নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরদিন থেকেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের মনোনয়নপত্র বিক্রির কাজ শুরু করে। এরপর থেকেই দলটির ধানমন্ডি কার্যালয় ও আশপাশ এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
আজ চলছে ৩য় দিনের মত মনোনয়নপত্র বিক্রির কাজ। এদিকে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ রোববার বিকাল সাড়ে ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জানা গেছে এতে ব্রিফ করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার বিষয়ে তারিখ ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
0 comments: