সব শঙ্কা দূর করে অবশেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজ নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোয়ন ফরম কিনেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ রোববার ১১ নভেম্বর দুপুর ১টার দিকে ধানমন্ডি কার্যালয়ে উপস্থিত হয়ে নড়াইল-২ আসনের জন্য মনোনয়ন ফরম কেনেন তিনি।
এবার রাজনীতির মাঠে মাশরাফি একটি নতুন নাম। তবে রাজনীতিতে মাশরাফির পরিচয় নতুন হলেও তাকে একজন অধিনায়ক হিসেবেই দেখছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আজ রবিবার মিরপুরে একাডেমি মাঠে এমনটাই জানিয়েছেন তামিম।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেহেতু এটা ক্রিকেটের বাইরের একটা বিষয়। তাই এই বিষয়ে আমার কিছু না বলাই ভালো। তবে ড্রেসিংরুমে মাশরাফি বিন মর্তুজা আমার কাছে একজন অধিনায়ক। আমি তাকে সেই হিসাবেই দেখতে চাই।’
0 comments: