আমরা অনেকেই প্রয়োজনে আবার অনেকে ফ্যাশনের জন্য চশমা ব্যবহার করে থাকি। তবে সানগ্লাসের বদলে চশমা বেশির ভাগ সময় প্রয়োজনেই ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু আমাদের ভুল ব্যবহারের কারণেই অনেক সময় অসাবধানতাবশত চশমার লেন্সে দাগ পড়ে যায়। আর এই সব দাগের জন্য চশমার লেন্স ঘোলা হয়ে যায়।
এবং দেখতে অসুবিধা হয়ে থাকে। চশমার লেন্সে দাগ পরে গেলে হাতের কাছে থাকা উপাদানের সাহায্যে ঝটপট পরিষ্কার করে ফেলতে পারেন। আসুন তাহলে জেনে নিই উপায়গুলো।
নিচে চশমা পরিষ্কারের সহজ একটি প্রক্রিয়া দেওয়া হল:
মাইক্রোফাইবার কাপড় দিয়ে আলতো করে মুছে ফেলুন চশমার গ্লাস। এবার সামান্য টুথপেস্ট লাগান গ্লাসে। চক্রাকারে কয়েক মিনিট ঘষুন। মাইক্রোফাইবার কাপড় দিয়ে ঘষে উঠিয়ে ফেলুন পেস্ট। ঠান্ডা পানি দিয়ে ধুয়েও মুছে নিতে পারেন। ঝকঝকে হবে চশমার লেন্স।
২ চা চামচ বেকিং সোডার সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। তুলার টুকরা দিয়ে লেন্স আগে পরিষ্কার করে নিন। এরপর সোডার পেস্ট লাগিয়ে ধীরে ধীরে ঘষুন। মাইক্রোফাইবার কাপড় দিয়ে পরিষ্কার করে ফেলুন।প্রবাহিত হালকা গরম পানিতে আলতোভাবে লেন্স ধুয়ে নিন।
এরপর লেন্সে ডিশ সোপের মতো হালকা কোনো সাবান মাখুন সতর্কতার সঙ্গে। আবারও গরম পানিতে ধুয়ে নিন। ধোয়ার সময় অবশ্যই নোজ প্যাডসহ পুরো ফ্রেম পরিষ্কার করবেন। তবে সিটরিকভিত্তির ডিটারজেন্ট বা ডিশ সোপ ব্যবহার করবেন না। এ সব লেন্সের জন্য ক্ষতিকর।
0 comments: