ঢাকা-বগুড়া মহাসড়কে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল লতিফ মিলন (২৫) নামে হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে মহাসড়কের শেরপুর উপজেলার ধরমোকাম হাওয়াখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুন্দারহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ কাজল কুমার নন্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বগুড়া থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মালবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকের হেলপার আব্দুল লতিফ মিলন নিহত হন। তিনি দিনাজপুর সদর উপজেলার পশ্চিম শিবরামপুর এলাকার মতিয়ার রহমানের ছেলে।
এঘটনায় ট্রাক দুটি আটকের পর উভয় ট্রাকের চালকের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করেছে হাইওয়ে পুলিশ।
0 comments: