন প্রমাণ দিতে পারলে মন্ত্রিত্ব ছেড়ে দিতে আপত্তি নেই।‘দুর্ঘটনা ঘটলেই অনেকেই আমার পদত্যাগ দাবি করেন। আমি তাদেরকে বলব, আপনারা যদি কেউ প্রমাণ দিতে পারেন বা বলতে পারেন, হ্যাঁ, আপনি (নৌমন্ত্রী) গেলেই সব সমস্যার সমাধান হবে, আমার চলে যাওয়াতে তো কোনো অসুবিধা নেই।’
সোমবার সচিবালয়ে এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন নৌ মন্ত্রী। আগের দিন রাজধানীর বিমানবন্দর সড়কে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর পর নতুন করে সমালোচনায় পড়া মন্ত্রী এই কথা বলেন।
সড়ক পরিবহন নৌ মন্ত্রীর দায়িত্ব নয়। তবে তিনি পরিবহন মালিক সমিতির একজন নেতা এবং সেই সুবাদে শ্রমিক নেতাও বটে। পরিবহন শ্রমিকদের মধ্যে তার ব্যাপক প্রভাব আছে বলে ধারণা করা হয়। সড়ক দুর্ঘটনায় এক চালকের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে দেশজুড়ে পরিবহন ধর্মঘট ডেকেও সমালোচিত হয়েছিলেন শাজাহান খান।
তবে রবিবারের দুর্ঘটনার পর নৌমন্ত্রী সমালোচনায় পড়েন হাসিমুখে বক্তব্য দিয়ে। সচিবালয়ে অন্য একটি অনুষ্ঠানে মন্ত্রীর কাছে দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিয়ে প্রশ্ন করছে তিনি হাসতে হাসতে বলেন, কালকের অনুষ্ঠানে সেটা প্রাসঙ্গিক কি না। পরে অবশ্য তিনি বলেন, যার যতটুকু অপরাধ, ততটুপু শাস্তি তারা পাব।
২০১১ সালেও নৌ মন্ত্রী ব্যাপক সমালোচনার মুখে পড়েন গরু ছাড়ল চিনলেই লাইসেন্স দেয়া যায় মর্মে বক্তব্য দেয়ায়। এর আগে নাগরিক সমাজের পক্ষ থেকে চালকদের লাইসেন্স দেয়ার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বেধে দেয়ার শর্ত দেয়া হয়েছিল, যেটার জবাব দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
সেই ঘটনা স্মরণ করে মন্ত্রী বলেন, ‘এর আগেও শহীদ মিনার থেকে অনেকেই আমার এবং তৎকালীন যোগাযোগ মন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন। কিন্তু পদত্যাগ সমস্যার সমাধান নয়।’
সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে পারবেন-এ বিসয়ে আত্মবিশ্বাসী নৌমন্ত্রী। এ ক্ষেত্রে তিনি নৌপথে দুর্ঘটনা কমিয়ে আনার উদাহরণ টানেন। বলেন, ‘আগে অনেক লঞ্চডুবি হত, শত-শত মানুষ নিহত হয়েছে। আমি তো প্রমাণ করেছি, বিগত সাড়ে তিন বছরে একটাও লঞ্চ ডুবে নাই। এটা যদি আমি এখানে করতে পারি, আমি আশা করি, সড়ক-পরিবহন সেক্টরেও আমার প্রচেষ্টা দিয়ে দুর্ঘটনা কমিয়ে আনতে পারব।’
রাজধানীতে বাসের বিশৃঙ্খলা নিয়ে কাজ করছি
ঢাকায় বাসে চরম বিশৃঙ্খলা রয়েছে, এ বিষয়ে একমত শাজাহান। বলেন, ‘এটা নিয়ে সিরিয়াসলি আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে, আমাদের করণীয় কী। আমরা কিছু কঠোর ব্যবস্থা নেব।’
আর এই কঠোর হওয়ার মধ্য দিয়ে অপ্রত্যাশিত দুর্ঘটনা কমাতে পারবে বলেও আশাবাদী নৌমন্ত্রী। বলেন, ‘শুধুমাত্র বিআরটিএ আর সরকারকে দায়িত্ব দিলে হবে না। আমরা নিজেরাও কিছু দায়িত্ব পালন করতে চাই।’
মন্ত্রী ‘গর্বের সঙ্গে’ বলেন, ২০১৩ সালে গার্মেন্টস এ জ্বালাও-পোড়াও-ভাঙচুর এর বিরুদ্ধে ব্যবস্থার দায়িত্ব প্রধানমন্ত্রী তাকেই দায়িত্ব দিয়েছিলেন। আর তিনি তাতে সফল হয়েছেন।
‘২০১৩ সালের পরে আর কোথাও গার্মেন্টস-এ জ্বালাও-পাড়াও হয়েছে?’- এমন প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, ‘তাহলে আমি এ উদাহরণ দিতে চাই, আমি এখানে আছি বলে অনেক দুর্ঘটনা কমানোর ব্যাপারে কার্যকর ভূমিকা পালন করছি।’
বাসের অসম প্রতিযোগিতা গ্রহণ করব না
রবিবার বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর পেছনে বাসের যাত্রী তুলতে দুই বাসের প্রতিযোগিতা দায়ী ছিল, এই বিষয়টিও জানতে পেরেছেন মন্ত্রী। বলেন, ‘গতকালকের বিষয়টি খুবই দুখঃজনক। এ ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’
‘প্রতিযোগিতা করতে যেয়ে এটা ঘটেছে বলে পত্র-পত্রিকায় শুনেছি। এই অসম প্রতিযোগিতা আমরা গ্রহণ করব না। আমি গতকালকেও একট কথা বলেছি, সেটা আজকেও বলছি, যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে মালিক-শ্রমিকদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ করতে আমরা রাজি নই। আমরা এর দায়-দায়িত্ব নেব না।’
জাবালে নূর পরিবহনের বাসটি নৌমন্ত্রীর একজন স্বজনের বলে খবর বের হয়েছে গণমাধ্যেমে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানি না ঠিক, আমি জোর দিয়ে বলছি না। এটাতো একটা কোম্পানি। সেখানে ১০ বা ২০ জন মালিক থাকতে পারে। সেখানে আমার কোনো আত্মীয় আছে কি না তা আমার জানা নেই।’
পরিবহন শ্রমিকরা দেশের স্বার্থেই কাজ করে
পরিবহন শ্রমিকরা দেশের স্বার্থে কাজ করে জানিয়ে নৌমন্ত্রী বলেন, ‘শান্তি প্রতিষ্ঠার জন্য যখন প্রধানমন্ত্রী আহ্বান করলেন, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। তখন কিন্তু এই সড়ক-পরিবহন শ্রমিকরাই প্রতিরোধ গড়ে তুলেছিলেন, গাড়ি চালু রেখেছিলেন।’
‘এর জন্য ৯২ জন চালক-হেলপারকে জীবন দিতে হয়েছে। তাই শান্তি প্রতিষ্ঠায় সড়ক-পরিবহন শ্রমিকদের অবদান আছে।’
বিএনপি-জামায়াত জোটের আন্দোলনের সময় সহিংসতার কথা তুলে ধরে নৌ মন্ত্রী বলেন, ‘মালিকদের এক হাজারের মত গাড়ি পুড়িয়েছে, তিন হাজারের মত গাড়ি ভাঙচুর করেছে। তাহলে একটি দেশের প্রতি মালিক-শ্রমিকদের যদি দায়-দায়িত্বই না থাকে, তাহলে আমরা এ ঝুঁকিটা নেব কেন? এই ঝুঁকির মধ্যে আমি কিন্তু যেখানেই গাড়ি পুড়িয়েছে সেখানেই ছুটেছি। বিভিন্ন জায়গায় ছুটে-ছুটে গাড়িগুলো চালু রাখার ব্যবস্থা করেছি।’
২ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

২ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট


ডেস্ক রিপোর্টঃ রাজধানীতে বাসচাপায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তাদের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।
জনস্বার্থে সুপ্রিম কোটের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সোমবার দুপুরে হাইকোটের্র সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন।
রোববার দুপুরের দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। নিহত দুই শিক্ষার্থী হলো শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) ও একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মিম (১৬)।
দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দুই বাসচালক ও দুই সহকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
গতকাল দুর্ঘটনার পরপরই রাস্তায় নেমে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়, পুড়িয়েও দেয়া হয় কয়েকটি গাড়ি। আজও সে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
৭ মাসের অন্তঃসত্ত্বাকে জোরপূর্বক ধর্ষণ

৭ মাসের অন্তঃসত্ত্বাকে জোরপূর্বক ধর্ষণ



মোঃ রাসেল ইসলাম, বেনাপোল: যশোরের ঝিকরগাছা শংকরপুর গ্রামে এক গৃহবধূ মোছাঃ মিতা খাতুন(২০)কে জোর পূর্বক ধর্ষণ করে মুক্তার হোসেন। সে শংকরপুর গ্রামের মোঃ মোস্তাক রিগানের স্ত্রী।
জানা যায়,(০৬/০৭/১৮ শুক্রবার রাত ১ টার সময় মিতা খাতুন বাড়িতে ঘুমিয়ে ছিলেন ওই সময় প্রতিবেশী সদর হোসেনের ছেলে মুক্তার হোসেন (২৮) মুখ চেপে ধরে ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মিতাকে ধর্ষণ করে। লম্পট মুক্তার ধারালো ছুরি দিয়ে মিতার পেটের বাচ্চা কে মেরে ফেলবে বলে হুমকি দেয়।
মিতা খাতুনের স্বামী মোস্তাক বাড়িতে এলে বেহুঁশ অবস্থায় তার স্ত্রীকে দেখতে পায়। প্রতিবেশীরা লম্পট মুক্তার কে ধরতে গেলে সে পালিয়ে যায়। মিতা খাতুনের স্বামী মোস্তাক বলেন রাত ১২ টার সময় আমাদের বাজারে যায়। সে সময় সদর হোসেনের ছেলে মুক্তার হোসেন বাজারে ছিলো। কিছুক্ষন পরে মুক্তারকে আর দেখতে পাইনি।
এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ এর সাথে মুঠো ফোনে কথা বলে জানতে পারি অাসামী মুক্তার পলাতক অাছে। দ্রুত ভাবে আসামী মুক্তারকে আটক করার প্রক্রিয়া চলছে। মামলা নং ১২।
ইসলাম নিয়ে বিভ্রান্তি রোধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ইসলাম নিয়ে বিভ্রান্তি রোধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি-ফাইল
ইসলাম ধর্ম নিয়ে বিভ্রান্তি রোধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ইসলাম পবিত্র ধর্ম, শান্তির ধর্ম। কিন্তু কিছু মানুষের জঙ্গি কর্মকাণ্ডে ইসলাম ধর্ম প্রশ্নবিদ্ধ হচ্ছে। ধর্মকে প্রশ্নবিদ্ধ করার অধিকার কারো নেই। এই ধর্ম নিয়ে কেউ যেন রাজনীতি না করে, নিজেদের স্বার্থে ব্যাবহার না করে সেদিকে খেয়াল রাখতে হবে।
আজ (বুধবার) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ কার্যক্রম-২০১৮ (১৪৩৯ হি.) এর শুভ উদ্বোধন ও হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার হাজিদের সুষ্ঠুভাবে পবিত্র হজ পালন করার সুযোগ করে দিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। হজ ব্যবস্থাপনার ক্রমেই উন্নতি হচ্ছে।
দেশের সার্বিক কল্যাণের জন্য দোয়া কামনার পাশাপাশি হজযাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা হজ পালনে পবিত্র ভূমিতে যাচ্ছেন, দোয়া করবেন যেন আপনাদের খেদমত করার সুযোগ পাই।’
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ এ এইচ এম আল মুতাইরী, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি আবদুস সোবহান ভুঁইয়া ও মহাসচিব শাহাদাত হোসেন তছলিম প্রমুখ।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজারসহ মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন পবিত্র হজ পালন করবেন। আগামী ১৪ জুলাই প্রথম ফ্লাইট শুরু হবে। চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট ও শেষ ফিরতি ফ্লাইট ২৫ সেপ্টেম্বর। সুত্র: জাগো নিউজ
সমাজসেবা অধিদফতরে ৯৬০ জন নিয়োগ বিজ্ঞপ্তি

সমাজসেবা অধিদফতরে ৯৬০ জন নিয়োগ বিজ্ঞপ্তি



সমাজকল্যান মন্ত্রণালয়ের অধীন সমাজ সেবা অধিদফতর নিম্নবর্ণিত 960 টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি.............


আবেদন শুরু  হবে: 15 জুলাই থেকে



রাজধানী এখনও ফাঁকা, ছুটির আমেজ

রাজধানী এখনও ফাঁকা, ছুটির আমেজ




অনলাইন ডেস্ক: 
ঈদের ছুটি শেষ; কিন্তু রাজধানীতে এখনও ছুটির আমেজ। চিরচেনা যানজটের দেখা নেই। রাস্তা ফাঁকা। অফিস-আদালত খুললেও নেই কর্মচাঞ্চল্য। পবিত্র ঈদুল ফিতরের পর প্রথম কর্মদিবস সোমবার রাজধানীর এমন চেহারাই দেখেছেন নগরবাসী। ঈদের ছুটিতে যারা ঢাকা ছেড়েছিলেন, তারা ফিরতে শুরু করলেও বাস-লঞ্চ ও ট্রেন স্টেশনে তেমন ভিড় লক্ষ্য করা যায়নি।
যারা পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপনের জন্য ঢাকা ছেড়েছিলেন, তাদের অনেকেই ঈদের ছুটির সঙ্গে বাড়তি ছুটি নিয়েছেন। তারা এক দুইদিন পর ফিরতে শুরু করবেন।
তবে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে। গণপরিবহনের সংখ্যাও কম। তিনদিন টানা ছুটি শেষে সোমবার সচিবালয় খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল কম। যারা উপস্থিত ছিলেন তাদের কোলাকুলি আর কুশল বিনিময় করতে দেখা যায়। মন্ত্রী ও সচিব পর্যায়ের কর্মকর্তারা সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। 
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমুন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়নন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ধর্মমন্ত্রী মতিউর রহমান ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে মন্ত্রণালয়ে দেখা গেছে।
দেশের প্রধান বাণিজ্যিক এলাকা মতিঝিলে ব্যাংক-বীমা খুললেও লেনদেন হয়েছে কম। অবশ্য কয়েকটি ব্যাংকে গ্রাহকদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল হাতেগোনা। মতিঝিল, দিলকুশা এলাকা ছিল প্রায় ফাঁকা। বেসরকারি প্রতিষ্ঠানগুলো খোলেনি বললেই চলে। 
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, এবারের ঈদে মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছেন। কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। সড়ক ও সেতুমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এই সফলতা এসেছে। এটা সরকারের বড় অর্জন। এছাড়া আবহাওয়া অনেক ভালো ছিল। ঝড়-বৃষ্টিও ছিল না। মানুষের মধ্যে স্বস্তির আমেজ ছিল।