টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচটি হার দিয়েই শুরু করতে হয়েছে বাংলাদেশ নারী দলের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছে জাহানারা-রুমানারা। ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১০৬ রানেই গুটিয়ে দেয় টাইগ্রেস বোলাররা।
কিন্তু এরপরেও উইন্ডিজদের কাছে ৬০ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছে তাদের। তবে বাংলাদেশের বোলিং বিভাগকেই বড় হুমকি মনে করছেন ইংলিশ উইকেট রক্ষক ব্যাটসম্যান লউরেন উইনফিল্ড।
তিনি বলেন, ‘আমার মতো অনেকেই দেখেছে তাঁরা (বাংলাদেশ) কিভাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছে। আমরা জানি বাংলাদেশ আমাদের জন্য কি রকম হুমকি স্বরূপ, বিশেষ করে তাঁদের স্লো বোলার এবং স্পিনাররা। তাই একটি সুযোগ রয়েছে তাঁদের কারণ আমরা সত্যিই এমন কিছুর জন্য প্রস্তুতি নেই নি।’
তিনি আরো বলেন, ‘কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এরা। তাই আমাদের বাংলাদেশের বিপক্ষে মানিয়ে নিতে হবে। আশাকরি উইকেট ভাল হবে, আমরা রান তুলতে পারব এবং জয় নিয়ে মাঠ ছাড়তে পারব।’
0 comments: