সাভারের আশুলিয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাতরা। এ ঘটনায় রবিন কর্মকার নামের (৩৩) এক ডাকাতকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত ৩টার দিকে আশুলিয়ার দক্ষিণ গৌরীপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই ব্যবসায়ী দক্ষিণ গৌরীপুরের আব্দুল জলিলের ছেলে।
এলাকাবাসী জানায়, গৌরীপুর এলাকার ফারুক টেলিকমের মালিক ফারুক মিয়া (৪২) রাতে একটি দোকানে বিশ্বকাপ খেলা দেখে বাড়ি ফিরছিলেন। এ সময় ডাকাতের একটি দল তাকে আটক করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। তিনি এত বাধা দিলে ডাকাতরা তাকে কুপিয়ে আহত করে।
তবে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে ধাওয়া দিয়ে রবিন নামে এক ডাকাতকে আটক করে আশুলিয়া থানা পুলিশের কাছে সকালে সোর্পদ করে।
আহত ওই ব্যবসায়ীকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহরাব হোসেন বলেন, গৌরীপুর এলাকায় প্রায় ডাকাতি হচ্ছে। মানুষ এখানে আতঙ্কের মধ্যে আছে। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আউয়াল বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
0 comments: