মালাগার বিপক্ষে লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ দলে নেই আক্রমণভাগের দুই তারকা ক্রিস্তিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল। জিনেদিন জিদানের ১৯ সদস্যের দলে নেই মিডফিল্ডার লুকা মদ্রিচও।
গত বুধবার ইউভেন্তুসের বিপক্ষে যোগ করা সময়ের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে রোনালদোর গোলে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠে রিয়াল। নাটকীয় ওই লড়াইয়ের পর আভাস পাওয়া যাচ্ছিল, মালাগার বিপক্ষে বিশ্রাম দেওয়া হতে পারে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে।
সেক্ষেত্রে
লিগের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলের মাঠে করিম বেনজেমার সঙ্গে বেলকে
রিয়ালের শুরুর একাদশে খেলানোর ইঙ্গিত ছিল। কিন্তু ওয়েলসের এই উইঙ্গারকেও
বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিলেন জিদান।
ইউভেন্তুসের বিপক্ষে ফিরতি লেগে হালকা চোট পাওয়া মদ্রিচ দলের সঙ্গে শনিবার অনুশীলন করলেও তাকে দলে রাখা হয়নি। পুরো সুস্থ হতে তাকে দেওয়া হচ্ছে বাড়তি সময়।
রোববার বাংলাদেশ সময় পৌনে ১টায় মালাগার মাঠে খেলতে নামবে রিয়াল। ম্যাচটিতে জিতলে তৃতীয় স্থানে ওঠে আসবে বর্তমান চ্যাম্পিয়নরা। ৩১ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে জিদানের দলের অবস্থান এখন চারে।
এক পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে ৩২ ম্যাচ খেলা ভালেন্সিয়া। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৮২।
ইউভেন্তুসের বিপক্ষে ফিরতি লেগে হালকা চোট পাওয়া মদ্রিচ দলের সঙ্গে শনিবার অনুশীলন করলেও তাকে দলে রাখা হয়নি। পুরো সুস্থ হতে তাকে দেওয়া হচ্ছে বাড়তি সময়।
রোববার বাংলাদেশ সময় পৌনে ১টায় মালাগার মাঠে খেলতে নামবে রিয়াল। ম্যাচটিতে জিতলে তৃতীয় স্থানে ওঠে আসবে বর্তমান চ্যাম্পিয়নরা। ৩১ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে জিদানের দলের অবস্থান এখন চারে।
এক পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে ৩২ ম্যাচ খেলা ভালেন্সিয়া। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৮২।
SHARE THIS
0 comments: