Showing posts with label সারাদেশ. Show all posts
Showing posts with label সারাদেশ. Show all posts
জয়পুরহাটে আবাদী জমির জলাবদ্ধতা নিরসনে ৭ কিলোমিটার পূনঃ খাল খনন শুরু

জয়পুরহাটে আবাদী জমির জলাবদ্ধতা নিরসনে ৭ কিলোমিটার পূনঃ খাল খনন শুরু

 জয়পুরহাট প্রতিনিধিঃ ২৬ ডিসেম্বর, জয়পুরহাট সদর ও ক্ষেতলাল উপজেলার ২০টি গ্রামের মানুষের আবাদী জমির জলাবদ্ধতা নিরসনের জন্য হিচমী থেকে বিলের ঘাট পর্যন্ত ১ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে প্রায় ৭ কিলোমিটার পূনঃ খাল খনন শুরু হয়েছে।
আজ বেলা ১১টায় এই খননের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ জাকির হোসেন। এ উপলক্ষে এক সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরিচালক এবি এম এমদাদুল হক, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সুধেন্দ্র নাথ রায়, স্থানীয় পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী ও জেলা মৎস কর্মকর্তা আব্দল জলিল মিয়া।
আগামী তিন মাসের মধ্যে খাল খনন শেষ হলে ওই এলাকায় মানুষরা জলাবদ্বতার হাত থেকে যেমন রক্ষা পাবে তেমনি খলের পানি দিয়ে ফসল ফলাতে পারবে। এছাড়া খালে মাছও চাষ করতে পারবে।
 ঢাবি চারুকলার ৭০ বছর পূর্তি

ঢাবি চারুকলার ৭০ বছর পূর্তি

ঢাবি, প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার ৭০ বছর পূর্তি ছিল আজ ২৫ ডিসেম্বর (মঙ্গলবার)। চারুকলার ৭০ বছর পূর্তি এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের জয়নুল উৎসব মাস ব্যাপী পালিত হচ্ছে।
আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো. আখতারুজ্জামান এর নেতৃত্বে প্রথমে জয়নুল আবেদিনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। অতঃপর বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন তিনি। তারপর অনুষদ প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি টিএসসি হয়ে আবার চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক ড.মুহাম্মদ সামাদ, অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.এ কে এম গোলাম রব্বানী, শিল্পাচার্য জয়নুল আবেদিন এর পুত্র প্রকৌশলী ময়নুল আবেদিন, অধ্যাপক রফিকুন নবী এবং চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের শুভ জন্মদিন পালন

চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের শুভ জন্মদিন পালন



চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ মিয়া ভাই সদা মিষ্টভাষী ও সদালাপি চুয়াডাঙ্গা যুব সমাজের নয়নের মনি। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের শুভ জন্মদিন ছিল আজ।
নিজের মনে না থাকলে ও নেতা কর্মীদের মন থেকে তিনি হারিয়ে যাননি। সকলে মনে রেখেছে তার জন্মদিনের কথা।
ঘটা করে না হলেও ছোট পরিসরে তার জন্মদিন নেতাকর্মীরা পালন করেছেন।কেউ মিষ্টি নিয়ে আবার কেউ জন্মদিনের কেক নিয়ে হাজির।
মিয়া ভাই অবাক তার জন্মদিনের কথা সবাই মনে রেখেছেন। এজন্য তিনি নেতাকর্মীদের এমন ভালোবাসায় আবেগে আপ্লুত হয়েছেন।
অনেকে ভালোবেসে মিয়া ভাই হিসেবে সম্মোধন করেন। তিনিও ছোট ভাইসহ নেতৃবৃন্দদের বুকের পাজর দিয়ে আগলে রেখেছেন।
এজন্য তিনি চুয়াডাঙ্গার যুবসমাজের কাছে অতি প্রিয় একজন ব্যক্তিত্ব। সুখে দুঃখে সব সময় পাশে থাকার চেষ্টা করেন অন্তরালে কাউকে বুজতে দেন না। চুয়াডাঙ্গার যুব সমাজের অভিভাবক নঈম হাসানের জন্মদিনে অনেকে ভালোবেসে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কবি জসিম উদ্দীন হলের সাবেক সাংগাঠনিক সম্পাদক এবং একাদশ জাতীয় সংসদের চুয়াডাঙ্গা এক আসনের নির্বাচনী সমন্বয়ক কাজী সাদরুল উলা বাবু জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা জানান রামিম হাসান সৈকত, শেখ আনোয়ার, জিংকু এবং উপস্থিত ছিলেন ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবন্দ সহ শুভাকাঙ্খীরা।
জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন এ্যাডঃ প্রদীপ কুমার সরকার

জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন এ্যাডঃ প্রদীপ কুমার সরকার




জয়পুরহাট প্রতিনিধিঃ ১২ নভেম্বর, একাদশ জাতীয় সংসদ নির্বচানে জয়পুরহাট-২ আসনে ধানের শিষ মার্কায় দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম বাংলাদেশ সুপ্রীম কোর্ট শাখার যুগ্ন সাধারণ সম্পাদক, জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় যুব আইনজীবী ঐক্যফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য, ছাত্রদল ফাউন্ডেশন সুপ্রীম কোর্ট শাখার সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক  এ্যাডঃ প্রদীপ কুমার সরকার। সোমবার তিনি এ বিষয়ে নিশ্চিত করেছেন।

জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর উপজেলায় গঠিত জয়পুরহাট-২ আসন। আর এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী রয়েছে একাধিক ব্যাক্তি। যার মধ্যে রয়েছে জেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ও জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ সহ আরো অনেকে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনয়ন পেতে ব্যাপক গনসংযোগ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম বাংলাদেশ সুপ্রীম কোর্ট শাখার যুগ্ন সাধারণ সম্পাদক, এ্যাডঃ প্রদীপ কুমার সরকার। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত এ্যাডঃ বীরেন্দ্রনাথ সরকারের পুত্র। তিনি বিএনপির কর্মী হয়ে এলাকার মানুষের সাথে গভীর সম্পর্কে জড়িয়ে রয়েছেন। এছাড়া কালাই, তেলাল ও আক্কেলপুরে বিএনপি সমর্থিত মানুষের সব সময় খোজ খবর রাখেন এবং আইনগত সহায়তা প্রদান করে আসছেন।

তিনি বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্বোধন লগ্নে শহিদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষ সাধনের জন্য তার মরোনত্তর দেহ দান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনে ইংরেজীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন এবং আইনে ব্যাচলর ডিগ্রী লাভ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ সুপ্রীম কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন এবং বিএনপির রাজনীতিতে সব সময় সক্রীয় আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন।

তিনি আইন পেশায় বিশেষ অবদানের জন্য একাধারে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্বর্ণপদক, জেনারেল ওসমানী শাইনিং পার্সোনালিটি স্বর্ণপদক ও বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদ স্মৃতি ফাউন্ডেশন স্বর্ণপদক অর্জন করেছেন।

অ্যাডভোকেট প্রদীপ কুমার সরকার বলতে গেলে বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি এর আদর্শের সাথে জড়িত। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান জয়পুরহাট জেলার গোপিনাথপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে ২ বার গিয়েছিলেন। অ্যাডভোকেট প্রদীপ কুমার সরকার তখন গোপীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। শহীদ জিয়া তার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেছিলেন। তিনি শহীদ জিয়ার দুর্দান্ত সেই ভাষনের মর্মার্থ সেদিন কতটুকু বুঝেছিলেন জানিনা। তবে তাকে ভালবেসে ফেলেছিলেন চরমভাবে এবং মানুষের কল্যাণে কাজ করার জন্য অনুপ্রাণিত হয়েছিলেন সেই কিশোর বয়সেই। তারই ধারাবাহিকতায় ২০০৬ সালের ৩১ আগস্ট তিনি শহীদ জিয়া মেডিকেল কলেজের শুভ উদ্বোধন লগ্নে মানুষের কল্যাণে প্রেস কনফারেন্সের মাধ্যমে তার মরণোত্তর দেহদান করেন।

জয়পুরহাটের সর্বস্তরের মানুষের নিকট জনপ্রিয় এই ব্যক্তি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট ২ আসনের মনোনয়ন প্রত্যাশী। তিনি যাতে জয়পুরহাট জেলার গণমানুষের কল্যাণে কাজ করার সুযোগ অর্জন করেন সেজন্য সকলের নিকট দোয়াপ্রার্থী। এ্যাডঃ  প্রদীপ কুমার সরকার বলেন, আমি ছাত্রজীবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির হয়ে কাজ করে যাচ্ছি। কেন্দ্রীয় নেতাদের গ্রীন সিগন্যাল নিয়ে মাঠে কাজ করছি। আমি আশা করছি এবার দল থেকে মনোনয়ন পাব। এই আসনটি বিএনপির ঘাটি এবং বরাবরই  আসন থেকে বিএনপির প্রার্থী জয়লাভ করেছে। বর্তমান এই আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য বিনা ভোটে নির্বাচিত হয়। তাই আমি বিএনপি থেকে মনোনয়ন পেলে জয়ী হব নিশ্চিত। যদি দল আমাকে মনোনয়ন না দেয় দল যাকে দেবে তার হয়েই কাজ করব।





পাঁচবিবিতে মোহনা টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

পাঁচবিবিতে মোহনা টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠা বাষির্কী পালিত






পাঁচবিবি প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে মোহনা টেলিভিশনের নবম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। এ উপলক্ষে বেলা ১১ টায় পাঁচবিবি উপজেলা পরিষদ হলরুমে কেক কাটা ও নাচ-গানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে কেক কাটেন পাঁচবিবি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, মহিলা ভাইস-চেয়ারম্যান দৌলতন নাহার দোলন, উপজেলা হিসাব রক্ষন অফিসার রিপন আহম্মেদ ও কৃষি অফিসার কৃষিবিদ আশরাফুল আলম। 

এসময় উপ¯ি’ত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার আব্দুল হাকিম মন্ডল, প্রকোশলী আব্দুল কাইয়ুম হোসেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ওমর আলী, প্রকল্প বাস্তবায়ন অফিসার নূর-এ-শেফা এবং  প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

কুমিল্লায় প্রেমের টানে ব্রাজিলের নারী!

কুমিল্লায় প্রেমের টানে ব্রাজিলের নারী!


প্রেমের টানে ব্রাজিল ছেড়ে কুমিল্লায় আসা এক তরুণীর খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সুদূর ব্রাজিল থেকে চলে এসেছেন এক নারী।
সব বাধা পেরিয়ে পা রেখেছেন কুমিল্লা লাকসামে দোগাইয়া গ্রামে। হীরার বাড়িতে। খবর পেয়ে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য লোক ভিড় জমাচ্ছেন হীরার বাড়িতে।
ইতিমধ্যে হীরা ও ব্রাজিলিয়ান নারী বিয়ে ফেলেছেন। প্রতিবেশীরা জানিয়েছেন, প্রায় ছয় মাস আগে তিনি ফেসবুকে ব্রাজিলিয়ান আইডিতে লাইক দেন। নারীও তাকে লাইক দেন। এভাবেই শুরু।
এভাবে চলতে চলতে একপর্যায়ে টেক্সট বিনিময়ের মাধ্যমে প্রায় প্রতিদিনই তাদের মধ্যে কথা হতো। ব্রাজিলিয়ান নারী কুমিল্লা লাকসামে তার বাবার সাথে আসছে।-কুমিল্লারবার্তা
জয়পুরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সুজাউল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার রাত ৯ টার দিকে পাঁচবিবি উপজেলার শাইলট্টি বাজারের শাইলট্টি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ গেটের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করে জয়পুরহাট র‌্যাব-৫।

আটককৃত সুজাউল ইসলাম উপজেলার ধর্মপুর গ্রামের আব্দুর সোবাহানের ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব সুজাউলকে ইয়াবাসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 রাজশাহীতে ১ কেজি হেরোইন ফেলে পালাল পাচারকারী

রাজশাহীতে ১ কেজি হেরোইন ফেলে পালাল পাচারকারী



জয়পুরহাটে ইয়ুথ পার্লামেন্ট অনুষ্ঠিত

জয়পুরহাটে ইয়ুথ পার্লামেন্ট অনুষ্ঠিত




জয়পুরহাট প্রতিনিধিঃ 
বরেন্দ্র বিশ্ববিদ্যালয় জয়পুরহাট এসোসিয়েশন এর উদ্যোগে গতকাল আয়োজন করা হয় ইয়ুথ পার্লামেন্টের। জয়পুরহাট চিনিকল মিলনায়তনে সকাল ১০ টা থেকে শুরু হওয়া অধিবেশন শেষ হয় বিকেল ৫ টায়। সংগঠনের সভাপতি নাজিব আহমেদ গালিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট পুলিশ সুপার রশীদুল হাসান। 



এসময় আরো উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক পিয়াশ কুমার, সরকার তানভীর আহমেদ তানিম, খ.ম. আরাফসহ আরো অনেকে।  



ইয়ুথ পার্লামেন্ট অধিবেশনে মানব সম্পদ উন্নয়ন ও দেশী শিল্প রা বিল-২০১৮ সর্ব সম্মতিতে পাশ করা হয়।

সার্বিক সহযোগিতায় ছিলেন-পাশে আছি আমরা, ওয়ার্ল্ড ভিশন, ডিবেটিং কাব। 









৭ মাসের অন্তঃসত্ত্বাকে জোরপূর্বক ধর্ষণ

৭ মাসের অন্তঃসত্ত্বাকে জোরপূর্বক ধর্ষণ



মোঃ রাসেল ইসলাম, বেনাপোল: যশোরের ঝিকরগাছা শংকরপুর গ্রামে এক গৃহবধূ মোছাঃ মিতা খাতুন(২০)কে জোর পূর্বক ধর্ষণ করে মুক্তার হোসেন। সে শংকরপুর গ্রামের মোঃ মোস্তাক রিগানের স্ত্রী।
জানা যায়,(০৬/০৭/১৮ শুক্রবার রাত ১ টার সময় মিতা খাতুন বাড়িতে ঘুমিয়ে ছিলেন ওই সময় প্রতিবেশী সদর হোসেনের ছেলে মুক্তার হোসেন (২৮) মুখ চেপে ধরে ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মিতাকে ধর্ষণ করে। লম্পট মুক্তার ধারালো ছুরি দিয়ে মিতার পেটের বাচ্চা কে মেরে ফেলবে বলে হুমকি দেয়।
মিতা খাতুনের স্বামী মোস্তাক বাড়িতে এলে বেহুঁশ অবস্থায় তার স্ত্রীকে দেখতে পায়। প্রতিবেশীরা লম্পট মুক্তার কে ধরতে গেলে সে পালিয়ে যায়। মিতা খাতুনের স্বামী মোস্তাক বলেন রাত ১২ টার সময় আমাদের বাজারে যায়। সে সময় সদর হোসেনের ছেলে মুক্তার হোসেন বাজারে ছিলো। কিছুক্ষন পরে মুক্তারকে আর দেখতে পাইনি।
এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ এর সাথে মুঠো ফোনে কথা বলে জানতে পারি অাসামী মুক্তার পলাতক অাছে। দ্রুত ভাবে আসামী মুক্তারকে আটক করার প্রক্রিয়া চলছে। মামলা নং ১২।
বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত
বগুড়া প্রতিনিধি
ঢাকা-বগুড়া মহাসড়কে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল লতিফ মিলন (২৫) নামে হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে মহাসড়কের শেরপুর উপজেলার ধরমোকাম হাওয়াখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ কাজল কুমার নন্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বগুড়া থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মালবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকের হেলপার আব্দুল লতিফ মিলন নিহত হন। তিনি দিনাজপুর সদর উপজেলার পশ্চিম শিবরামপুর এলাকার মতিয়ার রহমানের ছেলে।

এঘটনায় ট্রাক দুটি আটকের পর উভয় ট্রাকের চালকের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করেছে হাইওয়ে পুলিশ।
সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ১

সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ১

সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ১
সাভার প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাতরা। এ ঘটনায় রবিন কর্মকার নামের (৩৩) এক ডাকাতকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত ৩টার দিকে আশুলিয়ার দক্ষিণ গৌরীপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই ব্যবসায়ী দক্ষিণ গৌরীপুরের আব্দুল জলিলের ছেলে।

এলাকাবাসী জানায়, গৌরীপুর এলাকার ফারুক টেলিকমের মালিক ফারুক মিয়া (৪২) রাতে একটি দোকানে বিশ্বকাপ খেলা দেখে বাড়ি ফিরছিলেন। এ সময় ডাকাতের একটি দল তাকে আটক করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। তিনি এত বাধা দিলে ডাকাতরা তাকে কুপিয়ে আহত করে।

তবে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে ধাওয়া দিয়ে রবিন নামে এক ডাকাতকে আটক করে আশুলিয়া থানা পুলিশের কাছে সকালে সোর্পদ করে।

আহত ওই ব্যবসায়ীকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহরাব হোসেন বলেন, গৌরীপুর এলাকায় প্রায় ডাকাতি হচ্ছে। মানুষ এখানে আতঙ্কের মধ্যে আছে। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আউয়াল বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নীলফামারীতে সড়কে ঝরল নয় প্রাণ

নীলফামারীতে সড়কে ঝরল নয় প্রাণ

সৈয়দপুর থানার ওসি মো. শাহজাহান পাশা জানান, উপজেলার ধলাগাছ মতির মোড় এলাকার রংপুর-দিনাজপুর মহাসড়কে রোববার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ রাতে ১০ জনের মৃত্যুর খবর জানালেও সকালে নয়জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেন।
নিহতরা হলেন- সৈয়দপুর উপজেলার চওড়াবড়গাছা ইউনিয়নের নতিবাড়ী গ্রামের নতিবাড়ী কাঞ্চনপাড়ার রুবেল আহমেদ, রাব্বী হোসেন, সাজেদুল ইসলাম,খায়রুল ইসলাম, একই ইউনিয়নের আরাজী দৌলুয়াপাড়ার ডালিম চন্দ্র রায়, ময়নুল হক, শামীম হোসেন, ধোপাডাঙ্গা পাড়ার বিধান চন্দ্র রায় ও মিজানুর রহমান। তাদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে বলে পুলিশ জানায়।

আহতদের মধ্যে আটজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর পিকআপ ভ্যানের চালকসহ বাকিদের ভর্তি করা হয়েছে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে।
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, হতাহতের বাড়ি নীলফামারী সদর উপজেলার চওড়াবড়গাছা ইউনিয়নের নতিবাড়ি এলাকায়। নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি শাহজাহান বলেন, দিনাজপুরের একটি পিকনিক স্পট থেকে কয়েকজন যুবক একটি পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে একটি বাস পেছন দিক থেকে পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিলে পিকআপটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়।
খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ও সৈয়দপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা গিয়ে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে আটজনের লাশ উদ্ধার করে।
আহত অবস্থায় ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
প্রত্যক্ষদর্শী ধলাগাছ মতির মোড়ের সুরতুজ্জামান জানান, ২৫ থেকে ৩০ জন যাত্রী নিয়ে পিকআপটি সৈয়দপুর বাসটার্মিনাল এলাকা থেকে দ্রুতগতিতে নীলফামারী যাচ্ছিল। ওই ছোট পিকআপে গাদাগাদি করে দাঁড়িয়ে ডেক সেট বাজিয়ে হৈ-হুল্লোড় করছিল যাত্রীরা।
তিনি বলেন, “ধলাগাছ মতির মোড়ে ২০ গজে আসতেই বিকট শব্দ শুনতে পেয়ে এগিয়ে গিয়ে দেখি ওই পিকআপের সবাই সড়কের ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।”
এদিকে দুর্ঘটনার পর রংপুর-দিনাজপুর মহাসড়কে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে বলে পুলিশ সুপার আশরাফ জানান।
তিনি বলেন, পিকআপটি উদ্ধার করে থা
বিশ্বকাপ দেখতে গরু বেচে প্রজেক্টর কিনলেন ব্রাজিল সমর্থক

বিশ্বকাপ দেখতে গরু বেচে প্রজেক্টর কিনলেন ব্রাজিল সমর্থক

নাটোরে ব্রাজিল দলের সমর্থক দিনমজুর রফিক মিয়া নিজের একমাত্র সম্বল গাভী বিক্রি করে খেলা দেখার জন্য প্রজেক্টর কিনে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন।
নাটোরে ব্রাজিল ফুটবল দলের সমর্থক দিনমজুর রফিক মিয়া নিজের একমাত্র সম্বল গাভী বিক্রি করে খেলা দেখার জন্য প্রজেক্টর কিনে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন।
এলাকাবাসীরা জানান, নাটোর সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এতিম মোড়ের কৃষক রফিক মিয়া বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল দলের অন্ধ সমর্থক। এলাকায় খেলা বড় পর্দায় দেখানোর জন্য নিজের একমাত্র সম্বল গাভীটি স্থানীয় হাটে ৪০ হাজার টাকা বিক্রি করেন। গাভী বিক্রির সেই টাকার মধ্যে ৩৭ হাজার টাকা দিয়ে তিনি প্রজেক্টর কিনে এলাকায় সাড়া ফেলে দেন।
একজন দিনমজুরের এমন কাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে দিনমজুর রফিক জানান, তিনি ব্রাজিল ফুটবল দলের ভক্ত। তার মতো এলাকায় অনেক ব্রাজিল ভক্ত আছেন, যাদের খেলা দেখার জন্য টিভি নেই। তাই তাদের বড় পর্দায় খেলা দেখানোর জন্য প্রজেক্টর কিনেছেন।
সূত্র: প্রিয়.কম।
পাশে আছি আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাশে আছি আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ




জয়পুরহাট প্রতিনিধিঃ ১৪ জুন, 
জয়পুরহাটে ঈদকে সামনে রেখে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে “পাশে আছি আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের” উদ্যোগে ৩০ জন হত দরিদ্রদের মাঝে এসব ঈদ সামগ্রী বিররণ করা হয়। বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি খ.ম আরাফ রহমান, সাধারণ সম্পাদক তানজীল হোসেন শুভ, সাংগঠনিক সম্পাদক গোলাম সাকলায়েন সিজার। 


এসময় উপস্থিত ছিলেন, সরকার তানভীর আহমেদ তানিম, সাকিয়া প্রাপ্তি, জাওয়াদ আঙ্কুস, তুষার রায়, মিজানুর রহমান, সোহাগ হোসেন, রাতুল হাসান জয়সহ আরো অনেকে। 



সংগঠনের সভাপতি খ.ম রনি জানান, আগামী দিনে তারা আরও পরিশরে দরিদ্রদের সাহায্য করতে চান। এজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে কিশোর খুন

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে কিশোর খুন



গাজীপুর প্রতিনিধিঃ 
গাজীপুরের কাপাসিয়ায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে মামুন (১৮) নামে এক কিশোর খুন হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার আড়াল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কিশোর শাওন বর্মণকে (১৭) আটক করেছে।

হত মামুন আড়াল গ্রামের মৃত ফরিদ আহমদের ছেলে এবং আটক শাওন বর্মণ একই এলাকার পরিদাশ বর্মণের ছেলে।
কাপাসিয়া থানার ইন্সপেক্টর (অপরাশেন) মনিরুজ্জমান খান ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে আড়াল গ্রামে স্থানীয় ১৫/২০ যুবক ও কিশোর ক্রিকেট খেলছিল। খেলায় রান সংগ্রহ নিয়ে মামুন ও শাওনের মধ্যে ঝগড়া হয়। খেলা শেষ হলে সন্ধ্যায় শাওন ছুরি দিয়ে মামুনের বুকে আঘাত করে।
মামুনের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ঘটনায় সঙ্গে জড়িত কিশোর শাওন বর্মণকে আটক করা হয়েছে বলে জানান, ইন্সপেক্টর মনিরুজ্জমান খান। লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ঝিনাইদহে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ঝিনাইদহে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩




অনলাইন ডেস্ক: বল বর্ষণের মধ্যে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঝিনাইদহে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কনক কুমার দাস জানান, আজ বুধবার বেলা আড়াইটার দিকে জেলা শহরের কাছে লাউদিয়ায় হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম আসলাম। বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি। অন্য হতাহতদের নাম-পরিচয়ও পুলিশ তাৎক্ষণিকভাবে বলতে পারেনি।
পুলিশ কর্মকর্তা কনক কুমার বলেন, আজ বুধবার বেলা আড়াইটার দিকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এছাড়া অটোরিকশার আরও ছয় যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রেমিককে দিয়ে স্বামী হত্যার ভয়ঙ্কর তথ্য দিল রাজিয়া ! bdevent24

প্রেমিককে দিয়ে স্বামী হত্যার ভয়ঙ্কর তথ্য দিল রাজিয়া ! bdevent24


টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. শামীমকে হত্যা করিয়েছে তার স্ত্রী রাজিয়া বেগম। দুই যুবকের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল রাজিয়ার। তাদের নিয়েই স্বামীকে হত্যার পরিকল্পনা করে সে।
শামীম হত্যায় গ্রেফতার সুজন ও তার সহযোগী আবদুর রহিমের দেওয়া জবানবন্দির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে সুজনের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল রাজিয়ার। তার আরেক প্রেমিককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। রোববার সুজন ও রহিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর গোপালপুরের নিজ বাড়ি থেকে রাজিয়াকে গ্রেফতার করা হয়েছে।
রোববার টাঙ্গাইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাওরীন মাহমুদ ও আরিফুল ইসলামের আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয় সুজন ও রহিম। এদের মধ্যে সুজন গোপালপুর উপজেলার বাসকাইল গোইজারপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে এবং রহিম একই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ওসি অশোক কুমার সিংহ জানান, ২০১৬ সালে ১৭ আগস্ট শামীম গোপালপুর থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এক সপ্তাহ পর ২৪ আগস্ট গোপালপুরের বৈরান নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী রাজিয়া ২৬ আগস্ট অজ্ঞাতনামা কয়েক ব্যক্তিকে আসামি করে গোপালপুর থানায় মামলা করেন। পরে মামলাটি টাঙ্গাইল গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়।
ওসি অশোক কুমার সিংহ জানান, গ্রেফতার সুজন ও রহিম জবানবন্দিতে আদালতকে জানায়, রাজিয়া পরকীয়ায় আসক্ত ছিল। তার পরিকল্পনায় শামীমকে হত্যা করা হয়েছে। ওইদিন শামীম বাড়ি থেকে ঢাকার সাভারের হেমায়েতপুরে গিয়েছিলেন। সেখান থেকে তাকে মোবাইল ফোনে ডেকে এনে জুয়া খেলার কথা বলে গোপালপুরের বৈরান নদীর পাশে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ছুরি দিয়ে হত্যা করা হয়। পরে লাশ বৈরান নদীর কচুরিপানার নিচে ঢেকে রাখা হয়।
ওসি জানান, রাজিয়ার সঙ্গে সুজন ছাড়াও আরেকজনের পরকীয়ার সম্পর্ক ছিল। তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হচ্ছে না। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। হত্যায় জড়িত এমন সাক্ষ্যপ্রমাণ পাওয়ায় রাজিয়াকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।-জুম বাংলা।
বেপরোয়া চালকরা বিকারহীন, দুষলেন মালিকের ‘টার্গেটকে’ | bdevent24

বেপরোয়া চালকরা বিকারহীন, দুষলেন মালিকের ‘টার্গেটকে’ | bdevent24




যাদের জমা নির্দিষ্ট করা নেই তাদের কেউ বেশি ভাড়া উঠিয়ে নিজের ভাগের অংক বড় করা, আবার কেউ মালিককে সন্তুষ্ট করতে রাস্তায় প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার কথা জানিয়েছেন।
তাদের ভাষ্য মতে, ঢাকার বেশিরভাগ রুটের বাসের জমার টাকা মালিকরা নির্ধারণ করে দেন। আবার কিছু পরিবহন তাদের আয় হিসেব করে মোট যাত্রী পরিবহনের উপর (পথে চেকারদের দেওয়া হিসাব-ওয়ে বিল)। সেখানেও যাত্রী বেশি তোলার জন্য মালিকপক্ষের চাপ থাকে।
প্রতিযোগিতা করতে গিয়ে এক বাসের সঙ্গে আরেক বাসের ঠোকাঠুকি, সংঘর্ষ নিত্যদিনের ঘটনা। এ কারণে বেশিরভাগ পরিবহনের বাসের গায়ের রং চটে গেছে। খুলে গেছে বাম্পার, সংকেত বাতি। প্রায়ই ভাঙছে ভিউ মিরর।
অন্যদিকে মালিকরা দুষছেন চালকদের। তারা বলছেন, ভালো চালকের যেমন অভাব রয়েছে, পাশাপাশি চালকদের মাদকাসক্তিও দুর্ঘটনার কারণ।
এই মাসের প্রথম দিকে কারওয়ানবাজারে দুই বাসের পাল্লার মধ্যে পড়ে বাম হাত হারান তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান তিনি।
এভাবে দুর্ঘটনায় আহত হয়ে রাজীবের মৃত্যু তুমুল আলোচনার জন্ম দিলেও তার কোনো প্রভাব নেই চালকদের মধ্যে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে রামপুরায় প্রগতি সরণিতে আড়াআড়ি করে বাস রেখে যাত্রী তুলছিলেন অনাবিল পরিবহনের এক চালক। এ বাসের গায়ের রং চটে গেছে। বাম্পার খুলে গেছে অনেক জায়গায়। হেডলাইট ছাড়া সামনে পেছনে আর একটি বাতিও নেই।
জানতে চাইলে চালক শিপন বলেন, অন্য বাসের সঙ্গে পাল্লা দিতে গিয়ে গাড়ির এই হাল হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় ডানপাশের জানালা দিয়ে বারবার পেছনে তাকাচ্ছিলেন শিপন।
“পিছনের গাড়ি আগে গেলে ‘গ্যাপ খাইয়া’ ফালাইব,” চোখেমুখে তাড়াহুড়া নিয়ে বলছিলেন তিনি।
বাসের এ অবস্থার জন্য মালিক কিছু বলে কি না- জানতে চাইলে শিপন বলেন, “হের দরকার টাকা। আর গাড়ি কি রাস্তায় সাজাইয়া রাখনের লাইগা আনছে? একটু হইবোই।”
তিনি দাবি করেন, যাত্রীদের যেন কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রেখেই অন্য বাসের সঙ্গে প্রতিযোগিতা করেন তারা।
সকালে কুড়িল এলাকায় পাল্লা দিয়ে চালানোর অপরাধে সদরঘাট-গাজীপুর রুটের সুপ্রভাত পরিবহনের দুটি বাস আটকে ২২০০ টাকা করে জরিমানা করে ট্রাফিক পুলিশ।
একটি বাসের চালক রাব্বী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাস্তায় গাড়ি চললে এরম পারাপারি (পাল্লা দেওয়া) হইবোই।”
মালিকের জমা ও রাস্তার খরচ উঠিয়ে নিজেদের ভাগেরটা পান জানিয়ে তিনি বলেন, “মালিকের টার্গেট তিন হাজার ৮০০ টাকা। তেল লাগে চার হাজার টাকা। এরপর রাস্তার চান্দা, খাওয়া-দাওয়া মিল্লা আরও ১৫০০ টাকা। এরপর যা আহে তা দিয়া নিজেগো বেতন।”
বেলা ১২টার দিকে বিমানবন্দর সড়কের কুড়িল বিশ্বরোড বাসস্ট্যান্ডে প্রজাপতি পরিবহনের বাসের পেছনের বাম্পারে ধাক্কা দিচ্ছিল তেঁতুলিয়া পরিবহনের বাস। এক পর্যায়ে বাসটি প্রজাপতির বাসের বাঁ দিকে ঢুকিয়ে দিয়ে আগে যেতে চায়। সেখানে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা যাত্রীরা অনেকটা পেছনে সরে আসেন।
এভাবে প্রতিযোগিতার কারণ জানতে চাইলে তেঁতুলিয়া পরিবহনের বাসের চালকের সহকারী নুরুন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে গেলে যাত্রী বেশি পাওয়া যায়। আমদানি বেশি দেখানো যায়। মালিকরা বোনাস-টোনাস দেয়। আমারও কিছু ইনকাম হয়।”
চালকদের এ অসুস্থ প্রতিযোগিতার জন্য প্রায়ই বিপদে পড়তে হয় বলে জানান ফার্মগেইট যাওয়ার জন্য সেখানে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা আলমাস আলী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরা প্রায় সব সময়ই এমন করে। মনে হয় গায়ের ওপর উঠিয়ে দেবে। বাস থেকে নামার সময়ও দেখা যায়, পাশ থেকে আরেক গাড়ি চেপে ধরে। এদের কারণে প্রায়ই বিপদের মুখে পড়তে হয়।”

দুপুরে মিরপুর ‌১০ নম্বর গোলচত্বরে দেখা যায়, কোনো বাসের চালক অন্য বাসকে আগে যেতে দিতে চাইছেন না। সড়কজুড়ে দুই-তিন সারি করে বাস দাঁড় করিয়ে রেখেছেন তারা। কোনো বাস পেছন থেকে, কোনোটি বাঁ পাশ থেকে সামনে থাকা বাসকে ধাক্কা দিচ্ছে।
এসব বাসের মধ্যে আজিমপুর থেকে মিরপুর রুটের মিরপুর লিঙ্ক পরিবহনের বাসও ছিল। তার একটির চালক নাসির উদ্দিন বলেন, মালিকের ‘ইনকাম’ বাড়ানোর আশায় নিজেদের মধ্যে এই প্রতিযোগিতা করেন তারা।
“আমাগো এই লাইনে কোনো পরিবহনেরই টার্গেট দেওয়া নাই। কিন্তু একই কোম্পানিতে বিভিন্ন মালিকের গাড়ি চলে। আমদানি কম হইলে মালিক কয়, ‘হের আমদানি বেশি, তোর কম ক্যান?’ ইনকাম বাড়ানের লাইগা অন্য বাসের লগে পাল্টাপাল্টি করতে হয়।” 
প্রতিযোগিতা করতে গিয়ে বাসের ক্ষতি হওয়ার কথা স্বীকার করেন গাবতলী-রামপুরা রুটের আলিফ পরিবহনের বাসের চালক মোহাম্মদ মিজান।
“এই রুটে গাড়ি চালাই কমিশন হিসাবে। এক হাজার টাকায় আমি ১১০ টাকা পাই। হেল্পার পায় ৭০ টাকা। এখন আমরা কী করুম? এ্যামনে গাড়ি চালাইলে অন্য গাড়ির লগে ধাক্কাধাক্কি করা লাগে। গাড়ির রং উইঠা যায়। লুকিং গ্লাস ভাঙ্গে প্রায় প্রত্যেকদিন।”
মালিকরা ‘টার্গেট’ পদ্ধতি উঠিয়ে দিলে প্রতিযোগিতা এমনিতেই কমে যাবে বলে মনে করেন দেওয়ান পরিবহনের চালক আবদুস সালাম।
তিনি বলেন, “আমি চাইর মাস রাইদা পরিবহনের গাড়ি চালাইছি। ওই খানে কোনো টার্গেট আছিল না। তিন মাসে গাড়িতে একটা আঁচড়ও লাগে নাই।”
চালকদের এ অভিযোগ সব ক্ষেত্রে ঠিক নয় বলে দাবি করেন তেঁতুলিয়া পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আবদুল ওয়াদুদ মাসুম। তিনি দোষ দিচ্ছেন চালকদেরই।
ওয়াদুদ বলেন, “আমাদের একটা টার্গেট থাকে, ঠিক আছে। কিন্তু প্রতিযোগিতা করে ইনকাম করা এক জিনিস, আর প্রতিযোগিতা করে মানুষ মারা, অন্য গাড়িকে ধাক্কা দেওয়া সেটা আরেক জিনিস। তারা যদি দুই থেকে তিন মিনিট গ্যাপে যায় তাহলে যাত্রী এমনিতেই পাবে। কিন্তু তারা আগে যেতে চায় বলেই সমস্যাগুলো তৈরি হয়। এই প্রতিযোগিতা করে তো আমাদের ট্রিপ বেশি দিতে পারছে না।”
দক্ষ চালকের অভাবে এই সমস্যা হচ্ছে বলে মনে করেন এই বাস মালিক।
“বছরে একটা গাড়ি চারবার মেরামত করতে হয়। মূল সমস্যা হচ্ছে, এখন আর ভালো ড্রাইভার তৈরি হচ্ছে না। ভালো ড্রাইভার হলে এ ধরনের সমস্যা অনেকটা কমে যেত।”

গন্তব্যে যেতে চলন্ত বাসে ঝুঁকি নিয়ে উঠছেন যাত্রীরা। ছবি: আসিফ মাহমুদ অভি
বেপরোয়া বাস চালানোর জন্য চালকদের ‘মাদকাসক্তিকে’ দায়ী করেন প্রচেষ্টা পরিবহনের মালিক মেহেদী হাসান বেলাল।
ঢাকায় গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে গত সপ্তাহে মালিক-শ্রমিকদের এক বৈঠকে তিনি বলেন, “চালকরা মাদক ও নেশায় নিমজ্জিত। তাদের এই বিষয়ে বোঝাতে হবে। জীবন, সংসার ও সঞ্চয়ের প্রতি তাদের আগ্রহী করতে হবে।”
কলেজছাত্র রাজীবের মৃত্যু নগরের গণপরিবহনের বিশৃঙ্খলার ফল বলে মন্তব্য করেন পরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন।
“আমি তো মনে করি তাই। ছেলেটা মারা গেল দুটি বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে।”
ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের সাবেক এই নির্বাহী পরিচালকের মতে, রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে রুট পুনর্বিন্যাসের বিকল্প নাই।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন ২৪২টা রুটে বাস চালাচ্ছে মালিকরা। নতুন পদ্ধতি চালু হলে রুটের সংখ্যা হবে ছয়টি। এটা হলে পরিবহনগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা কমে যাবে। সব প্যাসেঞ্জারই সব বাসে চড়তে পারবে। অপারেটররা যাত্রী এখন যেমন নিচ্ছে তেমনই নেবে, কিন্তু কেউ কারও সঙ্গে কম্পিটিশনে যাবে না।”
বানিজ্যিকভাবে জনপ্রিয় হয়ে উঠছে তুলা চাষ | bdevent24

বানিজ্যিকভাবে জনপ্রিয় হয়ে উঠছে তুলা চাষ | bdevent24


রহিম রেজা, ঝালকাঠি: ঝালকাঠিতে বানিজ্যিকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তুলাচাষ। যশোর তুলা উন্নয়ন বোর্ডের সহায়তায় গত সাত বছর ধরে রুপালি-১ ও ৪ জাতের তুলাচাষ করছেন এ অঞ্চলের কৃষকরা। চলতি মৌসুমে জেলা সদরের গাবখান গ্রামসহ আশপাশের এলাকায় ৭০ একর জমিতে তুলা চাষ হয়েছে। তুলাচাষ লাভজনক হওয়া ও ফলন ভালো পাওয়ায় চাষিদের মধ্যে আগ্রহ বাড়ছে। এখন চলছে তুলা সংগ্রহের সময়।
চৈত্রের শুরুতেই সাদা তুলায় ভরে গেছে ক্ষেতগুলো। এ অঞ্চলের কৃষিতে তুলাচাষকে নতুন সম্ভাবনা বলে মনে করছে কৃষি বিভাগ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১১ সালে জেলার গাবখান গ্রামে প্রথম রুপালি-১ জাতের তুলাচাষ শুরু হয়। ওই বছর ফলন ভালো পাওয়ায় জেলার রাজাপুর এবং নলছিটিতে রুপালি-৪ জাতের তুলাচাষ শুরু করেন চাষিরা। তবে তুলা চাষের জমি নির্বাচন, বীজ সংগ্রহ ও পানি নিয়ন্ত্রণ করতে না পারায় চলতি এই দুই উপজেলায় আপাতত তুলাচাষ বন্ধ রয়েছে। চাষিরা জানান, উঁচু জমিতে তুলা চাষ ভালো হয়।
আষাঢ় ও শ্রাবণ মাসে বীজ লাগানোর সময়। কার্তিক মাসে ফুল আসে। অগ্রহায়ণ-পৌষে ফল ধরে। ফাল্গুন-চৈত্র মাসে ফল ফেটে সাদা তুলা বের হয়। তখন ক্ষেত থেকে তুলা সংগ্রহ করেন চাষিরা। এ বছর তুলার ফলন ভালো হয়েছে। তবে উৎপাদন খরচও বেড়েছে বলে জানান কৃষকরা।রাজাপুরের আব্দুল কাদের জানান, এই এলাকার জমি কিছুটা নিচু হলেও খুব উর্বর। আমরা চার বছর তুলা চাষ করে তিন বছরই ভালো ফলন পেয়েছি। গত বছর বন্যার কারণে তুলা নষ্ট হয়ে যায়। তা ছাড়া তুলাচাষে কিছু সমস্যা রয়েছে। শুষ্ক মৌসুমে সেচ ও বর্ষা মৌসুমে পানি নিয়ন্ত্রণ করতে না পারা।