২৬ বছর বয়সী নেইমার, যিনি বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড়। পায়ের ইনজুরিতে প্রায় তিনমাস মাঠের বাইরে থেকে বিশ্বকাপে খেলায় ফিরেছিলেন তিনি।ব্রাজিলের প্রথম দুই বিশ্বকাপ ম্যাচের পারফরমেন্সের জন্য দারুণ সমালোচনার মুখে পড়তে হয়েছে পারি সাঁ জার্মেইয়ের ফরোয়ার্ডকে।
এবারের আসরে কোস্টারিকার বিপক্ষ জয়ের পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন তিনি। তার কান্না নিয়ে নানা ধরনের সমালোচনার সৃষ্টি হয়েছিল। এছাড়া মাঠে অভিনয়ের কারণে কম সমালোচনা হয়নি তাকে নিয়ে।কাজানে রাত ১২টায় শুরু হওয়া ম্যাচে সাম্বাবাহিনীকে টক্কর দিয়ে ২-১ গোলে জয় তুলে নিয়েছে বেলজিয়াম।
আর পুরো মাঠে দাপট দেখিয়েছে লুকাকু-হ্যাজাডরা। তবে কম ফুটবল জাদু দেখাননি নেইমার। অভিনয় নয়, পুরো মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। শেষ অবধি চেষ্টা করেছেন দলকে সমতায় ফেরাতে।ম্যাচ হারলেও স্বভালসুলভ খেলা দেখিয়ে মন জয় করেছেন স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের।-সূত্র: বাংলাদেশ প্রতিদিন
0 comments: