bdevent24.com: জাতীয়

Showing posts with label জাতীয়. Show all posts
Showing posts with label জাতীয়. Show all posts
বিডিনিউজ টোয়েন্টিফোর বন্ধের ‘নির্দেশ’

বিডিনিউজ টোয়েন্টিফোর বন্ধের ‘নির্দেশ’



অনলাইন ডেস্ক: 
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট বন্ধের ‘নির্দেশ’ দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।বিডিনিউজের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করা হয়েছে।

এক প্রতিবেদনে বিডিনিউজ টোয়েন্টিফোর জানিয়েছে, “বিটিআরসি থেকে সোমবার বিকালে এই নির্দেশ দেওয়া হয় মোবাইল ফোন ও আইআইজি অপারেটরগুলোকে।”

বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক তৌসিফ শাহরিয়ারের পাঠানো এক ইমেইলে এই নির্দেশ দেওয়া হয় জানিয়ে গণমাধ্যমটি জানায়, এতে কোনো কারণ বলা হয়নি।

“ইমেইলে বলা হয়, কমিশনের সিদ্ধান্তে নিচের লিংকগুলো এখনই ব্লক করার নির্দেশনা দেওয়া হয়।”
“তাতে https://www.bdnews24.com/ এবং https://m.bdnews24.com/ লিংক দুটো বন্ধ করতে বলা হয়েছে।”


এই বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর।


২০০৪ সালে যাত্রা শুরু করে দেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
দেখে নিন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কোন জেলার পরীক্ষা কত তারিখে হবে

দেখে নিন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কোন জেলার পরীক্ষা কত তারিখে হবে



নীলফামারীতে সড়কে ঝরল নয় প্রাণ

নীলফামারীতে সড়কে ঝরল নয় প্রাণ

সৈয়দপুর থানার ওসি মো. শাহজাহান পাশা জানান, উপজেলার ধলাগাছ মতির মোড় এলাকার রংপুর-দিনাজপুর মহাসড়কে রোববার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ রাতে ১০ জনের মৃত্যুর খবর জানালেও সকালে নয়জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেন।
নিহতরা হলেন- সৈয়দপুর উপজেলার চওড়াবড়গাছা ইউনিয়নের নতিবাড়ী গ্রামের নতিবাড়ী কাঞ্চনপাড়ার রুবেল আহমেদ, রাব্বী হোসেন, সাজেদুল ইসলাম,খায়রুল ইসলাম, একই ইউনিয়নের আরাজী দৌলুয়াপাড়ার ডালিম চন্দ্র রায়, ময়নুল হক, শামীম হোসেন, ধোপাডাঙ্গা পাড়ার বিধান চন্দ্র রায় ও মিজানুর রহমান। তাদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে বলে পুলিশ জানায়।

আহতদের মধ্যে আটজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর পিকআপ ভ্যানের চালকসহ বাকিদের ভর্তি করা হয়েছে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে।
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, হতাহতের বাড়ি নীলফামারী সদর উপজেলার চওড়াবড়গাছা ইউনিয়নের নতিবাড়ি এলাকায়। নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি শাহজাহান বলেন, দিনাজপুরের একটি পিকনিক স্পট থেকে কয়েকজন যুবক একটি পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে একটি বাস পেছন দিক থেকে পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিলে পিকআপটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়।
খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ও সৈয়দপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা গিয়ে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে আটজনের লাশ উদ্ধার করে।
আহত অবস্থায় ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
প্রত্যক্ষদর্শী ধলাগাছ মতির মোড়ের সুরতুজ্জামান জানান, ২৫ থেকে ৩০ জন যাত্রী নিয়ে পিকআপটি সৈয়দপুর বাসটার্মিনাল এলাকা থেকে দ্রুতগতিতে নীলফামারী যাচ্ছিল। ওই ছোট পিকআপে গাদাগাদি করে দাঁড়িয়ে ডেক সেট বাজিয়ে হৈ-হুল্লোড় করছিল যাত্রীরা।
তিনি বলেন, “ধলাগাছ মতির মোড়ে ২০ গজে আসতেই বিকট শব্দ শুনতে পেয়ে এগিয়ে গিয়ে দেখি ওই পিকআপের সবাই সড়কের ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।”
এদিকে দুর্ঘটনার পর রংপুর-দিনাজপুর মহাসড়কে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে বলে পুলিশ সুপার আশরাফ জানান।
তিনি বলেন, পিকআপটি উদ্ধার করে থা
আজ উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হবে বিশ্বকাপ, যা যা থাকছে উদ্বোধনী অনুষ্ঠানে

আজ উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হবে বিশ্বকাপ, যা যা থাকছে উদ্বোধনী অনুষ্ঠানে

আজ থেকে শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপের জমজমাট আসর। আজ জমকালো উদ্বোধনীর মাধ্যমে শুরু হতে যাচ্ছে ২০১৮ ফুটবল বিশ্বকাপ। রাশিয়া বনাম সৌদি আরবের মধ্যে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আধা ঘণ্টা পূর্বেই মস্কোতে শুরু হবে এ অনুষ্ঠান, বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই থাকছে রাশিয়ানদের ইতিহাস আর ঐতিহ্যের প্রদর্শনী। নিজেদের সংস্কৃতির অতীত এবং বর্তমান তুলে ধরবেন রাশিয়ার শিল্পীরা। দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৫০০ জন শিল্পী অংশ নিবেন এ অনুষ্ঠানে।
এরপর মঞ্চে আসবেন ব্রিটেনের বিখ্যাত পপ স্টার রবি উইলিয়ামস। উইলিয়ামস মূলতঃ ব্যান্ড দলে নিয়মিত গান করে বেড়ালেও সিঙ্গেল ট্র্যাকের জন্যই বেশি সমাদৃত। এখন পর্যন্ত বিভিন্ন পুরষ্কারে ভূষিত হওয়া উইলিয়ামসের সাথে মঞ্চ মাতাবেন রাশিয়ান বিখ্যাত উচ্চাঙ্গশিল্পী এইডা গারিফুলিনা।
এরপর বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে মঞ্চে আসবেন দুইবারের বিশ্বজয়ী ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার রোনালদো নাজারিও ডি লিমা।
বিশ্বকাপের মত এত বড় মঞ্চে গান গাওয়ার পূর্বে দারুণ শিহরিত রেকর্ড ১৮ বারের মত ব্রিট অ্যাওয়ার্ড জয়ী রবি উইলিয়ামস। তিনি বলেন, ‘আমি সত্যিই দারুণ আনন্দিত আর খুশি যে আমি আবার রাশিয়ায় ফিরছি। তাও আবার এমন একটি অনুষ্ঠানে। আমি এর আগেও অনেক বড় বড় মঞ্চে গান গেয়েছি, তবে ৮০ হাজার দর্শকের সামনে বিশ্বকাপ উপলক্ষ্যে পারফর্ম করা সত্যিই সকলের ছোটবেলার স্বপ্ন থাকে।’
রবি উইলিয়ামস মঞ্চ ছাড়ার সাথে সাথেই এবারের বিশ্বকাপের থিম সং ‘লিভ ইট আপ’ নিয়ে আসবেন যুক্তরাষ্ট্রের অভিনেতা-সঙ্গীতশিল্পী উইল স্মিথ, নিকি জ্যাম আর এরা এস্ত্রাফি। তারপর সম্ভবত উইল স্মিথ তার নিজের কণ্ঠের জনপ্রিয় গান ‘ওয়েলকাম টু মায়ামির’ পরিবর্তে ‘ওয়েলকাম টু মস্কো’ নামে গাইবেন। যদিও এটি নিশ্চিত নয়, তবে ইতিমধ্যেই টুইটারে তার অনেক ফ্যান অনুরোধ জানিয়েছেন মঞ্চে এভাবে গানে পারফর্ম করতে।
এখানেই চমকের শেষ নয়। বিশ্বকাপ টুর্নামেন্ট কমিটি বলেছে, এবারের আয়োজনে পুরোটাই থাকবে সঙ্গীতকেন্দ্রিক। অনুষ্ঠান শেষের আগে মঞ্চে উঠবেন ৯০ এর দশকের কিংবদন্তী অপেরা শিল্পী প্লাসিদো ডমিঙ্গো। তার সাথে মঞ্চ মাতাবেন পেরুর উচ্চাঙ্গ শিল্পী হুয়ান ডিয়েগো ফ্লোরেজও।
যেসব টিভি চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপ ফুটবল

যেসব টিভি চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপ ফুটবল

অবশেষে ক্ষণ গণনা শেষ। জমজমাট উদ্বেধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে আজ পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের। বিশ্বসেরা হওয়ার এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে বিশ্বের ৩২টি দল। ম্যাচ হবে মোট ৬৪ টি। এই ম্যাচ গুলো দেখা যাবে বিভিন্ন বাংলাদেশের টেলিভিশনের পর্দায়।
এবারের বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখা যাবে বাংলাদেশের মাছরাঙা টিভি ও নাগরিক টিভিতে। তাছাড়া বাংলাদেশ টেলিভিশনও কিছু কিছূ ম্যাচ সম্প্রচার করা হবে।
মাছরাঙা টিভিতে প্রতিটি ম্যাচ শুরুর আগে থাকবে ম্যাচ বিশ্লেষণ, পরিসংখ্যানসহ নানা তথ্য নিয়ে সরাসরি অনুষ্ঠান ‘কিক অফ’। আর খেলা শেষ হওয়ার পর হাইলাইটস তো থাকছেই।
আর নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে ৫৬টি খেলা। বাকি খেলাগুলো ধারণ করে সম্প্রচার করা হবে। এর বাইরে খেলোয়াড়দের বিশ্লেষণ ও বিভিন্ন খেলার আপডেট থাকবে।
ফিফার ২১তম আসরের প্রথম দিনে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে এশিয়ার প্রতিনিধি সৌদি আরব। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়।
প্রথম ম্যাচটি মাঠে গড়ানোর আধা ঘন্টা আগে অর্থাৎ রাত সাড়ে ৮টায় ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। উদ্বোধনী কনসার্টে বিখ্যাত তারকা রবি উইলিয়ামস থাকছেন। এছাড়াও রাশিয়ান গায়িকা এইডা গরিফুল্লিনা থাকছেন। এছাড়াও থাকছেন ব্রাজিলকে দুবার বিশ্বকাপ জেতানো তারকা ফুটবলার রোনালদো।
বিশ্বকাপ দেখতে গরু বেচে প্রজেক্টর কিনলেন ব্রাজিল সমর্থক

বিশ্বকাপ দেখতে গরু বেচে প্রজেক্টর কিনলেন ব্রাজিল সমর্থক

নাটোরে ব্রাজিল দলের সমর্থক দিনমজুর রফিক মিয়া নিজের একমাত্র সম্বল গাভী বিক্রি করে খেলা দেখার জন্য প্রজেক্টর কিনে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন।
নাটোরে ব্রাজিল ফুটবল দলের সমর্থক দিনমজুর রফিক মিয়া নিজের একমাত্র সম্বল গাভী বিক্রি করে খেলা দেখার জন্য প্রজেক্টর কিনে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন।
এলাকাবাসীরা জানান, নাটোর সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এতিম মোড়ের কৃষক রফিক মিয়া বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল দলের অন্ধ সমর্থক। এলাকায় খেলা বড় পর্দায় দেখানোর জন্য নিজের একমাত্র সম্বল গাভীটি স্থানীয় হাটে ৪০ হাজার টাকা বিক্রি করেন। গাভী বিক্রির সেই টাকার মধ্যে ৩৭ হাজার টাকা দিয়ে তিনি প্রজেক্টর কিনে এলাকায় সাড়া ফেলে দেন।
একজন দিনমজুরের এমন কাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে দিনমজুর রফিক জানান, তিনি ব্রাজিল ফুটবল দলের ভক্ত। তার মতো এলাকায় অনেক ব্রাজিল ভক্ত আছেন, যাদের খেলা দেখার জন্য টিভি নেই। তাই তাদের বড় পর্দায় খেলা দেখানোর জন্য প্রজেক্টর কিনেছেন।
সূত্র: প্রিয়.কম।
পাশে আছি আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাশে আছি আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ




জয়পুরহাট প্রতিনিধিঃ ১৪ জুন, 
জয়পুরহাটে ঈদকে সামনে রেখে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে “পাশে আছি আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের” উদ্যোগে ৩০ জন হত দরিদ্রদের মাঝে এসব ঈদ সামগ্রী বিররণ করা হয়। বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি খ.ম আরাফ রহমান, সাধারণ সম্পাদক তানজীল হোসেন শুভ, সাংগঠনিক সম্পাদক গোলাম সাকলায়েন সিজার। 


এসময় উপস্থিত ছিলেন, সরকার তানভীর আহমেদ তানিম, সাকিয়া প্রাপ্তি, জাওয়াদ আঙ্কুস, তুষার রায়, মিজানুর রহমান, সোহাগ হোসেন, রাতুল হাসান জয়সহ আরো অনেকে। 



সংগঠনের সভাপতি খ.ম রনি জানান, আগামী দিনে তারা আরও পরিশরে দরিদ্রদের সাহায্য করতে চান। এজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 

 এসএসসি’তে দুইবার ফেল করা ছাত্রটিই বিসিএসে প্রথম! । bdevent24.com

এসএসসি’তে দুইবার ফেল করা ছাত্রটিই বিসিএসে প্রথম! । bdevent24.com









অনলাইন ডেস্ক:
তাইমুর শাহরিয়ার ৩৩তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম হয়েছেন। হতেই পারেন, সেটাই স্বাভাবিক। তবে গল্পটি কিন্তু সহজ নয়। এসএসসিতে দুই বার অকৃতকার্য হয়েও হাল ছাড়েননি তিনি। অবশেষে ছিনিয়ে নিয়েছেন এই মর্যাদা। পাঠকদের জন্য আজ জানাবো স্বপ্ন ছিনিয়ে আনার সেই গল্প_ পঞ্চম ও অষ্টম শ্রেণিতে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন তাইমুর। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বরাবরই ছিলেন প্রথম। অথচ এসএসসি পরীক্ষায় রসায়ন বিষয়ে অকৃতকার্য হলেন। ২০০১ সালে অনাকাঙ্ক্ষিত ফলাফল শুনে ঘাবড়ে যাওয়াই স্বাভাবিক।

আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীরা হতবাক। তাইমুরের ভাষায়, আমার তখনকার অনুভূতিটাও বলে বোঝানো যাবে না। এটা সম্ভবও না। তবুও সবার সান্ত্বনা নিয়ে পরবর্তী বছর পরীক্ষা দিলেন তাইমুর। কিন্তু প্রথম বছরের মতোই পরিণতি ডেকে এনেছে ভাগ্য। আবারও রসায়নে ফেল। জীবনের এমন হতাশার মুহূর্তে তাইমুরের বাবা মো. মোতালেব হাওলাদার নান্নুর কয়েকটি কথাকে পুঁজি করে অপেক্ষা করতে হয়েছিল।
তাইমুরের বাবা বলেছিলেন, ‘জ্বলার মতো আগুন থাকলে, একদিন তা জ্বলে উঠবেই। দেরিতে হলেও। প্রতিভা থাকলে, তা একদিন প্রকাশ পাবেই। তাই ঘাবড়ানোর কিছু নেই।’ তাইমুর অবশেষে ২০০৩ সালে বরগুনার আমতলী এম ইউ মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ ৩.৭৫ নিয়ে পাস করলেন। এরপর আমতলী ডিগ্রি কলেজ থেকে ২০০৫ সালে এইচএসসিতে জিপিএ ৪.৮০ পেয়ে উত্তীর্ণ হন। তবে এতো কিছুর পরও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পান। অবশেষে ২০০৯ সালে অনার্স এবং ২০১০ সালে মাস্টার্স শেষ করেন। ততদিনে ফলাফল বিপর্যয়ের ঘটনাটি অতীত। এরপর থেকে পুরোদমে চলতে থাকে বিসিএস পরীক্ষার প্রস্তুতি। ৩১তম বিসিএসে অংশ নিয়ে লিখিত পরীক্ষায় টিকলেও পরবর্তী ধাপ অতিক্রম করতে পারেননি। ৩২তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ হয়নি। অবশেষে ৩৩তম বিসিএসে অংশ নেওয়া তাইমুরের আত্মবিশ্বাস ছিলো আকাশচুম্বী।
দুই বার ফেল করা ছাত্রটি এবার বিসিএস পরীক্ষায় তুমুল আত্মবিশ্বাসের সাথে নিজেকে উপস্থাপন করেন। পছন্দ তালিকার প্রথমে পুলিশ ক্যাডার এবং দ্বিতীয়টি প্রশাসন ক্যাডারে থাকলেও তাইমুরের ভাগ্যে ছিল শিক্ষা ক্যাডারে প্রথম হওয়ার গৌরবময় স্থান! অবশেষে তিনি শিক্ষা ক্যাডারে প্রথম হয়ে সবাইকে চমকে দিলেন।

শিক্ষা ক্যাডারে প্রথম হওয়ার পর তাইমুরের প্রথম কর্মস্থল ছিল বরগুনা সরকারি মহিলা কলেজ। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক হিসেবে আড়াই বছর চাকরি শেষে গত বছরের ১ মার্চ বদলি ভিত্তিক পদায়নে ঢাকার সরকারি কবি নজরুল কলেজে আসেন। সফলতা সম্পর্কে তাইমুর শাহরিয়ার বলেন, ‘সাময়িকের জন্য আমি হয়তো মচকে গিয়েছিলাম কিন্তু ভেঙে পড়িনি। বাকিটা আত্মবিশ্বাস আর সাধনার ফল।’ সূত্র: নিউজ 24

 একাদশে ভর্তির প্রথম তালিকা প্রকাশ

একাদশে ভর্তির প্রথম তালিকা প্রকাশ

প্রাথমিকে আরও ১২ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি শিঘ্রই । bdevent24.com

প্রাথমিকে আরও ১২ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি শিঘ্রই । bdevent24.com




অনলাইন ডেস্ক: 
সরকারি প্রাইমারি স্কুলগুলোতে নতুন করে ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। জুনের শেষ দিকেএ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সভায় সভাপত্বিত করেন ডিপিইর মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল।ডিপিই সূত্রে জানা গেছে, সারাদেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৪ হাজার ৮২০টি। এর মধ্যে প্রায় ২০ হাজার স্কুলে প্রধান শিক্ষক নেই। ২০ হাজারেরও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এসব শূন্য পদ পূরণে রাজস্ব খাতে নতুন করে ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
 জানা গেছে, চলমান শিক্ষক নিয়োগ পরীক্ষার মাধ্যমে ১০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নতুন করে আরও ১২ হাজার শিক্ষক নিয়োগ দিয়ে শূণ্য পদ পূরণ করা হবে। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জুনের শেষের দিকে প্রকাশ করা হবে।
 নিয়োগের বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্ততরের অতিরিক্ত মহাপরিচালক মো. রমজান আলী বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তার মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শূন্য পদগুলো পূরণে নতুন নিয়োগ কার্যক্রম রয়েছে। ২০১৪ সালের স্থগিত হওয়া ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রমও চলছে।
আগামী জুলাইয়ের মধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষ করা হবে। এ নিয়োগ প্রক্রিয়া চলমান অবস্থায় রাজস্ব খাতে নতুন করে আরও ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় রাজস্ব খাতে  শূন্য শিক্ষক পদ, প্রয়োজন অনুযায়ী সৃষ্ট পদ, প্রাক-প্রাথমিক স্তর মিলিয়ে আগামী পাঁচ বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেড় লাখের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে কিশোর খুন

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে কিশোর খুন



গাজীপুর প্রতিনিধিঃ 
গাজীপুরের কাপাসিয়ায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে মামুন (১৮) নামে এক কিশোর খুন হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার আড়াল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কিশোর শাওন বর্মণকে (১৭) আটক করেছে।

হত মামুন আড়াল গ্রামের মৃত ফরিদ আহমদের ছেলে এবং আটক শাওন বর্মণ একই এলাকার পরিদাশ বর্মণের ছেলে।
কাপাসিয়া থানার ইন্সপেক্টর (অপরাশেন) মনিরুজ্জমান খান ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে আড়াল গ্রামে স্থানীয় ১৫/২০ যুবক ও কিশোর ক্রিকেট খেলছিল। খেলায় রান সংগ্রহ নিয়ে মামুন ও শাওনের মধ্যে ঝগড়া হয়। খেলা শেষ হলে সন্ধ্যায় শাওন ছুরি দিয়ে মামুনের বুকে আঘাত করে।
মামুনের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ঘটনায় সঙ্গে জড়িত কিশোর শাওন বর্মণকে আটক করা হয়েছে বলে জানান, ইন্সপেক্টর মনিরুজ্জমান খান। লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
যারা ভুয়া বাজেট বলছে তাদের দেশপ্রেম জিরো: অর্থমন্ত্রী । বিডি ইভেন্ট 24

যারা ভুয়া বাজেট বলছে তাদের দেশপ্রেম জিরো: অর্থমন্ত্রী । বিডি ইভেন্ট 24


ডেস্ক রিপোর্ট :অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাজেট কী করে ভুয়া হয়? যারা ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ভুয়া বলছেন তাদের দেশপ্রেম জিরো (শূন্য)।
শুক্রবার রাজধানীর ওসমানী মিলনায়তনে বাজেট বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল, তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, অনলাইনে কেনা-বেচার ওপর করারোপ করা হয়নি।
এবারের বাজেট তেলা মাথায় তেল দেয়া এবং গরীব ও মধ্যবিত্তদের আরও বিপদে ফেলার বাজেট এমন বক্তব্যে ক্ষুব্ধ হন অর্থমন্ত্রী।তিনি বলেন,  দেশে দারিদ্র্যতা বাড়ছে না। এসব মিথ্যা। এসব প্রশ্নের উত্তর দিতেও লজ্জা হয়। ইট’স এ সিম্পল স্টেটম্যান্ট অব ফলসহুড। আপনারা দেশের পরিবর্তন স্বীকার করছেন না। দেশে বর্তমানে ২২.৪ শতাংশ লোক গরীব। একসময় এটি ছিল ৭০ শতাংশ।
এবারের বাজেটে প্রসাধনী পণ্যের ওপর কর বসানো হয়েছে। এটা ভোটব্যাংকে কোনো প্রভাব ফেলবে কী না জানতে চাইলে উত্তর দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। একটি কবিতার কয়েক লাইন আবৃত্তি করে তিনি বলেন, একটু কম প্রসাধনী ব্যবহার করলে দেখতে যে খারাপ লাগবে বিষয়টি সেরকম নয়।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বিরক্ত হয়ে উত্তর দেয়া বন্ধ করে দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, আপনারা মুখে বলছেন না, কিন্তু বোঝাতে চেয়েছেন কিছুই হয়নি। আপনারা বাজেটটাকে গ্রহণই করতে চাইছেন না। কতগুলো প্রশ্ন নিয়ে এসেছেন এবং সেগুলোই বলছেন।
৩ মামলায় হাই কোর্টে খালেদার জামিন আবেদন

৩ মামলায় হাই কোর্টে খালেদার জামিন আবেদন

সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে বলে খালেদার অন্যতম আইনজীবী মাসুদ রানা জানান।
খালেদার আরেক আইনজীবী মো. এহসানুর রহমান জানিয়েছেন, হাই কোর্টের ওই বেঞ্চের অনুমতি নিয়েই তারা রোববার সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার জামিনের আবেদন করেন। 
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা গত ৮ ফেব্রুয়ারি থেকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে বন্দি।
আপিল করায় ওই মামলায় তিনি সর্বোচ্চ আদালত থেকে চার মাসের জামিন পেলেও তার মুক্তি আটকে আছে আরও কিছু মামলায় গ্রেপ্তার থাকার কারণে।
এর মধ্যে কুমিল্লার দুই মামলায় বাস পুড়িয়ে মানুষ হত্যা এবং বিস্ফোরক দ্রব্যের অবৈধ ব্যবহারের অভিযোগ রয়েছে। আর নড়াইলের মামলাটি হয়েছে মানহানির অভিযোগে।
ঝিনাইদহে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ঝিনাইদহে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩




অনলাইন ডেস্ক: বল বর্ষণের মধ্যে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঝিনাইদহে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কনক কুমার দাস জানান, আজ বুধবার বেলা আড়াইটার দিকে জেলা শহরের কাছে লাউদিয়ায় হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম আসলাম। বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি। অন্য হতাহতদের নাম-পরিচয়ও পুলিশ তাৎক্ষণিকভাবে বলতে পারেনি।
পুলিশ কর্মকর্তা কনক কুমার বলেন, আজ বুধবার বেলা আড়াইটার দিকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এছাড়া অটোরিকশার আরও ছয় যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রেমিককে দিয়ে স্বামী হত্যার ভয়ঙ্কর তথ্য দিল রাজিয়া ! bdevent24

প্রেমিককে দিয়ে স্বামী হত্যার ভয়ঙ্কর তথ্য দিল রাজিয়া ! bdevent24


টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. শামীমকে হত্যা করিয়েছে তার স্ত্রী রাজিয়া বেগম। দুই যুবকের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল রাজিয়ার। তাদের নিয়েই স্বামীকে হত্যার পরিকল্পনা করে সে।
শামীম হত্যায় গ্রেফতার সুজন ও তার সহযোগী আবদুর রহিমের দেওয়া জবানবন্দির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে সুজনের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল রাজিয়ার। তার আরেক প্রেমিককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। রোববার সুজন ও রহিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর গোপালপুরের নিজ বাড়ি থেকে রাজিয়াকে গ্রেফতার করা হয়েছে।
রোববার টাঙ্গাইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাওরীন মাহমুদ ও আরিফুল ইসলামের আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয় সুজন ও রহিম। এদের মধ্যে সুজন গোপালপুর উপজেলার বাসকাইল গোইজারপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে এবং রহিম একই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ওসি অশোক কুমার সিংহ জানান, ২০১৬ সালে ১৭ আগস্ট শামীম গোপালপুর থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এক সপ্তাহ পর ২৪ আগস্ট গোপালপুরের বৈরান নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী রাজিয়া ২৬ আগস্ট অজ্ঞাতনামা কয়েক ব্যক্তিকে আসামি করে গোপালপুর থানায় মামলা করেন। পরে মামলাটি টাঙ্গাইল গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়।
ওসি অশোক কুমার সিংহ জানান, গ্রেফতার সুজন ও রহিম জবানবন্দিতে আদালতকে জানায়, রাজিয়া পরকীয়ায় আসক্ত ছিল। তার পরিকল্পনায় শামীমকে হত্যা করা হয়েছে। ওইদিন শামীম বাড়ি থেকে ঢাকার সাভারের হেমায়েতপুরে গিয়েছিলেন। সেখান থেকে তাকে মোবাইল ফোনে ডেকে এনে জুয়া খেলার কথা বলে গোপালপুরের বৈরান নদীর পাশে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ছুরি দিয়ে হত্যা করা হয়। পরে লাশ বৈরান নদীর কচুরিপানার নিচে ঢেকে রাখা হয়।
ওসি জানান, রাজিয়ার সঙ্গে সুজন ছাড়াও আরেকজনের পরকীয়ার সম্পর্ক ছিল। তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হচ্ছে না। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। হত্যায় জড়িত এমন সাক্ষ্যপ্রমাণ পাওয়ায় রাজিয়াকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।-জুম বাংলা।
বেপরোয়া চালকরা বিকারহীন, দুষলেন মালিকের ‘টার্গেটকে’ | bdevent24

বেপরোয়া চালকরা বিকারহীন, দুষলেন মালিকের ‘টার্গেটকে’ | bdevent24




যাদের জমা নির্দিষ্ট করা নেই তাদের কেউ বেশি ভাড়া উঠিয়ে নিজের ভাগের অংক বড় করা, আবার কেউ মালিককে সন্তুষ্ট করতে রাস্তায় প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার কথা জানিয়েছেন।
তাদের ভাষ্য মতে, ঢাকার বেশিরভাগ রুটের বাসের জমার টাকা মালিকরা নির্ধারণ করে দেন। আবার কিছু পরিবহন তাদের আয় হিসেব করে মোট যাত্রী পরিবহনের উপর (পথে চেকারদের দেওয়া হিসাব-ওয়ে বিল)। সেখানেও যাত্রী বেশি তোলার জন্য মালিকপক্ষের চাপ থাকে।
প্রতিযোগিতা করতে গিয়ে এক বাসের সঙ্গে আরেক বাসের ঠোকাঠুকি, সংঘর্ষ নিত্যদিনের ঘটনা। এ কারণে বেশিরভাগ পরিবহনের বাসের গায়ের রং চটে গেছে। খুলে গেছে বাম্পার, সংকেত বাতি। প্রায়ই ভাঙছে ভিউ মিরর।
অন্যদিকে মালিকরা দুষছেন চালকদের। তারা বলছেন, ভালো চালকের যেমন অভাব রয়েছে, পাশাপাশি চালকদের মাদকাসক্তিও দুর্ঘটনার কারণ।
এই মাসের প্রথম দিকে কারওয়ানবাজারে দুই বাসের পাল্লার মধ্যে পড়ে বাম হাত হারান তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান তিনি।
এভাবে দুর্ঘটনায় আহত হয়ে রাজীবের মৃত্যু তুমুল আলোচনার জন্ম দিলেও তার কোনো প্রভাব নেই চালকদের মধ্যে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে রামপুরায় প্রগতি সরণিতে আড়াআড়ি করে বাস রেখে যাত্রী তুলছিলেন অনাবিল পরিবহনের এক চালক। এ বাসের গায়ের রং চটে গেছে। বাম্পার খুলে গেছে অনেক জায়গায়। হেডলাইট ছাড়া সামনে পেছনে আর একটি বাতিও নেই।
জানতে চাইলে চালক শিপন বলেন, অন্য বাসের সঙ্গে পাল্লা দিতে গিয়ে গাড়ির এই হাল হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় ডানপাশের জানালা দিয়ে বারবার পেছনে তাকাচ্ছিলেন শিপন।
“পিছনের গাড়ি আগে গেলে ‘গ্যাপ খাইয়া’ ফালাইব,” চোখেমুখে তাড়াহুড়া নিয়ে বলছিলেন তিনি।
বাসের এ অবস্থার জন্য মালিক কিছু বলে কি না- জানতে চাইলে শিপন বলেন, “হের দরকার টাকা। আর গাড়ি কি রাস্তায় সাজাইয়া রাখনের লাইগা আনছে? একটু হইবোই।”
তিনি দাবি করেন, যাত্রীদের যেন কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রেখেই অন্য বাসের সঙ্গে প্রতিযোগিতা করেন তারা।
সকালে কুড়িল এলাকায় পাল্লা দিয়ে চালানোর অপরাধে সদরঘাট-গাজীপুর রুটের সুপ্রভাত পরিবহনের দুটি বাস আটকে ২২০০ টাকা করে জরিমানা করে ট্রাফিক পুলিশ।
একটি বাসের চালক রাব্বী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাস্তায় গাড়ি চললে এরম পারাপারি (পাল্লা দেওয়া) হইবোই।”
মালিকের জমা ও রাস্তার খরচ উঠিয়ে নিজেদের ভাগেরটা পান জানিয়ে তিনি বলেন, “মালিকের টার্গেট তিন হাজার ৮০০ টাকা। তেল লাগে চার হাজার টাকা। এরপর রাস্তার চান্দা, খাওয়া-দাওয়া মিল্লা আরও ১৫০০ টাকা। এরপর যা আহে তা দিয়া নিজেগো বেতন।”
বেলা ১২টার দিকে বিমানবন্দর সড়কের কুড়িল বিশ্বরোড বাসস্ট্যান্ডে প্রজাপতি পরিবহনের বাসের পেছনের বাম্পারে ধাক্কা দিচ্ছিল তেঁতুলিয়া পরিবহনের বাস। এক পর্যায়ে বাসটি প্রজাপতির বাসের বাঁ দিকে ঢুকিয়ে দিয়ে আগে যেতে চায়। সেখানে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা যাত্রীরা অনেকটা পেছনে সরে আসেন।
এভাবে প্রতিযোগিতার কারণ জানতে চাইলে তেঁতুলিয়া পরিবহনের বাসের চালকের সহকারী নুরুন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে গেলে যাত্রী বেশি পাওয়া যায়। আমদানি বেশি দেখানো যায়। মালিকরা বোনাস-টোনাস দেয়। আমারও কিছু ইনকাম হয়।”
চালকদের এ অসুস্থ প্রতিযোগিতার জন্য প্রায়ই বিপদে পড়তে হয় বলে জানান ফার্মগেইট যাওয়ার জন্য সেখানে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা আলমাস আলী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরা প্রায় সব সময়ই এমন করে। মনে হয় গায়ের ওপর উঠিয়ে দেবে। বাস থেকে নামার সময়ও দেখা যায়, পাশ থেকে আরেক গাড়ি চেপে ধরে। এদের কারণে প্রায়ই বিপদের মুখে পড়তে হয়।”

দুপুরে মিরপুর ‌১০ নম্বর গোলচত্বরে দেখা যায়, কোনো বাসের চালক অন্য বাসকে আগে যেতে দিতে চাইছেন না। সড়কজুড়ে দুই-তিন সারি করে বাস দাঁড় করিয়ে রেখেছেন তারা। কোনো বাস পেছন থেকে, কোনোটি বাঁ পাশ থেকে সামনে থাকা বাসকে ধাক্কা দিচ্ছে।
এসব বাসের মধ্যে আজিমপুর থেকে মিরপুর রুটের মিরপুর লিঙ্ক পরিবহনের বাসও ছিল। তার একটির চালক নাসির উদ্দিন বলেন, মালিকের ‘ইনকাম’ বাড়ানোর আশায় নিজেদের মধ্যে এই প্রতিযোগিতা করেন তারা।
“আমাগো এই লাইনে কোনো পরিবহনেরই টার্গেট দেওয়া নাই। কিন্তু একই কোম্পানিতে বিভিন্ন মালিকের গাড়ি চলে। আমদানি কম হইলে মালিক কয়, ‘হের আমদানি বেশি, তোর কম ক্যান?’ ইনকাম বাড়ানের লাইগা অন্য বাসের লগে পাল্টাপাল্টি করতে হয়।” 
প্রতিযোগিতা করতে গিয়ে বাসের ক্ষতি হওয়ার কথা স্বীকার করেন গাবতলী-রামপুরা রুটের আলিফ পরিবহনের বাসের চালক মোহাম্মদ মিজান।
“এই রুটে গাড়ি চালাই কমিশন হিসাবে। এক হাজার টাকায় আমি ১১০ টাকা পাই। হেল্পার পায় ৭০ টাকা। এখন আমরা কী করুম? এ্যামনে গাড়ি চালাইলে অন্য গাড়ির লগে ধাক্কাধাক্কি করা লাগে। গাড়ির রং উইঠা যায়। লুকিং গ্লাস ভাঙ্গে প্রায় প্রত্যেকদিন।”
মালিকরা ‘টার্গেট’ পদ্ধতি উঠিয়ে দিলে প্রতিযোগিতা এমনিতেই কমে যাবে বলে মনে করেন দেওয়ান পরিবহনের চালক আবদুস সালাম।
তিনি বলেন, “আমি চাইর মাস রাইদা পরিবহনের গাড়ি চালাইছি। ওই খানে কোনো টার্গেট আছিল না। তিন মাসে গাড়িতে একটা আঁচড়ও লাগে নাই।”
চালকদের এ অভিযোগ সব ক্ষেত্রে ঠিক নয় বলে দাবি করেন তেঁতুলিয়া পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আবদুল ওয়াদুদ মাসুম। তিনি দোষ দিচ্ছেন চালকদেরই।
ওয়াদুদ বলেন, “আমাদের একটা টার্গেট থাকে, ঠিক আছে। কিন্তু প্রতিযোগিতা করে ইনকাম করা এক জিনিস, আর প্রতিযোগিতা করে মানুষ মারা, অন্য গাড়িকে ধাক্কা দেওয়া সেটা আরেক জিনিস। তারা যদি দুই থেকে তিন মিনিট গ্যাপে যায় তাহলে যাত্রী এমনিতেই পাবে। কিন্তু তারা আগে যেতে চায় বলেই সমস্যাগুলো তৈরি হয়। এই প্রতিযোগিতা করে তো আমাদের ট্রিপ বেশি দিতে পারছে না।”
দক্ষ চালকের অভাবে এই সমস্যা হচ্ছে বলে মনে করেন এই বাস মালিক।
“বছরে একটা গাড়ি চারবার মেরামত করতে হয়। মূল সমস্যা হচ্ছে, এখন আর ভালো ড্রাইভার তৈরি হচ্ছে না। ভালো ড্রাইভার হলে এ ধরনের সমস্যা অনেকটা কমে যেত।”

গন্তব্যে যেতে চলন্ত বাসে ঝুঁকি নিয়ে উঠছেন যাত্রীরা। ছবি: আসিফ মাহমুদ অভি
বেপরোয়া বাস চালানোর জন্য চালকদের ‘মাদকাসক্তিকে’ দায়ী করেন প্রচেষ্টা পরিবহনের মালিক মেহেদী হাসান বেলাল।
ঢাকায় গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে গত সপ্তাহে মালিক-শ্রমিকদের এক বৈঠকে তিনি বলেন, “চালকরা মাদক ও নেশায় নিমজ্জিত। তাদের এই বিষয়ে বোঝাতে হবে। জীবন, সংসার ও সঞ্চয়ের প্রতি তাদের আগ্রহী করতে হবে।”
কলেজছাত্র রাজীবের মৃত্যু নগরের গণপরিবহনের বিশৃঙ্খলার ফল বলে মন্তব্য করেন পরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন।
“আমি তো মনে করি তাই। ছেলেটা মারা গেল দুটি বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে।”
ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের সাবেক এই নির্বাহী পরিচালকের মতে, রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে রুট পুনর্বিন্যাসের বিকল্প নাই।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন ২৪২টা রুটে বাস চালাচ্ছে মালিকরা। নতুন পদ্ধতি চালু হলে রুটের সংখ্যা হবে ছয়টি। এটা হলে পরিবহনগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা কমে যাবে। সব প্যাসেঞ্জারই সব বাসে চড়তে পারবে। অপারেটররা যাত্রী এখন যেমন নিচ্ছে তেমনই নেবে, কিন্তু কেউ কারও সঙ্গে কম্পিটিশনে যাবে না।”
কানাইঘাটে একটি অসহায় পরিবারকে ঘর তৈরি করে দিলেন এএসআই শামসুল| bdevent24

কানাইঘাটে একটি অসহায় পরিবারকে ঘর তৈরি করে দিলেন এএসআই শামসুল| bdevent24


কানাইঘাট প্রতিনিধিঃ 
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সিঙ্গারীপাড় গ্রামের মৃত ছইফ উল্লাহর পুত্র দরিদ্র ভূমিহীন ফয়জুল হক (৬৩)-কে বসত বাড়ীর জায়গার ব্যবস্থা সহ টিনসেড ঘর নির্মাণ করে দিয়েছেন নিজ উদ্যোগে থানার এসআই মো: শামসুল আরেফিন জিহাদ ভূঁইয়া।
সরেজমিনে ফয়জুল হকের সাথে সাক্ষাতকালে তিনি প্রতিবেদককে জানান, দীর্ঘদিন পূর্বে অভাবের তাড়নায় বসত বাড়ী বিক্রি করে দিয়েছেন। এরপর থেকে হাজী মুহিবুর রহমানের বাগানের টিলায় একটি বাঁশ বেতের কূড়ে ঘরে ৩ সন্তান ও স্ত্রী সহ বসবাস করে আসছিলেন। অতি দরিদ্রতার মাঝে দু’ থেকে আড়াই’শ টাকা মজুরিতে দিন মজুরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার পক্ষে নিজস্ব ঘরবাড়ি তৈরি করা ছিল দু:স্বপ্ন।
একদিকে ছেলে মেয়ের লেখাপড়া খরছের চাপ ও অন্যদিকে পরিবারের ভরন পোষন চালানো হয়ে পড়েছিল কষ্টকর। এমতাবস্থায় কিছুদিন পূর্বে টিলার মালিক হাজী মুহিবুর রহমান তার বাগান বিক্রি করে দিলে বর্তমান মালিক আলী আহমদ তাকে মাথা গুজার একমাত্র কুড়ে ঘরটি ছেড়ে এখান থেকে পরিবার নিয়ে চলে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু তিনি নিরুপায় হয়ে মালিকের কাছে থাকার জন্য অনেক মিনতি করলেও মালিক তাকে থাকতে দেয়নি। অবশেষে মালিক থানায় অভিযোগ দায়ের করেন স্বপরিবারে উচ্ছেদ করার জন্য।
এ অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কানাইঘাট থানার এএসআই শামসুল আরেফিন ঘটনাস্থল পরিদর্শনে আসলে আমার বিস্তারিত বিষয় উনাকে অবগত করি। তখন আমার সামনে ৩ ছেলে মেয়ের ভবিষ্যত নিয়ে খুবই চিন্তিত ছিলাম, মনে হচ্ছিল যেন আমি অন্ধকারে ডুবে যাচ্ছি। তিনি আমার জীবনের করুন কাহিনী শুনে আমার বসত বাড়ী তৈরি করার জন্য আহমদ আলীর কাছ থেকে বুঝিয়ে ৫ শতক জমি ব্যবস্থা করেন এবং নিজ অর্থায়নে একটি টিনসেড দুই কক্ষ বিশিষ্ট বসত ঘর ও উন্নতমানের স্যানিটেশন ল্যাট্রিন তৈরি করে দেন। এতে আমার ও পরিবার মাথা গুজার ঠাই পেয়ে অনেক আনন্দিত হয়েছি।
এছাড়াও এএসআই শামসুল আরেফিন নববর্ষ উপলক্ষ্যে নতুন পোষাক ও মিষ্টি অসহায় পরিবারের জন্য নিয়ে আসেন। তার এ মহতি উদ্যোগে দরিদ্র ফয়জুল হক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে এএসআই শামসুল আরেফিনের জন্য দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।


এ ব্যাপারে থানার এএসআই মো: শামসুল আরেফিন জিহাদ ভূঁইয়া জানান, একটি উচ্ছেদ অভিযোগের তদন্তে গিয়ে অসহায় পরিবারের অবস্থা দেখে আমার মনটি কোমল হয়ে যায়। “মানুষ মানুষের জন্য” এই প্রতিপাদ্যকে বাস্তবে রূপ দেয়ার জন্য আমি অসহায় দরিদ্র পরিবারের বসতি স্থাপনের জন্য একটি টিনসেডের ঘর তৈরি করে দেই।
 নতুন বছরে সরকার বদলের আশা বিএনপির

নতুন বছরে সরকার বদলের আশা বিএনপির


শনিবার বিকালে বাংলা বর্ষবরণের এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দলের এই  প্রত্যাশার কথা জানান।
তিনি বলেন, “নতুন বছর হোক মিথ্যার বিপরীতে সত্যের বিজয়ের বছর, নতুন বছর হোক স্বৈরাচারের গ্লানি মোচন করে গণতন্ত্রের বছর, নতুন বছর হোক জনগণের বিজয়ের বছর, নতুন বছর হোক বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠার বছর। এই প্রত্যাশা আমাদের।
“আমরা শপথ নিতে চাই এই নতুন বছরের প্রথম দিনে - আমরা দেশনেত্রীকে মুক্ত করে, দেশে একটি নির্বাচনকালীন নিদর্লীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে, সংসদ ভেঙে দিতে বাধ্য করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব। এই বছরকে আমরা গণতন্ত্রের বিজয় বছর, বেগম খালেদা জিয়ার বিজয়ের বছর ও জনগণের বিজয়ের বছর হিসেবে দেখতে চাই।”
খালেদা জিয়ার কারাবাসের প্রসঙ্গে টেনে খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলছি। আমরা যখন প্রতিবছর নতুন বছরকে বরণ করে নেই, প্রত্যেকটি অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকতেন তিনি হলেন দলের চেয়ারপারসন, গণতন্ত্রের মা দেশমাতা বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। তাকে একটি মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে বন্দি করে রাখা হয়েছে।
“যখন নতুন বছর বরণ করছি তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুদুর লন্ডনে বাধ্য হয়ে অবস্থান করছেন। আজকে এই মঞ্চে উপস্থিত থাকার কথা ছিল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তার মাতা দুইদিন আগে মৃত্যুবরণ করায় তিনি এখন ঠাকুরগাঁওয়ে আছেন।এরকম একটি পরিস্থিতিতে বেদনা নিয়ে এই নতুন বছরকে বরণ করছি।”
বিগত বছরকে ‘হতাশা, অন্ধকার ও স্বৈরাচারী শাসনের’ বছর হিসেবে অভিহিত করে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নিপীড়ন-নির্যাতনের চিত্র তুলে ধরেন এই জ্যেষ্ঠ নেতা।
দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বাংলা নতুন বছরে দেশবাসীসহ দলের সর্বস্তরে নেতাকর্মী-সমর্থকদের শুভেচ্ছা জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গাজী মাজহারুল আনোয়ার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফউদ্দিন আহমেদ উজ্জ্বল, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জাসাসের সাধারণ সম্পাদক হেলাল খান, সহ-সভাপতি বাবুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মির্জা আব্বাস দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “দেশ আজ অশুভ শক্তির কবলে বন্দি। শুভ আসবে কবে জানি না। তবে  শুভ দিন আনতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে অশুভ শক্তির সঙ্গে একটা যুদ্ধে যেতে হবে। নাহলে কিছু হবে।”
বিকাল সাড়ে ৩টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর উদ্যোগে ১৪২৫ বঙ্গাব্দ বরণের এই অনুষ্ঠান হয়।
সংক্ষিপ্ত আলোচনা পর্বের পর কন্ঠশিল্পী বেবী নাজনীনসহ শিল্পীরা গান পরিবেশন করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গীতিকার ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনায় ‘সংস্কৃতি থেকে সমৃদ্ধি’ গীতিনাট্য পরিবেশিত হয়। এর সঙ্গীত পরিচালক ছিলেন কিসলু।